Ajker Patrika

দিল্লিতে হঠাৎ বৃষ্টি, কাশ্মীরে ভারী তুষারপাত

আজকের পত্রিকা ডেস্ক­
দিল্লিতে হঠাৎ বৃষ্টি, কাশ্মীরে ভারী তুষারপাত
ছবি: সংগৃহীত

দিল্লির বেশ কয়েকটি এলাকায় আজ শুক্রবার সকালে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস তাদের সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে, রাজধানী শহরে সারা দিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আজ ভোর ৪টা ৫০ মিনিটে অরেঞ্জ অ্যালার্ট জারি করে জানানো হয়েছিল, দিল্লির বেশ কিছু এলাকায় মাঝারি বজ্রঝড়সহ হঠাৎ ভারী বৃষ্টি হতে পারে।

এলাকাগুলোর মধ্যে রয়েছে নারেলা, বাওয়ানা, আলিপুর, বুরারি, কাঞ্জাওয়ালা, রোহিনি, বাদলি, মডেল টাউন, আজাদপুর, প্রীতমপুরা, মুন্ডকা, পশ্চিম বিহার, পাঞ্জাবি বাগ, রাজৌরি গার্ডেন, জাফরপুর, নাজাফগড় ও দ্বারকা। এসব এলাকায় বজ্রপাত ও তীব্র বাতাসের সঙ্গে অল্প সময়ের জন্য প্রবল বৃষ্টি হতে পারে। এর ফলে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা কমে আসবে।

এদিকে কাশ্মীর উপত্যকার বিখ্যাত স্কি-রিসোর্ট গুলমার্গসহ আরও কিছু এলাকায় আজ নতুন করে ভারী তুষারপাত হয়েছে। এর পাশাপাশি শ্রীনগর ও অন্যান্য সমতল এলাকার ওপর দিয়ে বয়ে গেছে তীব্র ঝোড়ো হাওয়া।

কর্তৃপক্ষ জানিয়েছে, একটি শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবে গতকাল গভীর রাত থেকে উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার গুলমার্গে তুষারপাত শুরু হয়।

টানা তুষারপাতের কারণে বিমান চলাচল স্বাভাবিক হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে শ্রীনগর বিমানবন্দর। তুষারপাতের ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। শ্রীনগর-জম্মু প্রধান মহাসড়কটি বন্ধ হয়ে গেছে।

হিমাচল প্রদেশের মানালিতেও নতুন করে তুষারপাত হয়েছে; যা পুরো পাহাড়ি শহরকে সাদা চাদরে ঢেকে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফিরে এসেছে শৈত্যপ্রবাহ, কোথায় কত দিন চলবে

কারাগারেই প্রেম দুই ভয়ংকর খুনির, বিয়ের জন্য প্যারোলে মুক্তি দিল আদালত

জঙ্গল সলিমপুর: ‘জনবিস্ফোরণ’-এর হুঁশিয়ারি র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামির

বিশ্বকাপ না খেললে কত কোটি টাকার রাজস্ব হারাবে বাংলাদেশ

‘পাকিস্তানের উসকানিতেই বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত