
দেরাদুন: করোনাভাইরাস নিয়ে নানা উদ্ভট তত্ত্ব এবং চিকিৎসা পদ্ধতির কথা বলে শুরু থেকেই ট্রোল আর ক্ষোভের শিকার হচ্ছেন বিজেপি নেতারা। এর মধ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা কোভিড ঠেকাতে সারা শরীরে গরুর গোবর মাখা। এবার হাস্যকর মন্তব্য করে আলোচনায় এলেন উত্তরাখণ্ড রাজ্যের সদ্যসাবেক মুখ্যমন্ত্রী।
গতকাল বৃহস্পতিবার একটি বেসরকারি নিউজ চ্যানেলকে উত্তরাখণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেন, করোনাভাইরাস একটি জীব, এরও বেঁচে থাকার অধিকার আছে।
বিষয়টির বিশদ ব্যাখ্যা করে এ বিজেপি নেতা বলেন, দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখলে, করোনভাইরাসও একটি জীবিত প্রাণি। এটিরও আমাদের ও অন্যান্য জীবের মতো বেঁচে থাকার অধিকার রয়েছে। তবে আমরা (মানুষ) নিজেকে সবচেয়ে বুদ্ধিমান বলে মনে করি এবং এটি নির্মূল করতে উঠেপড়ে লেগেছি। তাই এটি ক্রমাগত নিজের মধ্যে পরিবর্তন (মিউটেশন) ঘটাচ্ছে।
তবে মানুষকে নিরাপদে থাকতে এই ভাইরাসের সংক্রমণ শক্তিকে অতিক্রম করতে হবে বলেও মন্তব্য করেন বর্ষিয়ান এ রাজনীতিক।
করোনাভাইরাস নিয়ে এমন পর্যবেক্ষণের জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রোল হচ্ছে ত্রিবেন্দ্র সিং। আর এমন সময় তিনি এমন মন্তব্য করছেন যখন পুরো দেশ কোভিডের শক্তিশালী দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। শুধু অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে মানুষ।
একজন টুইটার ব্যবহারকারী বিজেপি নেতার ওই মন্তব্যের জবাবে বলেছেন, এই ভাইরাস জীবটিকে সেন্ট্রাল ভিস্তায় আশ্রয় দেওয়া উচিত।
উল্লেখ্য, এই মহামারীর মধ্যেও ২০ হাজার কোটি রুপি ব্যয়ে শুরু হয়েছে নতুন সংসদীয় কার্যালয় সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ। এই নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়ছে ভারতের কেন্দ্র সরকার। এমনকি বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত।
গত ৫ দিন ধরে ভারতে দৈনিক সংক্রমণ সাড়ে ৩ লাখের আশপাশেই থাকছে। আজ স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৪৪ জন।এ নিয়ে ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছেন ৪ হাজার। এ নিয়ে টানা তিন দিন দৈনিক মৃত্যু ৪ হাজারের ঘরেই থাকছে। ভারতে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৩১৭ জন।

দেরাদুন: করোনাভাইরাস নিয়ে নানা উদ্ভট তত্ত্ব এবং চিকিৎসা পদ্ধতির কথা বলে শুরু থেকেই ট্রোল আর ক্ষোভের শিকার হচ্ছেন বিজেপি নেতারা। এর মধ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা কোভিড ঠেকাতে সারা শরীরে গরুর গোবর মাখা। এবার হাস্যকর মন্তব্য করে আলোচনায় এলেন উত্তরাখণ্ড রাজ্যের সদ্যসাবেক মুখ্যমন্ত্রী।
গতকাল বৃহস্পতিবার একটি বেসরকারি নিউজ চ্যানেলকে উত্তরাখণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেন, করোনাভাইরাস একটি জীব, এরও বেঁচে থাকার অধিকার আছে।
বিষয়টির বিশদ ব্যাখ্যা করে এ বিজেপি নেতা বলেন, দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখলে, করোনভাইরাসও একটি জীবিত প্রাণি। এটিরও আমাদের ও অন্যান্য জীবের মতো বেঁচে থাকার অধিকার রয়েছে। তবে আমরা (মানুষ) নিজেকে সবচেয়ে বুদ্ধিমান বলে মনে করি এবং এটি নির্মূল করতে উঠেপড়ে লেগেছি। তাই এটি ক্রমাগত নিজের মধ্যে পরিবর্তন (মিউটেশন) ঘটাচ্ছে।
তবে মানুষকে নিরাপদে থাকতে এই ভাইরাসের সংক্রমণ শক্তিকে অতিক্রম করতে হবে বলেও মন্তব্য করেন বর্ষিয়ান এ রাজনীতিক।
করোনাভাইরাস নিয়ে এমন পর্যবেক্ষণের জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রোল হচ্ছে ত্রিবেন্দ্র সিং। আর এমন সময় তিনি এমন মন্তব্য করছেন যখন পুরো দেশ কোভিডের শক্তিশালী দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। শুধু অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে মানুষ।
একজন টুইটার ব্যবহারকারী বিজেপি নেতার ওই মন্তব্যের জবাবে বলেছেন, এই ভাইরাস জীবটিকে সেন্ট্রাল ভিস্তায় আশ্রয় দেওয়া উচিত।
উল্লেখ্য, এই মহামারীর মধ্যেও ২০ হাজার কোটি রুপি ব্যয়ে শুরু হয়েছে নতুন সংসদীয় কার্যালয় সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ। এই নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়ছে ভারতের কেন্দ্র সরকার। এমনকি বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত।
গত ৫ দিন ধরে ভারতে দৈনিক সংক্রমণ সাড়ে ৩ লাখের আশপাশেই থাকছে। আজ স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৪৪ জন।এ নিয়ে ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছেন ৪ হাজার। এ নিয়ে টানা তিন দিন দৈনিক মৃত্যু ৪ হাজারের ঘরেই থাকছে। ভারতে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৩১৭ জন।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৯ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১১ ঘণ্টা আগে