
ঢাকা: ভারতে করোনাভাইরাস পরিস্থিতি প্রতিনিয়ত অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ৩ লাখ ২৩ হাজার ৪৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা ষষ্ঠদিন ভারতে তিন লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত করা হলো। গত একদিনে ভারত করোনায় মারা গেছেন ২ হাজার ৭৭১ জন । দেশটিতে করোনায় এখন পর্যন্ত প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ভারতে এখন পর্যন্ত এক কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
গতকাল সোমবার ভারতে সাড়ে তিন লাখের বেশি রোগী শনাক্ত হলেও আজ শনাক্তের হার ছিল কম। তবে এখনও ভারতে হাসপাতালগুলোতে শয্যার অভাবে রোগীদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং অক্সিজেন সংকটও অব্যাহত রয়েছে।
এ নিয়ে ভারতের কেরালা রাজ্যের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের প্রফেসর রিজো এম জন একটি টুইট বার্তায় বলেন, দয়া করে নোট করুন যে দৈনিক শনাক্তের হার অনেক কমেছে। ব্যাপকভাবে টেস্ট কমিয়ে দেওয়ার কারণে এমনটি হয়েছে।
ভারতের করোনা মহামারির চরম বিপর্যয় ঠেকাতে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত জানিয়েছেন, হাসপাতালগুলোতে সেনবাহিনীর অবসরপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। একই সঙ্গে সেনাবাহিনীর মজুত অক্সিজেন হাসপাতালগুলোতে সরবরাহ দেওয়া হচ্ছে। এছাড়া যুক্তরাজ্য, জার্মানি এবং যুক্তরাষ্ট্র থেকে জরুরি চিকিৎসা উপকরণ পাঠানো হয়েছে।
ভারতের আবেদনে সাড়া দিয়ে এরই মধ্যে ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে ব্রিটেন। এদিকে ফ্রান্সের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটি ভারতে একাধিক অক্সিজেন জেনারেটর পাঠাবে যেটি দিয়ে বছরখানেক ২৫০ শয্যায় অক্সিজেন সরবরাহ করা যাবে।
অক্সিজেনের অভাবে থাকা ভারতের দিল্লির স্পাইনাল ইনজুরিস সেন্টারের স্বাস্থ্য প্রশাসনের প্রধান ড. কে প্রীতম বলেন, সাত দিন ধরে আমাদের কেউ ঘুমাতে পারিনি। অক্সিজেনের অভাবে বাধ্য হয়ে আমরা এক সিলিন্ডারের মাধ্যমে দুই রোগীকে অক্সিজেন দিয়েছি।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি জনগণকে ভ্যাকসিন নেওয়ারও আহ্বান জানিয়েছেন মোদি।

ঢাকা: ভারতে করোনাভাইরাস পরিস্থিতি প্রতিনিয়ত অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ৩ লাখ ২৩ হাজার ৪৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা ষষ্ঠদিন ভারতে তিন লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত করা হলো। গত একদিনে ভারত করোনায় মারা গেছেন ২ হাজার ৭৭১ জন । দেশটিতে করোনায় এখন পর্যন্ত প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ভারতে এখন পর্যন্ত এক কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
গতকাল সোমবার ভারতে সাড়ে তিন লাখের বেশি রোগী শনাক্ত হলেও আজ শনাক্তের হার ছিল কম। তবে এখনও ভারতে হাসপাতালগুলোতে শয্যার অভাবে রোগীদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং অক্সিজেন সংকটও অব্যাহত রয়েছে।
এ নিয়ে ভারতের কেরালা রাজ্যের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের প্রফেসর রিজো এম জন একটি টুইট বার্তায় বলেন, দয়া করে নোট করুন যে দৈনিক শনাক্তের হার অনেক কমেছে। ব্যাপকভাবে টেস্ট কমিয়ে দেওয়ার কারণে এমনটি হয়েছে।
ভারতের করোনা মহামারির চরম বিপর্যয় ঠেকাতে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত জানিয়েছেন, হাসপাতালগুলোতে সেনবাহিনীর অবসরপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। একই সঙ্গে সেনাবাহিনীর মজুত অক্সিজেন হাসপাতালগুলোতে সরবরাহ দেওয়া হচ্ছে। এছাড়া যুক্তরাজ্য, জার্মানি এবং যুক্তরাষ্ট্র থেকে জরুরি চিকিৎসা উপকরণ পাঠানো হয়েছে।
ভারতের আবেদনে সাড়া দিয়ে এরই মধ্যে ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে ব্রিটেন। এদিকে ফ্রান্সের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটি ভারতে একাধিক অক্সিজেন জেনারেটর পাঠাবে যেটি দিয়ে বছরখানেক ২৫০ শয্যায় অক্সিজেন সরবরাহ করা যাবে।
অক্সিজেনের অভাবে থাকা ভারতের দিল্লির স্পাইনাল ইনজুরিস সেন্টারের স্বাস্থ্য প্রশাসনের প্রধান ড. কে প্রীতম বলেন, সাত দিন ধরে আমাদের কেউ ঘুমাতে পারিনি। অক্সিজেনের অভাবে বাধ্য হয়ে আমরা এক সিলিন্ডারের মাধ্যমে দুই রোগীকে অক্সিজেন দিয়েছি।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি জনগণকে ভ্যাকসিন নেওয়ারও আহ্বান জানিয়েছেন মোদি।

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
২ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে