আজকের পত্রিকা ডেস্ক

নাইন-ইলেভেনে (৯/১১) যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা চালানো হয়েছিল। এই হামলার পরই যুক্তরাষ্ট্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সন্ত্রাস দমন কমিটি গঠিত হয়। সম্প্রতি পাকিস্তানকে ইউএনএসসির সন্ত্রাস দমন কমিটির সহসভাপতি ঘোষণা করা হয়েছে। এ খবরে বেশ চটেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ মঙ্গলবার (১০ জুন) দেরাদুনে একটি জনসভায় তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘের অনেক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। যে প্রেক্ষাপটে এ কমিটি গঠন করা হয়েছিল, সেই হামলার মূল পরিকল্পনাকারীকেই পাকিস্তান আশ্রয় দিয়েছিল।
ধারণা করা হয়, টুইন টাওয়ারে হামলাকারীদের আর্থিক মদদ দিয়েছিল ওসামা বিন লাদেনের সংগঠন আল-কায়েদা। আর এই ওসামা বিন লাদেনকেই পাকিস্তান আশ্রয় দিয়েছিল বলে অভিযোগ করেছেন রাজনাথ সিং। রাজনাথ সিং বলেন, ‘এটা কারোর অজানা নয় যে, পাকিস্তান ৯/ ১১ হামলার মূল পরিকল্পনাকারীকে আশ্রয় দিয়েছিল। এখন দেখেন, সেই পাকিস্তানকেই সন্ত্রাস দমন কমিটির সহসভাপতি করেছে জাতিসংঘ। এটা অনেকটা বিড়ালকে দুধ পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়ার মতো।’
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর, সরকার জাতীয় নিরাপত্তাসম্পর্কিত বিষয়ে মনোভাব ও কাজের পদ্ধতি পরিবর্তন করেছে। এর সর্বশেষ এবং সেরা উদাহরণ হলো অপারেশন সিঁদুর।’ তিনি এটিকে ভারতীয় ইতিহাসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান বলে অভিহিত করেন।
পাকিস্তানকে ‘সন্ত্রাসের জনক’ আখ্যা দিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘পাকিস্তান সব সময় সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে, তাদের প্রশিক্ষণ দিয়েছে এবং বিভিন্ন ধরনের সহায়তা করেছে।’ তিনি আরও বলেন, সন্ত্রাসীদের আস্তানা নির্মূল করতে হলে যে দেশগুলো সন্ত্রাসবাদে অর্থায়ন করে ও সন্ত্রাসীদের আশ্রয় দেয়, তাদেরও মুখোশ উন্মোচন করা গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত আর্থিক সহায়তার একটি বড় অংশ সন্ত্রাসবাদের পেছনে ব্যয় করে পাকিস্তান। তবে বিশ্ব এখন এ বিষয়ে সচেতন। জাতিসংঘ পাকিস্তানকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, তাদের উচিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করা।’

নাইন-ইলেভেনে (৯/১১) যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা চালানো হয়েছিল। এই হামলার পরই যুক্তরাষ্ট্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সন্ত্রাস দমন কমিটি গঠিত হয়। সম্প্রতি পাকিস্তানকে ইউএনএসসির সন্ত্রাস দমন কমিটির সহসভাপতি ঘোষণা করা হয়েছে। এ খবরে বেশ চটেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ মঙ্গলবার (১০ জুন) দেরাদুনে একটি জনসভায় তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘের অনেক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। যে প্রেক্ষাপটে এ কমিটি গঠন করা হয়েছিল, সেই হামলার মূল পরিকল্পনাকারীকেই পাকিস্তান আশ্রয় দিয়েছিল।
ধারণা করা হয়, টুইন টাওয়ারে হামলাকারীদের আর্থিক মদদ দিয়েছিল ওসামা বিন লাদেনের সংগঠন আল-কায়েদা। আর এই ওসামা বিন লাদেনকেই পাকিস্তান আশ্রয় দিয়েছিল বলে অভিযোগ করেছেন রাজনাথ সিং। রাজনাথ সিং বলেন, ‘এটা কারোর অজানা নয় যে, পাকিস্তান ৯/ ১১ হামলার মূল পরিকল্পনাকারীকে আশ্রয় দিয়েছিল। এখন দেখেন, সেই পাকিস্তানকেই সন্ত্রাস দমন কমিটির সহসভাপতি করেছে জাতিসংঘ। এটা অনেকটা বিড়ালকে দুধ পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়ার মতো।’
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর, সরকার জাতীয় নিরাপত্তাসম্পর্কিত বিষয়ে মনোভাব ও কাজের পদ্ধতি পরিবর্তন করেছে। এর সর্বশেষ এবং সেরা উদাহরণ হলো অপারেশন সিঁদুর।’ তিনি এটিকে ভারতীয় ইতিহাসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান বলে অভিহিত করেন।
পাকিস্তানকে ‘সন্ত্রাসের জনক’ আখ্যা দিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘পাকিস্তান সব সময় সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে, তাদের প্রশিক্ষণ দিয়েছে এবং বিভিন্ন ধরনের সহায়তা করেছে।’ তিনি আরও বলেন, সন্ত্রাসীদের আস্তানা নির্মূল করতে হলে যে দেশগুলো সন্ত্রাসবাদে অর্থায়ন করে ও সন্ত্রাসীদের আশ্রয় দেয়, তাদেরও মুখোশ উন্মোচন করা গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত আর্থিক সহায়তার একটি বড় অংশ সন্ত্রাসবাদের পেছনে ব্যয় করে পাকিস্তান। তবে বিশ্ব এখন এ বিষয়ে সচেতন। জাতিসংঘ পাকিস্তানকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, তাদের উচিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করা।’

প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ২০২৪ সালের জুলাইয়ে বাটলার র্যালিতে হওয়া হামলার ফুটেজ ও তাঁর রক্তাক্ত ছবি প্রচার করে এক ভয়াবহ হুমকি দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। সম্প্রচারের সময় স্ক্রিনে ভেসে ওঠে একটি বাক্য—এবার আর টার্গেট মিস হবে না (This time, the bullet won’t miss)।
২২ মিনিট আগে
মাদুরোকে আটকের পর আজ হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন দেশটির প্রধান বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। তবে এই আলোচনার আবহের মধ্যেই ক্যারিবীয় সাগরে মার্কিন বাহিনী কর্তৃক ভেনেজুয়েলার তেল বহনকারী একটি জাহাজ জব্দের খবর পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
স্টেট ডিপার্টমেন্টের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী, যেসব আবেদনকারীর দুটি দেশের নাগরিকত্ব (দ্বৈত নাগরিক) রয়েছে এবং যাঁরা ভিসার জন্য আবেদন করছেন এমন একটি দেশের বৈধ পাসপোর্ট ব্যবহার করে, যে দেশটি নিষেধাজ্ঞার তালিকায় নেই—তাঁরা এই ভিসা স্থগিতের আওতায় পড়বেন না।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের শীর্ষ নেতৃত্বে গভীর মতপার্থক্য ও ক্ষমতার দ্বন্দ্বের চিত্র উঠে এসেছে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে। এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। বাইরের হুমকির বদলে সরকারের ভেতরের বিভক্তিই এখন তাঁর সবচেয়ে বড় উদ্বেগের ক
২ ঘণ্টা আগে