আজকের পত্রিকা ডেস্ক

কুম্ভমেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ। ভারতে ১২ বছর পরপর এটি অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী (ত্রিবেণি) নদীর সঙ্গমে স্নান করলে পাপমুক্তি হয় এবং মোক্ষ লাভ করা যায়। এই মেলা ছয় সপ্তাহ ধরে চলে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি ভক্ত এতে অংশ নেন। কুম্ভমেলার ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ নতুন নয়। মেলা শেষ হওয়ার কিছু দিন আগেও অভিযোগ পাওয়া যায়, সঙ্গমের জল দূষিত ও স্নানের অনুপযোগী। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) একটি প্রতিবেদনেও বলা হয়, প্রয়াগরাজের সঙ্গমে (গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল) অব্যবহৃত পয়োনিষ্কাশন ও মানববর্জ্যের ব্যাকটেরিয়ার মাত্রা অত্যন্ত বেশি।
তবে এবার ভয়াবহ একটি অভিযোগ করেছেন ভারতীয় এক রাজনীতিবিদ। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছেন, প্রয়াগরাজের বিশাল ধর্মীয় সমাবেশের পর প্রায় ১ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, উত্তর প্রদেশ সরকার এসব মানুষকে খুঁজতে কোনো উদ্যোগ নেয়নি, বরং প্রশাসন হাত গুটিয়ে বসে রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ বুধবার একটি সংবাদ সম্মেলনে অখিলেশ যাদব এসব কথা বলেন। তিনি বিজেপি সরকারকে নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে সাহায্য করার আহ্বান জানান। তিনি বলেন, বিজেপি ও তাদের নেতা-কর্মীদের উচিত এসব পরিবারকে সাহায্য করা; যাতে তারা পরিবারের হারিয়ে যাওয়া সদস্যদের খুঁজে পায়। এখনো প্রায় ১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। বিজেপির উচিত নিখোঁজ ১ হাজার মানুষ ও তাঁদের পরিবারকে তথ্য দেওয়া।
অখিলেশ যাদব অভিযোগ করেন, প্রয়াগরাজে এখনো অনেক হারানো বিজ্ঞপ্তির পোস্টার রয়েছে। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক, উত্তর প্রদেশের বিজেপি সরকার সেই পোস্টারগুলো সরিয়ে ফেলছে। তিনি মেলা পরিচালনায় সিনিয়র কর্মকর্তা ও পুলিশের ভূমিকার সমালোচনা করেন।
এদিকে এক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাকুম্ভ মেলার প্রশংসা করেন। তিনি এটিকে অযোধ্যার রামমন্দির প্রতিষ্ঠার সঙ্গে তুলনা করেন। তিনি লাখ লাখ মানুষের সমাবেশকে ভারতের জাতীয় চেতনা ও ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করেন।

কুম্ভমেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ। ভারতে ১২ বছর পরপর এটি অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী (ত্রিবেণি) নদীর সঙ্গমে স্নান করলে পাপমুক্তি হয় এবং মোক্ষ লাভ করা যায়। এই মেলা ছয় সপ্তাহ ধরে চলে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি ভক্ত এতে অংশ নেন। কুম্ভমেলার ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ নতুন নয়। মেলা শেষ হওয়ার কিছু দিন আগেও অভিযোগ পাওয়া যায়, সঙ্গমের জল দূষিত ও স্নানের অনুপযোগী। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) একটি প্রতিবেদনেও বলা হয়, প্রয়াগরাজের সঙ্গমে (গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল) অব্যবহৃত পয়োনিষ্কাশন ও মানববর্জ্যের ব্যাকটেরিয়ার মাত্রা অত্যন্ত বেশি।
তবে এবার ভয়াবহ একটি অভিযোগ করেছেন ভারতীয় এক রাজনীতিবিদ। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছেন, প্রয়াগরাজের বিশাল ধর্মীয় সমাবেশের পর প্রায় ১ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, উত্তর প্রদেশ সরকার এসব মানুষকে খুঁজতে কোনো উদ্যোগ নেয়নি, বরং প্রশাসন হাত গুটিয়ে বসে রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ বুধবার একটি সংবাদ সম্মেলনে অখিলেশ যাদব এসব কথা বলেন। তিনি বিজেপি সরকারকে নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে সাহায্য করার আহ্বান জানান। তিনি বলেন, বিজেপি ও তাদের নেতা-কর্মীদের উচিত এসব পরিবারকে সাহায্য করা; যাতে তারা পরিবারের হারিয়ে যাওয়া সদস্যদের খুঁজে পায়। এখনো প্রায় ১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। বিজেপির উচিত নিখোঁজ ১ হাজার মানুষ ও তাঁদের পরিবারকে তথ্য দেওয়া।
অখিলেশ যাদব অভিযোগ করেন, প্রয়াগরাজে এখনো অনেক হারানো বিজ্ঞপ্তির পোস্টার রয়েছে। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক, উত্তর প্রদেশের বিজেপি সরকার সেই পোস্টারগুলো সরিয়ে ফেলছে। তিনি মেলা পরিচালনায় সিনিয়র কর্মকর্তা ও পুলিশের ভূমিকার সমালোচনা করেন।
এদিকে এক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাকুম্ভ মেলার প্রশংসা করেন। তিনি এটিকে অযোধ্যার রামমন্দির প্রতিষ্ঠার সঙ্গে তুলনা করেন। তিনি লাখ লাখ মানুষের সমাবেশকে ভারতের জাতীয় চেতনা ও ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করেন।

২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
১৯ মিনিট আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
১ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৩ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
৩ ঘণ্টা আগে