
দিল্লির রাস্তায় মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী কিছু ভাজা-পোড়া খাবার বিক্রি করেন চন্দ্রিকা দীক্ষিত। আর এই খাবার বিক্রি করেই তাঁর দৈনিক আয় ৪০ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যা কি-না ৫৬ হাজার টাকারও বেশি। ভারতীয় টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস ওটিটির’ তৃতীয় মৌসুমে অংশ নিয়ে নিজের আয়ের বিষয়টি জানিয়েছেন চন্দ্রিকা।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার রিয়্যালিটি শো ‘বিগ বস ওটিটির’ তৃতীয় মৌসুমের একটি অ্যাপিসোড অনুষ্ঠিত হয়েছে। এই অ্যাপিসোডেই অংশ নিয়েছিলেন ‘ভাদা পাভ গার্ল’ নামে পরিচিতি পাওয়া চন্দ্রিকা দীক্ষিত। ভারতীয় অভিনেতা অনিল কাপুরের উপস্থাপনায় ওই অনুষ্ঠানের একটি পর্যায়ে কথা প্রসঙ্গে নিজের আয়ের বিষয়টি উল্লেখ করেন চন্দ্রিকা। রাস্তার মধ্যে খাবার বেচে তাঁর বিপুল আয়ের বিষয়টি এখন ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
অনুষ্ঠানে চন্দ্রিকার সঙ্গে আরও দুই প্রতিযোগী অংশ নিয়েছিলেন। কিছুদিন আগে দিল্লির রাস্তায় নিজ ব্যবসার সামনে চন্দ্রিকার একটি মারামারির ভাইরাল ভিডিও ক্লিপ নিয়ে প্রতিযোগীদের আলোচনার সূত্র ধরে তাঁর আয়ের বিষয়টি উঠে আসে।
অনুষ্ঠানে ওই ভিডিও ক্লিপের আলোচনার সূত্র ধরে চন্দ্রিকার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া অভিনেত্রী সানা মকবুল বলেন, ‘তিনি (চন্দ্রিকা) তাঁর ব্যবসা পরিচালনা করেন।’
কথার এই পর্যায়ে চন্দ্রিকা বলে ওঠেন, ‘হ্যা, দিনে ৪০ হাজার রুপি আয় করি।’
এ সময় অন্য প্রতিযোগী কনটেন্ট ক্রিয়েটর শিবানী কুমারী বিস্ময় প্রকাশ করে জানতে চান, ‘দিনে ৪০ হাজার!’
উত্তরে চন্দ্রিকা বলেন, ‘আরে বন্ধু, আমি কঠোর পরিশ্রম করছি। আমি রোজগার করছি। তুমিও রোজগার করো। মোবাইল নেটফ্লিক্স বন্ধ করো, স্মার্টফোন দূরে রাখো, বাইরে বের হয়ে আসো, তুমিও শ্রম দাও।’
বিগ বস শোতে অংশগ্রহণ করাকে নিজের একটি বড় সুযোগ হিসেবেও উল্লেখ করেন চন্দ্রিকা।

দিল্লির রাস্তায় মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী কিছু ভাজা-পোড়া খাবার বিক্রি করেন চন্দ্রিকা দীক্ষিত। আর এই খাবার বিক্রি করেই তাঁর দৈনিক আয় ৪০ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যা কি-না ৫৬ হাজার টাকারও বেশি। ভারতীয় টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস ওটিটির’ তৃতীয় মৌসুমে অংশ নিয়ে নিজের আয়ের বিষয়টি জানিয়েছেন চন্দ্রিকা।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার রিয়্যালিটি শো ‘বিগ বস ওটিটির’ তৃতীয় মৌসুমের একটি অ্যাপিসোড অনুষ্ঠিত হয়েছে। এই অ্যাপিসোডেই অংশ নিয়েছিলেন ‘ভাদা পাভ গার্ল’ নামে পরিচিতি পাওয়া চন্দ্রিকা দীক্ষিত। ভারতীয় অভিনেতা অনিল কাপুরের উপস্থাপনায় ওই অনুষ্ঠানের একটি পর্যায়ে কথা প্রসঙ্গে নিজের আয়ের বিষয়টি উল্লেখ করেন চন্দ্রিকা। রাস্তার মধ্যে খাবার বেচে তাঁর বিপুল আয়ের বিষয়টি এখন ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
অনুষ্ঠানে চন্দ্রিকার সঙ্গে আরও দুই প্রতিযোগী অংশ নিয়েছিলেন। কিছুদিন আগে দিল্লির রাস্তায় নিজ ব্যবসার সামনে চন্দ্রিকার একটি মারামারির ভাইরাল ভিডিও ক্লিপ নিয়ে প্রতিযোগীদের আলোচনার সূত্র ধরে তাঁর আয়ের বিষয়টি উঠে আসে।
অনুষ্ঠানে ওই ভিডিও ক্লিপের আলোচনার সূত্র ধরে চন্দ্রিকার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া অভিনেত্রী সানা মকবুল বলেন, ‘তিনি (চন্দ্রিকা) তাঁর ব্যবসা পরিচালনা করেন।’
কথার এই পর্যায়ে চন্দ্রিকা বলে ওঠেন, ‘হ্যা, দিনে ৪০ হাজার রুপি আয় করি।’
এ সময় অন্য প্রতিযোগী কনটেন্ট ক্রিয়েটর শিবানী কুমারী বিস্ময় প্রকাশ করে জানতে চান, ‘দিনে ৪০ হাজার!’
উত্তরে চন্দ্রিকা বলেন, ‘আরে বন্ধু, আমি কঠোর পরিশ্রম করছি। আমি রোজগার করছি। তুমিও রোজগার করো। মোবাইল নেটফ্লিক্স বন্ধ করো, স্মার্টফোন দূরে রাখো, বাইরে বের হয়ে আসো, তুমিও শ্রম দাও।’
বিগ বস শোতে অংশগ্রহণ করাকে নিজের একটি বড় সুযোগ হিসেবেও উল্লেখ করেন চন্দ্রিকা।

যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
২৭ মিনিট আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
১ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
২ ঘণ্টা আগে