Ajker Patrika

ফের সংঘাতে জড়াল ভারত ও চীনের সেনা

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৪: ১৬
ফের সংঘাতে জড়াল ভারত ও চীনের সেনা

ভারতের অরুণাচল প্রদেশের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) দিয়ে চীনের সেনাদের অনুপ্রবেশ ঠেকিয়ে দিয়েছে ভারত। গত সপ্তাহে এ ঘটনা ঘটে। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

গত মাসেও ভারতের উত্তরাখন্ড দিয়ে চীনের সেনারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায় বলে জানিয়েছে এনডিটিভি। 

সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার ধারণার মধ্যে পার্থক্য রয়েছে। উভয় পক্ষই নিজেদের সীমানা পর্যন্ত টহল কার্যক্রম পরিচালনা করে। 

সূত্র জানিয়েছে, চীনা ও ভারতীয় সেনাদের মধ্যে শারীরিক সংঘাত হয়, যা কয়েক ঘণ্টা ধরে চলে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

এর আগেও একাধিকবার ভারতে চীনা সেনাদের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। 

গত ৩০ আগস্টও উত্তরাখন্ডের বারাহোতি অঞ্চলে এলএসি অতিক্রম করে পাঁচ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিল চীনা সেনারা। 

গত বছর লাদাখ সংঘর্ষের পর চীনের সঙ্গে সাড়ে তিন হাজার কিলোমিটার সীমান্ত কড়া নজরদারিতে রেখেছে ভারত। চীন ও ভারত উভয় পক্ষেরই ৫০ হাজার থেকে ৬০ হাজার সেনা রয়েছে এলএসিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