
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেছেন, তাঁর রাজ্যে প্রয়োজনে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ‘যোগী মডেল’ অনুসরণ করা হবে। বিজেপির যুব নেতা প্রবীণ নেত্তারুকে হত্যার ঘটনায় দলীয় নেতা–কর্মীদের প্রতিবাদ–বিক্ষোভের পরে বাসবরাজ আজ বৃহস্পতিবার এই কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিজেপির সহযোগী সংগঠন সংঘ পরিবারের নেতা–কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাসবরাজ এই কথা বলেন। এ সময় নেতা–কর্মীরা বাসবরাজকে নিজ দলের নেতা–কর্মীর জীবন রক্ষায় উদ্যোগ নিতে পারার ব্যর্থতার অভিযোগে অভিযুক্ত করেন। পরে তাদেরই এক প্রশ্নের জবাবে বাসবরাজ এই কথা বলেন।
পরিস্থিতি দাবি করলে ‘যোগী মডেল’ অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে বাসবরাজ বলেন, ‘উত্তর প্রদেশের বর্তমান পরিস্থিতির জন্য যোগী আদিত্যনাথ সঠিক মুখ্যমন্ত্রী। একইভাবে, কর্ণাটকের পরিস্থিতি মোকাবিলায়ও ভিন্ন পদ্ধতি রয়েছে এবং সেগুলোর সবই এখন ব্যবহার করা হচ্ছে। তবে, পরিস্থিতি দাবি করলে কর্ণাটকের সরকারও “যোগী মডেলে” আসবে।’
অনেকের মতে, ‘যোগী মডেল’ বলতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বুলডোজার ব্যবহার করে মতো রাজ্যে ‘দেশবিরোধী’ কার্যকলাপ নিয়ন্ত্রণে গৃহীত কড়া পদক্ষেপকে বোঝানো হয়েছে। প্রবীণ নেত্তারুর হত্যার বিচার চেয়ে অনেক বিজেপি কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রয়োজনে এনকাউন্টারের কথাও উল্লেখ করেন। এ সময় তাঁরা উত্তর প্রদেশে পুলিশ কর্তৃক গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টারের কথা উল্লেখ করেন এবং বোম্মাইকে কর্ণাটকে এক পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।
এর আগে, গত মঙ্গলবার রাতে নিজের ব্যবসায় প্রতিষ্ঠান মুরগির দোকান বন্ধ করার সময় ৩২ বছর বয়সী ভারতীয় জনতা যুব মোর্চার কর্মী নেত্তারুকে কুপিয়ে হত্যা করা হয়। তাঁর হত্যার প্রতিবাদে বেশ কয়েকজন বিজেপি কর্মী তাদের পদত্যাগপত্র জমা দিয়ে সরকার ও দলের নেতাদের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেন।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেছেন, তাঁর রাজ্যে প্রয়োজনে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ‘যোগী মডেল’ অনুসরণ করা হবে। বিজেপির যুব নেতা প্রবীণ নেত্তারুকে হত্যার ঘটনায় দলীয় নেতা–কর্মীদের প্রতিবাদ–বিক্ষোভের পরে বাসবরাজ আজ বৃহস্পতিবার এই কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিজেপির সহযোগী সংগঠন সংঘ পরিবারের নেতা–কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাসবরাজ এই কথা বলেন। এ সময় নেতা–কর্মীরা বাসবরাজকে নিজ দলের নেতা–কর্মীর জীবন রক্ষায় উদ্যোগ নিতে পারার ব্যর্থতার অভিযোগে অভিযুক্ত করেন। পরে তাদেরই এক প্রশ্নের জবাবে বাসবরাজ এই কথা বলেন।
পরিস্থিতি দাবি করলে ‘যোগী মডেল’ অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে বাসবরাজ বলেন, ‘উত্তর প্রদেশের বর্তমান পরিস্থিতির জন্য যোগী আদিত্যনাথ সঠিক মুখ্যমন্ত্রী। একইভাবে, কর্ণাটকের পরিস্থিতি মোকাবিলায়ও ভিন্ন পদ্ধতি রয়েছে এবং সেগুলোর সবই এখন ব্যবহার করা হচ্ছে। তবে, পরিস্থিতি দাবি করলে কর্ণাটকের সরকারও “যোগী মডেলে” আসবে।’
অনেকের মতে, ‘যোগী মডেল’ বলতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বুলডোজার ব্যবহার করে মতো রাজ্যে ‘দেশবিরোধী’ কার্যকলাপ নিয়ন্ত্রণে গৃহীত কড়া পদক্ষেপকে বোঝানো হয়েছে। প্রবীণ নেত্তারুর হত্যার বিচার চেয়ে অনেক বিজেপি কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রয়োজনে এনকাউন্টারের কথাও উল্লেখ করেন। এ সময় তাঁরা উত্তর প্রদেশে পুলিশ কর্তৃক গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টারের কথা উল্লেখ করেন এবং বোম্মাইকে কর্ণাটকে এক পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।
এর আগে, গত মঙ্গলবার রাতে নিজের ব্যবসায় প্রতিষ্ঠান মুরগির দোকান বন্ধ করার সময় ৩২ বছর বয়সী ভারতীয় জনতা যুব মোর্চার কর্মী নেত্তারুকে কুপিয়ে হত্যা করা হয়। তাঁর হত্যার প্রতিবাদে বেশ কয়েকজন বিজেপি কর্মী তাদের পদত্যাগপত্র জমা দিয়ে সরকার ও দলের নেতাদের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেন।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৩৮ মিনিট আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৪১ মিনিট আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৪ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৪ ঘণ্টা আগে