
মঙ্গলবার নিউজক্লিক নামে একটি অনলাইন পোর্টালের বিভিন্ন ঠিকানা সহ এর সঙ্গে জড়িত লেখক ও সাংবাদিকদের বাড়িতে তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশের বিশেষ দল। চীনা অর্থায়নে দেশবিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে পোর্টালটির বিরুদ্ধে। তবে বিষয়টিকে স্বাধীন গণমাধ্যমের ওপর মোদি সরকারের হস্তক্ষেপের আরেকটি নজির মনে করছে ভারতের বিরোধী দল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভীত হয়ে পড়েছেন বলেও দাবি করেছে দলটি।
আজ মঙ্গলবার ভারতীয় কংগ্রেস পার্টির অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোদি ভীত ও নার্ভাস হয়ে পড়েছেন। বিশেষ করে সেই সব মানুষদের প্রতি যারা তার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে।’
পোস্টে আরও বলা হয়, ‘বিরোধী নেতাই হোক কিংবা সাংবাদিক, সত্য বললেই তাকে হয়রানির শিকার হতে হবে। সাংবাদিকদের বাড়িতে তল্লাশির মাধ্যমে বিষয়টি আজ আবারও প্রমাণিত হলো।’
এদিকে, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সহ কয়েকটি সাংবাদিকদের কয়েকটি সংগঠন নিউজক্লিক পোর্টাল ও এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়িতে তল্লাশির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এই অভিযানের বিষয়ে বিস্তারিতভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার পক্ষ থেকে।
তল্লাশি অভিযানের বিষয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, কঠোর বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে নিউজক্লিক পোর্টালটির বিরুদ্ধে তাদের বিশেষ সেল একটি মামলা করেছে। পোর্টালটির বিরুদ্ধে অবৈধ উপায়ে চীনা অনুদান নিয়ে দেশবিরোধী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।
এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে দিল্লি পুলিশ নিউজক্লিক সংস্থার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন সাংবাদিক ও লেখকের বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় সাংবাদিকদের ল্যাপটপ ও মোবাইল ফোনসহ নানা ডিভাইস বাজেয়াপ্ত করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন সাংবাদিককে আটকও করা হয়েছে।

মঙ্গলবার নিউজক্লিক নামে একটি অনলাইন পোর্টালের বিভিন্ন ঠিকানা সহ এর সঙ্গে জড়িত লেখক ও সাংবাদিকদের বাড়িতে তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশের বিশেষ দল। চীনা অর্থায়নে দেশবিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে পোর্টালটির বিরুদ্ধে। তবে বিষয়টিকে স্বাধীন গণমাধ্যমের ওপর মোদি সরকারের হস্তক্ষেপের আরেকটি নজির মনে করছে ভারতের বিরোধী দল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভীত হয়ে পড়েছেন বলেও দাবি করেছে দলটি।
আজ মঙ্গলবার ভারতীয় কংগ্রেস পার্টির অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোদি ভীত ও নার্ভাস হয়ে পড়েছেন। বিশেষ করে সেই সব মানুষদের প্রতি যারা তার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে।’
পোস্টে আরও বলা হয়, ‘বিরোধী নেতাই হোক কিংবা সাংবাদিক, সত্য বললেই তাকে হয়রানির শিকার হতে হবে। সাংবাদিকদের বাড়িতে তল্লাশির মাধ্যমে বিষয়টি আজ আবারও প্রমাণিত হলো।’
এদিকে, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সহ কয়েকটি সাংবাদিকদের কয়েকটি সংগঠন নিউজক্লিক পোর্টাল ও এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়িতে তল্লাশির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এই অভিযানের বিষয়ে বিস্তারিতভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার পক্ষ থেকে।
তল্লাশি অভিযানের বিষয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, কঠোর বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে নিউজক্লিক পোর্টালটির বিরুদ্ধে তাদের বিশেষ সেল একটি মামলা করেছে। পোর্টালটির বিরুদ্ধে অবৈধ উপায়ে চীনা অনুদান নিয়ে দেশবিরোধী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।
এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে দিল্লি পুলিশ নিউজক্লিক সংস্থার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন সাংবাদিক ও লেখকের বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় সাংবাদিকদের ল্যাপটপ ও মোবাইল ফোনসহ নানা ডিভাইস বাজেয়াপ্ত করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন সাংবাদিককে আটকও করা হয়েছে।

কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
১০ মিনিট আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২০ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে