
খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি গত ১৮ মার্চ থেকে পলাতক ছিলেন। আত্মসমর্পণের পরে পাঞ্জাব রাজ্যর মোগা জেলা পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। খবর এনডিটিভি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ এক টুইটে জানায়, অমৃতপাল সিংকে পাঞ্জাবের মোগায় গ্রেপ্তার করা হয়েছে। আরও বিশদ বিবরণ পাঞ্জাব পুলিশ জানাবে। নাগরিকদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি কোনো ভুয়া খবর না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।
খালিস্তানপন্থী এই নেতার বিরুদ্ধে বিভিন্ন জাতির মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশকে আক্রমণ ও পুলিশের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।
রোববার ভোরে মোগা শহরের একটি গুরুদ্বারের সামনে অমৃতপাল নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে তাঁকে গ্রেপ্তার করে অমৃতসরে নিয়ে যাওয়া হয়। কট্টরপন্থী এই প্রচারকের হেফাজতে নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
এদিকে অমৃতপাল সিংকে আসামের ডিব্রুগড়ে স্থানান্তরিত করা হচ্ছে, যেখানে তাঁর আটজন সহযোগীকে ইতিমধ্যে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে বন্দী করা হয়েছে। তাঁদের কোনো অভিযোগ ছাড়াই এক বছর পর্যন্ত আটকে রাখা হয়েছে।
অভিযোগ রয়েছে, অমৃতসরের কাছে অঞ্জলা থানার লকআপে বন্দী সঙ্গীকে ছাড়ানোর জন্য কয়েক শ লোক নিয়ে ১৮ মার্চ হামলা চালান অমৃতপাল ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী পপ্পলপ্রীত সিংহ। ওই ঘটনার পর থেকেই দুজন পলাতক ছিলেন। তবে ১০ এপ্রিল পপ্পলপ্রীতকে গ্রেপ্তার করে পুলিশ।
অমৃতপাল সিংকে সরকার খালিস্তানি-পাকিস্তানের এজেন্ট হিসেবে বর্ণনা করে। তিনি গত কয়েক বছর ধরে পাঞ্জাবে সক্রিয় ছিলেন। তিনি নিজেকে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের অনুসারী বলে দাবি করেন। ।

খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি গত ১৮ মার্চ থেকে পলাতক ছিলেন। আত্মসমর্পণের পরে পাঞ্জাব রাজ্যর মোগা জেলা পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। খবর এনডিটিভি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ এক টুইটে জানায়, অমৃতপাল সিংকে পাঞ্জাবের মোগায় গ্রেপ্তার করা হয়েছে। আরও বিশদ বিবরণ পাঞ্জাব পুলিশ জানাবে। নাগরিকদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি কোনো ভুয়া খবর না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।
খালিস্তানপন্থী এই নেতার বিরুদ্ধে বিভিন্ন জাতির মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশকে আক্রমণ ও পুলিশের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।
রোববার ভোরে মোগা শহরের একটি গুরুদ্বারের সামনে অমৃতপাল নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে তাঁকে গ্রেপ্তার করে অমৃতসরে নিয়ে যাওয়া হয়। কট্টরপন্থী এই প্রচারকের হেফাজতে নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
এদিকে অমৃতপাল সিংকে আসামের ডিব্রুগড়ে স্থানান্তরিত করা হচ্ছে, যেখানে তাঁর আটজন সহযোগীকে ইতিমধ্যে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে বন্দী করা হয়েছে। তাঁদের কোনো অভিযোগ ছাড়াই এক বছর পর্যন্ত আটকে রাখা হয়েছে।
অভিযোগ রয়েছে, অমৃতসরের কাছে অঞ্জলা থানার লকআপে বন্দী সঙ্গীকে ছাড়ানোর জন্য কয়েক শ লোক নিয়ে ১৮ মার্চ হামলা চালান অমৃতপাল ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী পপ্পলপ্রীত সিংহ। ওই ঘটনার পর থেকেই দুজন পলাতক ছিলেন। তবে ১০ এপ্রিল পপ্পলপ্রীতকে গ্রেপ্তার করে পুলিশ।
অমৃতপাল সিংকে সরকার খালিস্তানি-পাকিস্তানের এজেন্ট হিসেবে বর্ণনা করে। তিনি গত কয়েক বছর ধরে পাঞ্জাবে সক্রিয় ছিলেন। তিনি নিজেকে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের অনুসারী বলে দাবি করেন। ।

স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
৪ ঘণ্টা আগে