
মঙ্গলবার নিউজক্লিক নামে একটি অনলাইন পোর্টালের বিভিন্ন ঠিকানা সহ এর সঙ্গে জড়িত লেখক ও সাংবাদিকদের বাড়িতে তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশের বিশেষ দল। চীনা অর্থায়নে দেশবিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে পোর্টালটির বিরুদ্ধে। তবে বিষয়টিকে স্বাধীন গণমাধ্যমের ওপর মোদি সরকারের হস্তক্ষেপের আরেকটি নজির মনে করছে ভারতের বিরোধী দল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভীত হয়ে পড়েছেন বলেও দাবি করেছে দলটি।
আজ মঙ্গলবার ভারতীয় কংগ্রেস পার্টির অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোদি ভীত ও নার্ভাস হয়ে পড়েছেন। বিশেষ করে সেই সব মানুষদের প্রতি যারা তার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে।’
পোস্টে আরও বলা হয়, ‘বিরোধী নেতাই হোক কিংবা সাংবাদিক, সত্য বললেই তাকে হয়রানির শিকার হতে হবে। সাংবাদিকদের বাড়িতে তল্লাশির মাধ্যমে বিষয়টি আজ আবারও প্রমাণিত হলো।’
এদিকে, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সহ কয়েকটি সাংবাদিকদের কয়েকটি সংগঠন নিউজক্লিক পোর্টাল ও এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়িতে তল্লাশির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এই অভিযানের বিষয়ে বিস্তারিতভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার পক্ষ থেকে।
তল্লাশি অভিযানের বিষয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, কঠোর বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে নিউজক্লিক পোর্টালটির বিরুদ্ধে তাদের বিশেষ সেল একটি মামলা করেছে। পোর্টালটির বিরুদ্ধে অবৈধ উপায়ে চীনা অনুদান নিয়ে দেশবিরোধী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।
এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে দিল্লি পুলিশ নিউজক্লিক সংস্থার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন সাংবাদিক ও লেখকের বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় সাংবাদিকদের ল্যাপটপ ও মোবাইল ফোনসহ নানা ডিভাইস বাজেয়াপ্ত করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন সাংবাদিককে আটকও করা হয়েছে।

মঙ্গলবার নিউজক্লিক নামে একটি অনলাইন পোর্টালের বিভিন্ন ঠিকানা সহ এর সঙ্গে জড়িত লেখক ও সাংবাদিকদের বাড়িতে তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশের বিশেষ দল। চীনা অর্থায়নে দেশবিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে পোর্টালটির বিরুদ্ধে। তবে বিষয়টিকে স্বাধীন গণমাধ্যমের ওপর মোদি সরকারের হস্তক্ষেপের আরেকটি নজির মনে করছে ভারতের বিরোধী দল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভীত হয়ে পড়েছেন বলেও দাবি করেছে দলটি।
আজ মঙ্গলবার ভারতীয় কংগ্রেস পার্টির অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোদি ভীত ও নার্ভাস হয়ে পড়েছেন। বিশেষ করে সেই সব মানুষদের প্রতি যারা তার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে।’
পোস্টে আরও বলা হয়, ‘বিরোধী নেতাই হোক কিংবা সাংবাদিক, সত্য বললেই তাকে হয়রানির শিকার হতে হবে। সাংবাদিকদের বাড়িতে তল্লাশির মাধ্যমে বিষয়টি আজ আবারও প্রমাণিত হলো।’
এদিকে, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সহ কয়েকটি সাংবাদিকদের কয়েকটি সংগঠন নিউজক্লিক পোর্টাল ও এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়িতে তল্লাশির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এই অভিযানের বিষয়ে বিস্তারিতভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার পক্ষ থেকে।
তল্লাশি অভিযানের বিষয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, কঠোর বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে নিউজক্লিক পোর্টালটির বিরুদ্ধে তাদের বিশেষ সেল একটি মামলা করেছে। পোর্টালটির বিরুদ্ধে অবৈধ উপায়ে চীনা অনুদান নিয়ে দেশবিরোধী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।
এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে দিল্লি পুলিশ নিউজক্লিক সংস্থার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন সাংবাদিক ও লেখকের বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় সাংবাদিকদের ল্যাপটপ ও মোবাইল ফোনসহ নানা ডিভাইস বাজেয়াপ্ত করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন সাংবাদিককে আটকও করা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় নেতানিয়াহুর দপ্তর জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে...
৪০ মিনিট আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহের চীন সফর করবেন। এই সময়ে ব্রিটেন ও চীন ব্যবসায়িক সংলাপে এক ‘সোনালি যুগ’ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। এ উদ্যোগ সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে