আজকের পত্রিকা ডেস্ক

কুম্ভমেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ। ভারতে ১২ বছর পরপর এটি অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী (ত্রিবেণি) নদীর সঙ্গমে স্নান করলে পাপমুক্তি হয় এবং মোক্ষ লাভ করা যায়। এই মেলা ছয় সপ্তাহ ধরে চলে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি ভক্ত এতে অংশ নেন। কুম্ভমেলার ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ নতুন নয়। মেলা শেষ হওয়ার কিছু দিন আগেও অভিযোগ পাওয়া যায়, সঙ্গমের জল দূষিত ও স্নানের অনুপযোগী। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) একটি প্রতিবেদনেও বলা হয়, প্রয়াগরাজের সঙ্গমে (গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল) অব্যবহৃত পয়োনিষ্কাশন ও মানববর্জ্যের ব্যাকটেরিয়ার মাত্রা অত্যন্ত বেশি।
তবে এবার ভয়াবহ একটি অভিযোগ করেছেন ভারতীয় এক রাজনীতিবিদ। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছেন, প্রয়াগরাজের বিশাল ধর্মীয় সমাবেশের পর প্রায় ১ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, উত্তর প্রদেশ সরকার এসব মানুষকে খুঁজতে কোনো উদ্যোগ নেয়নি, বরং প্রশাসন হাত গুটিয়ে বসে রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ বুধবার একটি সংবাদ সম্মেলনে অখিলেশ যাদব এসব কথা বলেন। তিনি বিজেপি সরকারকে নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে সাহায্য করার আহ্বান জানান। তিনি বলেন, বিজেপি ও তাদের নেতা-কর্মীদের উচিত এসব পরিবারকে সাহায্য করা; যাতে তারা পরিবারের হারিয়ে যাওয়া সদস্যদের খুঁজে পায়। এখনো প্রায় ১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। বিজেপির উচিত নিখোঁজ ১ হাজার মানুষ ও তাঁদের পরিবারকে তথ্য দেওয়া।
অখিলেশ যাদব অভিযোগ করেন, প্রয়াগরাজে এখনো অনেক হারানো বিজ্ঞপ্তির পোস্টার রয়েছে। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক, উত্তর প্রদেশের বিজেপি সরকার সেই পোস্টারগুলো সরিয়ে ফেলছে। তিনি মেলা পরিচালনায় সিনিয়র কর্মকর্তা ও পুলিশের ভূমিকার সমালোচনা করেন।
এদিকে এক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাকুম্ভ মেলার প্রশংসা করেন। তিনি এটিকে অযোধ্যার রামমন্দির প্রতিষ্ঠার সঙ্গে তুলনা করেন। তিনি লাখ লাখ মানুষের সমাবেশকে ভারতের জাতীয় চেতনা ও ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করেন।

কুম্ভমেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ। ভারতে ১২ বছর পরপর এটি অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী (ত্রিবেণি) নদীর সঙ্গমে স্নান করলে পাপমুক্তি হয় এবং মোক্ষ লাভ করা যায়। এই মেলা ছয় সপ্তাহ ধরে চলে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি ভক্ত এতে অংশ নেন। কুম্ভমেলার ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ নতুন নয়। মেলা শেষ হওয়ার কিছু দিন আগেও অভিযোগ পাওয়া যায়, সঙ্গমের জল দূষিত ও স্নানের অনুপযোগী। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) একটি প্রতিবেদনেও বলা হয়, প্রয়াগরাজের সঙ্গমে (গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল) অব্যবহৃত পয়োনিষ্কাশন ও মানববর্জ্যের ব্যাকটেরিয়ার মাত্রা অত্যন্ত বেশি।
তবে এবার ভয়াবহ একটি অভিযোগ করেছেন ভারতীয় এক রাজনীতিবিদ। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছেন, প্রয়াগরাজের বিশাল ধর্মীয় সমাবেশের পর প্রায় ১ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, উত্তর প্রদেশ সরকার এসব মানুষকে খুঁজতে কোনো উদ্যোগ নেয়নি, বরং প্রশাসন হাত গুটিয়ে বসে রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ বুধবার একটি সংবাদ সম্মেলনে অখিলেশ যাদব এসব কথা বলেন। তিনি বিজেপি সরকারকে নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে সাহায্য করার আহ্বান জানান। তিনি বলেন, বিজেপি ও তাদের নেতা-কর্মীদের উচিত এসব পরিবারকে সাহায্য করা; যাতে তারা পরিবারের হারিয়ে যাওয়া সদস্যদের খুঁজে পায়। এখনো প্রায় ১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। বিজেপির উচিত নিখোঁজ ১ হাজার মানুষ ও তাঁদের পরিবারকে তথ্য দেওয়া।
অখিলেশ যাদব অভিযোগ করেন, প্রয়াগরাজে এখনো অনেক হারানো বিজ্ঞপ্তির পোস্টার রয়েছে। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক, উত্তর প্রদেশের বিজেপি সরকার সেই পোস্টারগুলো সরিয়ে ফেলছে। তিনি মেলা পরিচালনায় সিনিয়র কর্মকর্তা ও পুলিশের ভূমিকার সমালোচনা করেন।
এদিকে এক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাকুম্ভ মেলার প্রশংসা করেন। তিনি এটিকে অযোধ্যার রামমন্দির প্রতিষ্ঠার সঙ্গে তুলনা করেন। তিনি লাখ লাখ মানুষের সমাবেশকে ভারতের জাতীয় চেতনা ও ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করেন।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৫ ঘণ্টা আগে