
ভারতের উত্তরাখন্ড রাজ্যে বিজেপি নেতার ছেলের রিসোর্টে কর্মরত তরুণী অঙ্কিতা ভান্ডারি (১৯) খুনের ঘটনায় ক্ষোভ বাড়ছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিজেপি নেতা বিনোদ আর্যর ছেলে পুলকিত আর্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন-রিসোর্টের মালিক পুলকিত আর্য, ম্যানেজার সৌরভ ও সহকারী ম্যানেজার অঙ্কিত।
এনডিটিভি জানায়, এই ঘটনার পর বিনোদ আর্য ও তাঁর ভাই অঙ্কিত আর্যকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি।
নিহতের পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের আলামত ঢাকতে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির আদেশে দ্রুত রিসোর্টটিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মরদেহের প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনে পানিতে ডুবে মৃত্যুর কথা বলা হলেও একে প্রত্যাখ্যান করেছে অঙ্কিতার পরিবার।
নিখোঁজের পর গত শনিবার রিসোর্টের পাশের একটি নালা থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রিসোর্টে রিসিপসনিস্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি। অভিযোগ উঠেছে, অঙ্কিতাকে পতিতাবৃত্তিতে বাধ্য করেছিল অভিযুক্তরা। এ ঘটনার রেশ ধরেই অঙ্কিতাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, আজ রোববার অঙ্কিতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে অ্যাম্বুলেন্সে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে। অঙ্কিতার পরিবার প্রাথমিকভাবে শেষকৃত্যে আপত্তি করলেও পরে প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে দাহ করতে সম্মতি দেয়।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানিয়েছেন, অঙ্কিতার খুনে দোষীদের ফার্স্ট ট্র্যাক কোর্টে শুনানি করে শাস্তি দেওয়া হবে।
এদিকে অভিযুক্ত পুলকিত আর্যের বাবা বিনোদ আর্য দাবি করেছেন, তাঁর ছেলে একদম সহজ-সরল প্রকৃতির। এ কাজ তাঁর ছেলে কখনোই করতে পারে না। তাঁর ছেলে ‘নির্দোষ’ বলে দাবি তার।
আনন্দবাজার জানায়, রিসোর্টে অতিথিদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে অঙ্কিতাকে জোর করতেন পুলকিত। তাতে রাজি না হওয়াতেই তরুণীকে খুন করেন তিনি। এ ঘটনায় হোটেলের ম্যানেজার সৌরভ ও সহকারী ম্যানেজার অঙ্কিতও জড়িত। তাঁদের সকলকেই গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে গ্রেপ্তাররা ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর দুপুর ৩টার পর থেকে নিখোঁজ ছিলেন অঙ্কিতা। নিখোঁজ হওয়ার ৬ দিন পর গতকাল শনিবার সকালে উত্তরাখণ্ডের চাল্লি খাল থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়, পানিতে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তরুণীর। মৃত্যুর আগে অঙ্কিতার দেহে আঘাতের চিহ্ন ছিল।

ভারতের উত্তরাখন্ড রাজ্যে বিজেপি নেতার ছেলের রিসোর্টে কর্মরত তরুণী অঙ্কিতা ভান্ডারি (১৯) খুনের ঘটনায় ক্ষোভ বাড়ছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিজেপি নেতা বিনোদ আর্যর ছেলে পুলকিত আর্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন-রিসোর্টের মালিক পুলকিত আর্য, ম্যানেজার সৌরভ ও সহকারী ম্যানেজার অঙ্কিত।
এনডিটিভি জানায়, এই ঘটনার পর বিনোদ আর্য ও তাঁর ভাই অঙ্কিত আর্যকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি।
নিহতের পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের আলামত ঢাকতে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির আদেশে দ্রুত রিসোর্টটিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মরদেহের প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনে পানিতে ডুবে মৃত্যুর কথা বলা হলেও একে প্রত্যাখ্যান করেছে অঙ্কিতার পরিবার।
নিখোঁজের পর গত শনিবার রিসোর্টের পাশের একটি নালা থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রিসোর্টে রিসিপসনিস্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি। অভিযোগ উঠেছে, অঙ্কিতাকে পতিতাবৃত্তিতে বাধ্য করেছিল অভিযুক্তরা। এ ঘটনার রেশ ধরেই অঙ্কিতাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, আজ রোববার অঙ্কিতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে অ্যাম্বুলেন্সে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে। অঙ্কিতার পরিবার প্রাথমিকভাবে শেষকৃত্যে আপত্তি করলেও পরে প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে দাহ করতে সম্মতি দেয়।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানিয়েছেন, অঙ্কিতার খুনে দোষীদের ফার্স্ট ট্র্যাক কোর্টে শুনানি করে শাস্তি দেওয়া হবে।
এদিকে অভিযুক্ত পুলকিত আর্যের বাবা বিনোদ আর্য দাবি করেছেন, তাঁর ছেলে একদম সহজ-সরল প্রকৃতির। এ কাজ তাঁর ছেলে কখনোই করতে পারে না। তাঁর ছেলে ‘নির্দোষ’ বলে দাবি তার।
আনন্দবাজার জানায়, রিসোর্টে অতিথিদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে অঙ্কিতাকে জোর করতেন পুলকিত। তাতে রাজি না হওয়াতেই তরুণীকে খুন করেন তিনি। এ ঘটনায় হোটেলের ম্যানেজার সৌরভ ও সহকারী ম্যানেজার অঙ্কিতও জড়িত। তাঁদের সকলকেই গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে গ্রেপ্তাররা ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর দুপুর ৩টার পর থেকে নিখোঁজ ছিলেন অঙ্কিতা। নিখোঁজ হওয়ার ৬ দিন পর গতকাল শনিবার সকালে উত্তরাখণ্ডের চাল্লি খাল থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়, পানিতে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তরুণীর। মৃত্যুর আগে অঙ্কিতার দেহে আঘাতের চিহ্ন ছিল।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৫ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৬ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৭ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৯ ঘণ্টা আগে