
ভারতীয় এক চা বিক্রেতা বিলিয়নিয়ার ব্যবসায়ী বিল গেটসকে চা পরিবেশন করে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছেন ভারতীয় এক চা ওয়ালা। মজার বিষয় হলো—‘ডলি চাইওয়ালা’ নামের সেই ব্যবসায়ী জানতেনই না যে তিনি স্বয়ং বিল গেটসকে চা পান করাচ্ছেন।
সম্প্রতি ভারত সফর করতে গিয়ে দেশটির নাগপুরে ডলির চা স্টলে ক্ষণিকের জন্য বিরতি নিয়েছিলেন টেক জায়ান্ট বিল গেটস। পরে তিনি সেই দোকানের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। এভাবে নিজের অজান্তেই দুনিয়াজুড়ে পরিচিত মুখ হয়ে ওঠেন সেই চা ওয়ালা।
ভিডিওটি পোস্ট করে বিল গেটস লিখেছিলেন—ভারতে আবারও আসতে পেরে উত্তেজিত, অবিশ্বাস্য উদ্ভাবকদের জন্মভূমি, যারা জীবন বাঁচাতে এবং উন্নত করতে নতুন উপায়ে কাজ করছেন এবং এমনকি এক কাপ চাও বানিয়েছেন!’
এই পোস্টের বদলে রাতারাতি ভাগ্য বদলে যায় সেই ডলি চাইওয়ালার। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে তিনি জানিয়েছিলেন, চা পরিবেশনের সময় বিল গেটসকে তিনি চিনতেই পারেননি। বিল গেটস কে তা জানেনও না। তিনি বলেন, ‘আমি শুধু তাকে একজন বিদেশি ভেবেছিলাম এবং চা অফার করেছিলাম। পরে নাগপুরে লোকেরা আমাকে বলছিল—তুমি কাকে চা পরিবেশন করেছিলে!’
সেই চা ওয়ালা এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাছে চা পরিবেশন করতে চান বলে জানিয়েছেন। নিজের চা বানানোর অভিনব শৈলী সম্পর্কে তিনি জানিয়েছেন, দক্ষিণ ভারতীয় সিনেমা দেখে তিনি বিষয়টি রপ্ত করেছেন।
ডলি চাইওয়ালা চা পরিবেশনের সময় তাঁর শারীরিক ক্ষিপ্রতা এবং বৈশিষ্ট্যের জন্য এখন সুপরিচিত মুখ। ইন্টারনেটে বর্তমানে তাঁর অসংখ্য ফলোয়ার রয়েছে।

ভারতীয় এক চা বিক্রেতা বিলিয়নিয়ার ব্যবসায়ী বিল গেটসকে চা পরিবেশন করে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছেন ভারতীয় এক চা ওয়ালা। মজার বিষয় হলো—‘ডলি চাইওয়ালা’ নামের সেই ব্যবসায়ী জানতেনই না যে তিনি স্বয়ং বিল গেটসকে চা পান করাচ্ছেন।
সম্প্রতি ভারত সফর করতে গিয়ে দেশটির নাগপুরে ডলির চা স্টলে ক্ষণিকের জন্য বিরতি নিয়েছিলেন টেক জায়ান্ট বিল গেটস। পরে তিনি সেই দোকানের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। এভাবে নিজের অজান্তেই দুনিয়াজুড়ে পরিচিত মুখ হয়ে ওঠেন সেই চা ওয়ালা।
ভিডিওটি পোস্ট করে বিল গেটস লিখেছিলেন—ভারতে আবারও আসতে পেরে উত্তেজিত, অবিশ্বাস্য উদ্ভাবকদের জন্মভূমি, যারা জীবন বাঁচাতে এবং উন্নত করতে নতুন উপায়ে কাজ করছেন এবং এমনকি এক কাপ চাও বানিয়েছেন!’
এই পোস্টের বদলে রাতারাতি ভাগ্য বদলে যায় সেই ডলি চাইওয়ালার। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে তিনি জানিয়েছিলেন, চা পরিবেশনের সময় বিল গেটসকে তিনি চিনতেই পারেননি। বিল গেটস কে তা জানেনও না। তিনি বলেন, ‘আমি শুধু তাকে একজন বিদেশি ভেবেছিলাম এবং চা অফার করেছিলাম। পরে নাগপুরে লোকেরা আমাকে বলছিল—তুমি কাকে চা পরিবেশন করেছিলে!’
সেই চা ওয়ালা এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাছে চা পরিবেশন করতে চান বলে জানিয়েছেন। নিজের চা বানানোর অভিনব শৈলী সম্পর্কে তিনি জানিয়েছেন, দক্ষিণ ভারতীয় সিনেমা দেখে তিনি বিষয়টি রপ্ত করেছেন।
ডলি চাইওয়ালা চা পরিবেশনের সময় তাঁর শারীরিক ক্ষিপ্রতা এবং বৈশিষ্ট্যের জন্য এখন সুপরিচিত মুখ। ইন্টারনেটে বর্তমানে তাঁর অসংখ্য ফলোয়ার রয়েছে।

আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
২১ মিনিট আগে
চলতি মাসের শুরুতে জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে চার পাতার একটি ফরম বিতরণ করা হয়। এর শিরোনাম ছিল—‘মসজিদের প্রোফাইলিং’। কিন্তু ভারত সরকারের এই উদ্যোগ কাশ্মীরের মুসলিম-অধ্যুষিত অঞ্চলগুলোর মানুষের মধ্যে তৈরি করেছে একধরনের উদ্বেগ।
১ ঘণ্টা আগে
ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হলো। খোদ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র (নাতির ছেলে) চন্দ্র বসুকে নাগরিকত্বের প্রমাণ যাচাইয়ের জন্য ‘এসআইআর’ শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন। এই নোটিস পাওয়া মাত্রই তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই বিজেপি নেতা।
৩ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
৬ ঘণ্টা আগে