
দিল্লির রাস্তায় মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী কিছু ভাজা-পোড়া খাবার বিক্রি করেন চন্দ্রিকা দীক্ষিত। আর এই খাবার বিক্রি করেই তাঁর দৈনিক আয় ৪০ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যা কি-না ৫৬ হাজার টাকারও বেশি। ভারতীয় টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস ওটিটির’ তৃতীয় মৌসুমে অংশ নিয়ে নিজের আয়ের বিষয়টি জানিয়েছেন চন্দ্রিকা।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার রিয়্যালিটি শো ‘বিগ বস ওটিটির’ তৃতীয় মৌসুমের একটি অ্যাপিসোড অনুষ্ঠিত হয়েছে। এই অ্যাপিসোডেই অংশ নিয়েছিলেন ‘ভাদা পাভ গার্ল’ নামে পরিচিতি পাওয়া চন্দ্রিকা দীক্ষিত। ভারতীয় অভিনেতা অনিল কাপুরের উপস্থাপনায় ওই অনুষ্ঠানের একটি পর্যায়ে কথা প্রসঙ্গে নিজের আয়ের বিষয়টি উল্লেখ করেন চন্দ্রিকা। রাস্তার মধ্যে খাবার বেচে তাঁর বিপুল আয়ের বিষয়টি এখন ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
অনুষ্ঠানে চন্দ্রিকার সঙ্গে আরও দুই প্রতিযোগী অংশ নিয়েছিলেন। কিছুদিন আগে দিল্লির রাস্তায় নিজ ব্যবসার সামনে চন্দ্রিকার একটি মারামারির ভাইরাল ভিডিও ক্লিপ নিয়ে প্রতিযোগীদের আলোচনার সূত্র ধরে তাঁর আয়ের বিষয়টি উঠে আসে।
অনুষ্ঠানে ওই ভিডিও ক্লিপের আলোচনার সূত্র ধরে চন্দ্রিকার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া অভিনেত্রী সানা মকবুল বলেন, ‘তিনি (চন্দ্রিকা) তাঁর ব্যবসা পরিচালনা করেন।’
কথার এই পর্যায়ে চন্দ্রিকা বলে ওঠেন, ‘হ্যা, দিনে ৪০ হাজার রুপি আয় করি।’
এ সময় অন্য প্রতিযোগী কনটেন্ট ক্রিয়েটর শিবানী কুমারী বিস্ময় প্রকাশ করে জানতে চান, ‘দিনে ৪০ হাজার!’
উত্তরে চন্দ্রিকা বলেন, ‘আরে বন্ধু, আমি কঠোর পরিশ্রম করছি। আমি রোজগার করছি। তুমিও রোজগার করো। মোবাইল নেটফ্লিক্স বন্ধ করো, স্মার্টফোন দূরে রাখো, বাইরে বের হয়ে আসো, তুমিও শ্রম দাও।’
বিগ বস শোতে অংশগ্রহণ করাকে নিজের একটি বড় সুযোগ হিসেবেও উল্লেখ করেন চন্দ্রিকা।

দিল্লির রাস্তায় মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী কিছু ভাজা-পোড়া খাবার বিক্রি করেন চন্দ্রিকা দীক্ষিত। আর এই খাবার বিক্রি করেই তাঁর দৈনিক আয় ৪০ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যা কি-না ৫৬ হাজার টাকারও বেশি। ভারতীয় টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস ওটিটির’ তৃতীয় মৌসুমে অংশ নিয়ে নিজের আয়ের বিষয়টি জানিয়েছেন চন্দ্রিকা।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার রিয়্যালিটি শো ‘বিগ বস ওটিটির’ তৃতীয় মৌসুমের একটি অ্যাপিসোড অনুষ্ঠিত হয়েছে। এই অ্যাপিসোডেই অংশ নিয়েছিলেন ‘ভাদা পাভ গার্ল’ নামে পরিচিতি পাওয়া চন্দ্রিকা দীক্ষিত। ভারতীয় অভিনেতা অনিল কাপুরের উপস্থাপনায় ওই অনুষ্ঠানের একটি পর্যায়ে কথা প্রসঙ্গে নিজের আয়ের বিষয়টি উল্লেখ করেন চন্দ্রিকা। রাস্তার মধ্যে খাবার বেচে তাঁর বিপুল আয়ের বিষয়টি এখন ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
অনুষ্ঠানে চন্দ্রিকার সঙ্গে আরও দুই প্রতিযোগী অংশ নিয়েছিলেন। কিছুদিন আগে দিল্লির রাস্তায় নিজ ব্যবসার সামনে চন্দ্রিকার একটি মারামারির ভাইরাল ভিডিও ক্লিপ নিয়ে প্রতিযোগীদের আলোচনার সূত্র ধরে তাঁর আয়ের বিষয়টি উঠে আসে।
অনুষ্ঠানে ওই ভিডিও ক্লিপের আলোচনার সূত্র ধরে চন্দ্রিকার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া অভিনেত্রী সানা মকবুল বলেন, ‘তিনি (চন্দ্রিকা) তাঁর ব্যবসা পরিচালনা করেন।’
কথার এই পর্যায়ে চন্দ্রিকা বলে ওঠেন, ‘হ্যা, দিনে ৪০ হাজার রুপি আয় করি।’
এ সময় অন্য প্রতিযোগী কনটেন্ট ক্রিয়েটর শিবানী কুমারী বিস্ময় প্রকাশ করে জানতে চান, ‘দিনে ৪০ হাজার!’
উত্তরে চন্দ্রিকা বলেন, ‘আরে বন্ধু, আমি কঠোর পরিশ্রম করছি। আমি রোজগার করছি। তুমিও রোজগার করো। মোবাইল নেটফ্লিক্স বন্ধ করো, স্মার্টফোন দূরে রাখো, বাইরে বের হয়ে আসো, তুমিও শ্রম দাও।’
বিগ বস শোতে অংশগ্রহণ করাকে নিজের একটি বড় সুযোগ হিসেবেও উল্লেখ করেন চন্দ্রিকা।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
২ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৩ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৫ ঘণ্টা আগে