
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার প্রধান আসামি মোহাম্মদ শরিফুল ইসলাম শেখজাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তারা জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি সম্ভবত বাংলাদেশি নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার করা কিছু সামগ্রী ও অন্যান্য প্রমাণ তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ইঙ্গিত দেয় বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের ডিসিপি দীক্ষিত গেদম।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার এক সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশ জানিয়েছে, সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি সম্ভবত একজন বাংলাদেশি নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার করা কিছু সামগ্রী এমনই ইঙ্গিত দেয়। মুম্বাই পুলিশ জানায়, সাইফ আলি খানের ওপর হামলা করা ব্যক্তি ভারতে প্রবেশের পর তাঁর নাম পরিবর্তন করে বিজয় দাস রেখেছিলেন।
মুম্বাই পুলিশের জোন-৯-এর ডিসিপি দীক্ষিত গেদম বলেন, গ্রেপ্তার আসামি মোহাম্মদ শরিফুল ইসলাম শেখজাদ ৩০ বছর বয়সী। তিনি সাইফ আলি খানের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন।
গেদম বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, আসামি বাংলাদেশি এবং তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের পর তাঁর নাম পরিবর্তন করেছেন। তিনি এখন বিজয় দাস নামে পরিচিত। তিনি পাঁচ-ছয় মাস আগে মুম্বাইয়ে এসেছিলেন। মুম্বাইয়ে কয়েক দিন থাকার পর তিনি মুম্বাইয়ের আশপাশে থাকতেন। আসামি একটি হাউজকিপিং এজেন্সিতে (গৃহপরিচারক-গৃহপরিচারিকা সরবরাহকারী) কাজ করতেন।’
দীক্ষিত গেদম আরও বলেন, ‘১৬ জানুয়ারি রাত ২টায় অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা হয়েছিল তাঁর বাসায়। এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং এক আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেখজাদ, তিনি ৩০ বছর বয়সী। তিনি ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেছিলেন। তাঁকে আদালতে উপস্থাপন করা হবে এবং হেফাজত চাওয়া হবে। পরে তদন্ত চালানো হবে...আমাদের সন্দেহ, তিনি বাংলাদেশি।’
গেদম আরও বলেন, ‘প্রাথমিক প্রমাণ আমরা যা পেয়েছি, তা ইঙ্গিত দেয় যে, আসামি বাংলাদেশি। তাঁর কাছে বৈধ ভারতীয় ডকুমেন্ট নেই। কিছু উদ্ধারকৃত সামগ্রী তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ইঙ্গিত দেয়...।’ তিনি আরও জানান, তাঁরা মহারাষ্ট্রের থানে জেলার পশ্চিম এলাকা থেকে সাইফ আলি খানের ওপর ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে।
এর আগে, গত বৃহস্পতিবার অভিনেতা সাইফ আলি খানকে তাঁর মুম্বাইয়ের বান্দ্রা এলাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ডাকাতি করতে গিয়ে এক ব্যক্তি একাধিক বার ছুরিকাঘাত করেন। অভিনেতা সাইফ আলি খানের বাসা ‘সৎগুরু শরণ’ ভবনের ১২ তলায়। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় সাইফ আলি খান, তাঁর স্ত্রী ও অভিনেত্রী করিনা কাপুর এবং তাদের দুই সন্তান ৪ বছর বয়সী জেহ এবং ৮ বছর বয়সী তৈমুরসহ পুরো পরিবার এবং তাদের পাঁচজন গৃহপরিচারিকা বাসায় অবস্থান করছিলেন।
সাইফ আলি খানকে মোট ছয়বার ছুরিকাঘাত করা হয়। ঘটনার পরপরই তাঁকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি অস্ত্রোপচার করা হয় এবং তাঁকে বিপদমুক্ত ঘোষণা করা হয়। চিকিৎসকেরা শুক্রবার সকালে জানিয়েছেন, সাইফ আলি খানকে আইসিইউ থেকে ডিসচার্জ করা হয়েছে।

