
ঢাকা: পর্যটকেরা এখন চাইলেই চোখ জুড়াতে পারবেন মুঘল আমলের প্রেমের নিদর্শন তাজমহল দেখে। করোনার সংক্রমণ কমতে থাকায় গতকাল খুলে দেওয়া হয়েছে ভারতের বিশ্বখ্যাত এই সমাধিসৌধ। তাজমহল ছাড়াও দেশটির কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা অন্যান্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানগুলোও পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে, এসব নিদর্শন দেখার ক্ষেত্রে নতুন কিছু বিধিনিষেধও আরোপ করেছে কর্তৃপক্ষ।
সপ্তদশ শতকে প্রিয়তম স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবেই আগ্রায় তাঁর সমাধিকে কেন্দ্র করে তাজমহল গড়ে তুলেছিলেন মুঘল বাদশাহ শাহজাহান। অনিন্দ্যসুন্দর এই সমাধিসৌধ এখন পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর গত এপ্রিলে তাজমহলের ভেতরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে করোনার প্রথম ঢেউয়ের সময় ২০২০ সালের মার্চ মাস থেকেই বন্ধ ছিল পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই ঐতিহাসিক সৌধ। পরে গত বছরের ২১ সেপ্টেম্বর খুলে দেওয়া হয় তাজমহল। ভারতে সংক্রমণ কমতে শুরু করলেও দেশটিতে এখনো প্রতিদিন সহস্রাধিক করোনা আক্রান্ত মানুষ মারা যাচ্ছেন।
খুলে দেওয়ার পর তাজমহল দর্শনার্থীদের জন্য নতুন কিছু শর্ত আরোপ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। আগ্রার জেলা ম্যাজিস্ট্রেট প্রভু সিং জানিয়েছেন, একই সময়ে একসঙ্গে সর্বোচ্চ ৬৫০ জন পর্যটক সমাধিসৌধের ভেতরে অবস্থান করতে পারবেন।
এ ছাড়া শুধু অনলাইন টিকিটের মাধ্যমেই তাজমহলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। মাস্ক ছাড়া কোনো পর্যটককে প্রবেশ করতে দেওয়া হবে না। ভিড় নিয়ন্ত্রণে কড়া নজরদারি থাকবে নিরাপত্তারক্ষীদের। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ফোন নম্বর দিয়ে কেবল পাঁচটি টিকিট বুক করা যাবে। স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণকে প্রতিদিন তিনবার স্যানিটাইজেশন করা হবে। থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে পর্যটকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। এছাড়া পর্যটকদের জুতো সঠিকভাবে স্যানিটাইজ করা হবে।
স্বাভাবিক সময়ে প্রতিবছর ৭০ থেকে ৮০ লাখ মানুষ মার্বেল পাথরে নির্মিত রোমাঞ্চকর তাজমহল পরিদর্শন করেন। সেই হিসাবে গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার পর্যটক এই স্থাপনায় প্রবেশ করেন।
তাজমহল যেখানে অবস্থিত, সেই আগ্রা শহর ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অন্তর্ভুক্ত। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী প্রদেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৭০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৫৬ জন। যদিও ভারতে দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর সবচেয়ে বিপর্যস্ত রাজ্য ছিল উত্তর প্রদেশ।
তাজমহল ছাড়াও ভারতের নয়াদিল্লিতে অবস্থিত লাল কেল্লা ও কুতুব মিনারও গতকাল পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।

ঢাকা: পর্যটকেরা এখন চাইলেই চোখ জুড়াতে পারবেন মুঘল আমলের প্রেমের নিদর্শন তাজমহল দেখে। করোনার সংক্রমণ কমতে থাকায় গতকাল খুলে দেওয়া হয়েছে ভারতের বিশ্বখ্যাত এই সমাধিসৌধ। তাজমহল ছাড়াও দেশটির কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা অন্যান্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানগুলোও পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে, এসব নিদর্শন দেখার ক্ষেত্রে নতুন কিছু বিধিনিষেধও আরোপ করেছে কর্তৃপক্ষ।
