কলকাতা প্রতিনিধি

ভারতের নতুন প্রধান বিচারপতি হয়েছেন উদয় উমেশ ললিত। মাত্র তিন মাসের জন্য ভারতের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন তিনি। স্থানীয় সময় আজ শনিবার দেশটির রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এ সময় উপস্থিত ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদায়ী প্রধান বিচারপতি এনভি রামানাসহ আরও অনেকে।
বিচারপতি উদয় উমেশ ললিত ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি। আগামী ৮ নভেম্বর তাঁর অবসর নেওয়ার কথা। খুব অল্প সময়ের জন্য প্রধান বিচারপতি নিযুক্ত হলেও আইন পেশায় তাঁর পথ চলার পথ ছিল খুবই মসৃণ। সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে যাত্রা শুরু করে সেখান থেকে সরাসরি সুপ্রিম কোর্টেরই বিচারপতি নির্বাচিত হন তিনি। সেখান থেকে শনিবার ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ললিত।
এদিকে, ভারতের সদ্য বিদায়ী প্রধান বিচারপতি এনভি রামানা বলেছেন, আদালতে চিৎকার করে কোনো লাভ হয় না বরং বিরক্তি বাড়ে। তাই যুক্তি দিয়ে সকলকে নিজেদের বক্তব্য পেশ করা উচিত। গতকাল শুক্রবার এনভি রামানা এই পরামর্শ দেন।
শুক্রবার তাঁর শেষ কার্যদিবসে তাঁর সম্মানার্থে প্রথমবারের মতো ভারতীয় সুপ্রিম কোর্টে মামলার শুনানির সরাসরি সম্প্রচারের বন্দোবস্ত করা হয়। এ দিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলাও ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। ছিল প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনার অনুষ্ঠানও। সেখানেই তিনি আদালতের পবিত্রতা রক্ষার কথা স্মরণ করিয়ে এসব কথা বলেন। প্রথামাফিক এ দিন তিনি বিচারপতি রামানার ডিভিশন বেঞ্চে ছিলেন। সঙ্গে ছিলেন বিচারপতি হিমা কোহলি। তাঁদের ডিভিশন বেঞ্চে নির্বাচনে রাজনৈতিক দলগুলো দান খয়রাতির প্রতিশ্রুতি নিয়ে শুনানি হয়।

ভারতের নতুন প্রধান বিচারপতি হয়েছেন উদয় উমেশ ললিত। মাত্র তিন মাসের জন্য ভারতের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন তিনি। স্থানীয় সময় আজ শনিবার দেশটির রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এ সময় উপস্থিত ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদায়ী প্রধান বিচারপতি এনভি রামানাসহ আরও অনেকে।
বিচারপতি উদয় উমেশ ললিত ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি। আগামী ৮ নভেম্বর তাঁর অবসর নেওয়ার কথা। খুব অল্প সময়ের জন্য প্রধান বিচারপতি নিযুক্ত হলেও আইন পেশায় তাঁর পথ চলার পথ ছিল খুবই মসৃণ। সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে যাত্রা শুরু করে সেখান থেকে সরাসরি সুপ্রিম কোর্টেরই বিচারপতি নির্বাচিত হন তিনি। সেখান থেকে শনিবার ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ললিত।
এদিকে, ভারতের সদ্য বিদায়ী প্রধান বিচারপতি এনভি রামানা বলেছেন, আদালতে চিৎকার করে কোনো লাভ হয় না বরং বিরক্তি বাড়ে। তাই যুক্তি দিয়ে সকলকে নিজেদের বক্তব্য পেশ করা উচিত। গতকাল শুক্রবার এনভি রামানা এই পরামর্শ দেন।
শুক্রবার তাঁর শেষ কার্যদিবসে তাঁর সম্মানার্থে প্রথমবারের মতো ভারতীয় সুপ্রিম কোর্টে মামলার শুনানির সরাসরি সম্প্রচারের বন্দোবস্ত করা হয়। এ দিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলাও ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। ছিল প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনার অনুষ্ঠানও। সেখানেই তিনি আদালতের পবিত্রতা রক্ষার কথা স্মরণ করিয়ে এসব কথা বলেন। প্রথামাফিক এ দিন তিনি বিচারপতি রামানার ডিভিশন বেঞ্চে ছিলেন। সঙ্গে ছিলেন বিচারপতি হিমা কোহলি। তাঁদের ডিভিশন বেঞ্চে নির্বাচনে রাজনৈতিক দলগুলো দান খয়রাতির প্রতিশ্রুতি নিয়ে শুনানি হয়।

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুরক্ষিত এলাকায় চীনা মালিকানাধীন একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ১ চীনা নাগরিক ও ছয় আফগান নিহত হয়েছেন। এই ঘটনায় এক শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
২৩ মিনিট আগে
গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৯ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৯ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
১২ ঘণ্টা আগে