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার প্রধান আসামি মোহাম্মদ শরিফুল ইসলাম শেখজাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তারা জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি সম্ভবত বাংলাদেশি নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার করা কিছু সামগ্রী ও অন্যান্য প্রমাণ তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ইঙ্গিত দেয় বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের ডিসিপি দীক্ষিত গেদম।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার এক সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশ জানিয়েছে, সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি সম্ভবত একজন বাংলাদেশি নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার করা কিছু সামগ্রী এমনই ইঙ্গিত দেয়। মুম্বাই পুলিশ জানায়, সাইফ আলি খানের ওপর হামলা করা ব্যক্তি ভারতে প্রবেশের পর তাঁর নাম পরিবর্তন করে বিজয় দাস রেখেছিলেন।
মুম্বাই পুলিশের জোন-৯-এর ডিসিপি দীক্ষিত গেদম বলেন, গ্রেপ্তার আসামি মোহাম্মদ শরিফুল ইসলাম শেখজাদ ৩০ বছর বয়সী। তিনি সাইফ আলি খানের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন।
গেদম বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, আসামি বাংলাদেশি এবং তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের পর তাঁর নাম পরিবর্তন করেছেন। তিনি এখন বিজয় দাস নামে পরিচিত। তিনি পাঁচ-ছয় মাস আগে মুম্বাইয়ে এসেছিলেন। মুম্বাইয়ে কয়েক দিন থাকার পর তিনি মুম্বাইয়ের আশপাশে থাকতেন। আসামি একটি হাউজকিপিং এজেন্সিতে (গৃহপরিচারক-গৃহপরিচারিকা সরবরাহকারী) কাজ করতেন।’
দীক্ষিত গেদম আরও বলেন, ‘১৬ জানুয়ারি রাত ২টায় অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা হয়েছিল তাঁর বাসায়। এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং এক আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেখজাদ, তিনি ৩০ বছর বয়সী। তিনি ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেছিলেন। তাঁকে আদালতে উপস্থাপন করা হবে এবং হেফাজত চাওয়া হবে। পরে তদন্ত চালানো হবে...আমাদের সন্দেহ, তিনি বাংলাদেশি।’
গেদম আরও বলেন, ‘প্রাথমিক প্রমাণ আমরা যা পেয়েছি, তা ইঙ্গিত দেয় যে, আসামি বাংলাদেশি। তাঁর কাছে বৈধ ভারতীয় ডকুমেন্ট নেই। কিছু উদ্ধারকৃত সামগ্রী তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ইঙ্গিত দেয়...।’ তিনি আরও জানান, তাঁরা মহারাষ্ট্রের থানে জেলার পশ্চিম এলাকা থেকে সাইফ আলি খানের ওপর ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে।
এর আগে, গত বৃহস্পতিবার অভিনেতা সাইফ আলি খানকে তাঁর মুম্বাইয়ের বান্দ্রা এলাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ডাকাতি করতে গিয়ে এক ব্যক্তি একাধিক বার ছুরিকাঘাত করেন। অভিনেতা সাইফ আলি খানের বাসা ‘সৎগুরু শরণ’ ভবনের ১২ তলায়। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় সাইফ আলি খান, তাঁর স্ত্রী ও অভিনেত্রী করিনা কাপুর এবং তাদের দুই সন্তান ৪ বছর বয়সী জেহ এবং ৮ বছর বয়সী তৈমুরসহ পুরো পরিবার এবং তাদের পাঁচজন গৃহপরিচারিকা বাসায় অবস্থান করছিলেন।
সাইফ আলি খানকে মোট ছয়বার ছুরিকাঘাত করা হয়। ঘটনার পরপরই তাঁকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি অস্ত্রোপচার করা হয় এবং তাঁকে বিপদমুক্ত ঘোষণা করা হয়। চিকিৎসকেরা শুক্রবার সকালে জানিয়েছেন, সাইফ আলি খানকে আইসিইউ থেকে ডিসচার্জ করা হয়েছে।

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগে
ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় ‘শান্তি’ আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ গঠন করেছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ ছিল এই ‘বোর্ড অব পিস’। গতকাল শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।
৪ ঘণ্টা আগে
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
১৫ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১৫ ঘণ্টা আগে