
ভারতীয় সরকারের অর্থনৈতিক অপরাধ তদন্তের দায়িত্বপ্রাপ্ত বিভাগ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডির জিজ্ঞাসাবাদে হাজির হবেন না কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, সোনিয়া গান্ধী তাঁর কোভিডের বিষয়ে চিকিৎসকের কাছ থেকে গ্রিন সিগন্যাল না পেলে কোথাও যাবেন না। ভারতীয় সংবাদমাধ্যম এডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ডের অর্থ তছরুপের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দলীয় সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সাবেক সভাপতি রাহুল গান্ধীকে ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। তাদের দুজনের জন্য দুটি আলাদা তারিখ নির্ধারণ করা হয়েছিল। রাহুল গান্ধীকে ডাকা হয়েছিল ২ জুন এবং সোনিয়া গান্ধীকে ৮ জুন। কিন্তু ২ জুন রাহুল গান্ধী বিদেশ থাকায় তিনি ইডি কার্যালয়ে যেতে পারেননি।
কংগ্রেসের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২ জুন কোভিডে আক্রান্ত হওয়া সোনিয়া গান্ধী (৭৫) এখনো সেরে ওঠেননি। সূত্র জানিয়েছে, সোনিয়া চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই কেবল তারপর ইডি কার্যালয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, ইডি সোনিয়া এবং রাহুলকে কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ডের সঙ্গে মানি লন্ডারিংয়ের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। এ ছাড়া, ন্যাশনাল হেরাল্ডের পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের মালিকানা গ্রহণের সময় প্রতারণা, ষড়যন্ত্র এবং অপরাধী কর্মকাণ্ডের অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
তবে, কংগ্রেস দাবি করেছে—ইডি যেমনটা দাবি করেছে যে, মানি লন্ডারিং বা অবৈধ আর্থিক লেনদেন করা হয়েছে তার কোনো প্রমাণই নেই। ইডির অভিযোগ একেবারেই ভিত্তিহীন।

ভারতীয় সরকারের অর্থনৈতিক অপরাধ তদন্তের দায়িত্বপ্রাপ্ত বিভাগ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডির জিজ্ঞাসাবাদে হাজির হবেন না কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, সোনিয়া গান্ধী তাঁর কোভিডের বিষয়ে চিকিৎসকের কাছ থেকে গ্রিন সিগন্যাল না পেলে কোথাও যাবেন না। ভারতীয় সংবাদমাধ্যম এডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ডের অর্থ তছরুপের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দলীয় সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সাবেক সভাপতি রাহুল গান্ধীকে ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। তাদের দুজনের জন্য দুটি আলাদা তারিখ নির্ধারণ করা হয়েছিল। রাহুল গান্ধীকে ডাকা হয়েছিল ২ জুন এবং সোনিয়া গান্ধীকে ৮ জুন। কিন্তু ২ জুন রাহুল গান্ধী বিদেশ থাকায় তিনি ইডি কার্যালয়ে যেতে পারেননি।
কংগ্রেসের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২ জুন কোভিডে আক্রান্ত হওয়া সোনিয়া গান্ধী (৭৫) এখনো সেরে ওঠেননি। সূত্র জানিয়েছে, সোনিয়া চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই কেবল তারপর ইডি কার্যালয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, ইডি সোনিয়া এবং রাহুলকে কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ডের সঙ্গে মানি লন্ডারিংয়ের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। এ ছাড়া, ন্যাশনাল হেরাল্ডের পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের মালিকানা গ্রহণের সময় প্রতারণা, ষড়যন্ত্র এবং অপরাধী কর্মকাণ্ডের অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
তবে, কংগ্রেস দাবি করেছে—ইডি যেমনটা দাবি করেছে যে, মানি লন্ডারিং বা অবৈধ আর্থিক লেনদেন করা হয়েছে তার কোনো প্রমাণই নেই। ইডির অভিযোগ একেবারেই ভিত্তিহীন।

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র হিসেবে শপথ নেওয়ার পর জোহরান মামদানির হাতে লেখা একটি চিঠি নতুন করে আলোচনায় এনেছে ভারতের কারাবন্দী ছাত্রনেতা ও অধিকারকর্মী উমর খালিদের দীর্ঘ বন্দিত্বের বিষয়টি।
২৪ মিনিট আগে
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে প্রথমবারের মতো নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে তোলা হচ্ছে। তাঁকে বহনকারী একটি হেলিকপ্টার নিউইয়র্কের আদালতের নিকটবর্তী একটি হেলিপোর্টে কিছুক্ষণ আগে অবতরণ করেছে। আজ সোমবার তাঁকে ওই আদালতে হাজির করার কথা রয়েছে।
৩৩ মিনিট আগে
সব অনিশ্চয়তা ও অমানবিক যন্ত্রণার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বীরভূমের রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনালী খাতুন। গত বছর অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় দিল্লি পুলিশ তাঁকে ‘বাংলাদেশি’ সন্দেহে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছিল।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের দাবিমতো রাশিয়া থেকে তেল কেনা না কমালে ভারতের ওপর শুল্ক বাড়ানো হতে পারে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুমকি দেন তিনি।
৩ ঘণ্টা আগে