
দিল্লি তার ইতিহাসের আর কখনোই এমন বিরল প্রচণ্ড তাপমাত্রার মুখোমুখি হয়নি। সর্বকালের সব রেকর্ড ভেঙে ভারতের কেন্দ্রীয় রাজধানীতে তাপমাত্রার পারদ ছুঁয়েছে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের ঘর। মূলত রাজস্থান থেকে আসা তীব্র লু হাওয়ার কারণে দেশটির পূর্বাংশে ঝড়-বৃষ্টির মধ্যেও রাজধানীতে তাপমাত্রা রেকর্ড গড়েছে।
বার্তা সংস্থা এএফপি ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) বরাত দিয়ে জানিয়েছে, গতকাল মঙ্গলবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছ ৪৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা মূলত অতি প্রচণ্ড তাপপ্রবাহের সৃষ্টি করে। দিল্লির উপকণ্ঠের নেরালা ও মুঙ্গেশপুরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আইএমডির তথ্য বলছে, এর আগে দিল্লির তাপমাত্রার পারদ কখনোই এতটা ওপরে ওঠেনি।
আইএমডি জানিয়েছে, আজ বুধবারও দিল্লিতে প্রচণ্ড তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। আশঙ্কা আছে, আজও দিল্লির তাপমাত্রা উঠে যেতে পারে ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। অবশ্য, গ্রীষ্মকালে দিল্লিসহ এর আশপাশের অঞ্চলে এমন তীব্র লু হাওয়া বা প্রচণ্ড গরমের বিষয়টি নতুন কিছু নয়। এর আগে, ২০২২ সালের মে মাসেও দিল্লির তাপমাত্রা উঠেছিল ৪৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।
বিগত কয়েক বছরের গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ দীর্ঘ, আরও ঘন ঘন এবং তীব্রতর হয়ে উঠছে। নয়াদিল্লি কর্তৃপক্ষ প্রচণ্ড তাপপ্রবাহে রাজধানীতে পানির ঘাটতি দেখা দিতে পারে বলেও সতর্ক করেছে। এমনকি এরই মধ্যে কিছু এলাকায় পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। দিল্লি সরকারের পানিবিষয়ক মন্ত্রী অতিশী মারলেনা পানির অপচয় বন্ধ করার জন্য সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন।
এদিকে, ঘূর্ণিঝড় রিমালের কারণে সৃষ্ট বৃষ্টি, বজ্রপাত ও ভূমিধসের কারণে ভারতের পশ্চিমবঙ্গ ও দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় চার রাজ্যে অন্তত ৩২ জন নিহত হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে নিহত হয়েছে সাতজন, মিজোরামে ১৭ জন, আসামে তিনজন, নাগাল্যান্ডে চারজন। বাকি একজন মারা গেছে মেঘালয়ে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান হওয়াই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাঁর মূল বার্তা। সুইজারল্যান্ডের দাভোসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সাংবাদিকদের এই কথা জানান ট্রাম্প। তিনি জানান, জেলেনস্কির...
৩১ মিনিট আগে
গত ১ ডিসেম্বর ঢাকায় নারী সাংবাদিকদের সঙ্গে এক রুদ্ধদার বৈঠকে মার্কিন কূটনীতিক বলেন, বাংলাদেশ ‘ইসলামঘেঁষা’ হয়ে উঠেছে এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামীর ফলাফল অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো হবে। ওই কূটনীতিক বলেন, ‘আমরা চাই তারা আমাদের বন্ধু হোক।’
১ ঘণ্টা আগে
ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে ইতিমধ্যে ২৫টির বেশি দেশ এই বোর্ডে যোগদানের বিষয়ে নিশ্চিত করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, মিসর ও তুরস্ক। এশিয়ার মধ্যে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তান।
২ ঘণ্টা আগে
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভাদেরওয়াহ-চাম্বা আন্তরাজ্য সড়কের ৯ হাজার ফুট উচ্চতাবিশিষ্ট খানি টপ এলাকায় ১৭ থেকে ২১ জন জওয়ানকে বহনকারী একটি বুলেটপ্রুফ সাঁজোয়া সমতল থেকে উঁচু চৌকির দিকে যাচ্ছিল।
৩ ঘণ্টা আগে