সপ্তদশ শতকে প্রিয়তম স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবেই আগ্রায় তাঁর সমাধিকে কেন্দ্র করে তাজমহল গড়ে তুলেছিলেন মুঘল বাদশাহ শাহজাহান। অনিন্দ্যসুন্দর এই সমাধিসৌধ এখন পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর গত এপ্রিলে তাজমহলের ভেতরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে করোনার প্রথম ঢেউয়ের সময় ২০২০ সালের মার্চ মাস থেকেই বন্ধ ছিল পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই ঐতিহাসিক সৌধ। পরে গত বছরের ২১ সেপ্টেম্বর খুলে দেওয়া হয় তাজমহল। ভারতে সংক্রমণ কমতে শুরু করলেও দেশটিতে এখনো প্রতিদিন সহস্রাধিক করোনা আক্রান্ত মানুষ মারা যাচ্ছেন।
খুলে দেওয়ার পর তাজমহল দর্শনার্থীদের জন্য নতুন কিছু শর্ত আরোপ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। আগ্রার জেলা ম্যাজিস্ট্রেট প্রভু সিং জানিয়েছেন, একই সময়ে একসঙ্গে সর্বোচ্চ ৬৫০ জন পর্যটক সমাধিসৌধের ভেতরে অবস্থান করতে পারবেন।
এ ছাড়া শুধু অনলাইন টিকিটের মাধ্যমেই তাজমহলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। মাস্ক ছাড়া কোনো পর্যটককে প্রবেশ করতে দেওয়া হবে না। ভিড় নিয়ন্ত্রণে কড়া নজরদারি থাকবে নিরাপত্তারক্ষীদের। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ফোন নম্বর দিয়ে কেবল পাঁচটি টিকিট বুক করা যাবে। স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণকে প্রতিদিন তিনবার স্যানিটাইজেশন করা হবে। থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে পর্যটকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। এছাড়া পর্যটকদের জুতো সঠিকভাবে স্যানিটাইজ করা হবে।
স্বাভাবিক সময়ে প্রতিবছর ৭০ থেকে ৮০ লাখ মানুষ মার্বেল পাথরে নির্মিত রোমাঞ্চকর তাজমহল পরিদর্শন করেন। সেই হিসাবে গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার পর্যটক এই স্থাপনায় প্রবেশ করেন।
তাজমহল যেখানে অবস্থিত, সেই আগ্রা শহর ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অন্তর্ভুক্ত। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী প্রদেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৭০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৫৬ জন। যদিও ভারতে দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর সবচেয়ে বিপর্যস্ত রাজ্য ছিল উত্তর প্রদেশ।
তাজমহল ছাড়াও ভারতের নয়াদিল্লিতে অবস্থিত লাল কেল্লা ও কুতুব মিনারও গতকাল পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে সরকার। মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ডানপন্থী হিন্দু সংগঠনগুলোর টানা প্রতিবাদের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)...
১ ঘণ্টা আগে
চীনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা উন্মুক্ত সাইবারস্পেস থেকে উচ্চমূল্যের সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহে কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করছে। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জানিয়েছে, কোয়ান্টামভিত্তিক ১০ টিরও বেশি পরীক্ষামূলক সাইবার যুদ্ধ সরঞ্জাম বর্তমানে ‘উন্নয়নাধীন।’
২ ঘণ্টা আগে
প্রায় পাঁচ ঘণ্টা আকাশপথ বন্ধ রাখার পর ইরান আবারও তাদের আকাশসীমা খুলে দিয়েছে। ওই সময়ের মধ্যে বহু এয়ারলাইনসকে ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন কিংবা বিলম্ব করতে হয়। যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় ইরান আকাশপথ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর জাতীয় নিরাপত্তা দলকে জানিয়েছেন, ইরানে যদি যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে সেটি যেন খুব দ্রুত এবং চূড়ান্ত আঘাত হয়। তিনি সপ্তাহ বা মাসের পর মাস ধরে চলতে থাকা কোনো যুদ্ধ চান না। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক মার্কিন কর্মকর্তা, আলোচনার...
৩ ঘণ্টা আগে