Ajker Patrika

আবারও এয়ার ইন্ডিয়ায় যান্ত্রিক ত্রুটি, কলকাতায় জরুরি অবতরণ

কলকাতা সংবাদদাতা
আবারও এয়ার ইন্ডিয়ায় যান্ত্রিক ত্রুটি, কলকাতায় জরুরি অবতরণ
ছবি: সংগৃহীত

পরপর একাধিক যান্ত্রিক ত্রুটিতে প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা। এবার সানফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক বিমানে বড় রকমের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয় বিমানটি।

সূত্রের খবর, আজ মঙ্গলবার ভোরে কলকাতা বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ পর মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয় সানফ্রান্সিসকো থেকে আসা বিমানটি। কিছু সময় পরই বিমানের ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন ও যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিমানটিতে থাকা এক যাত্রী জানান, ‘হঠাৎ করে কাঁপুনি শুরু হয় বিমানে। আলো নিভে যায়, তারপর সবাইকে বসে থাকার নির্দেশ দেওয়া হয়। আমরা সত্যিই ভয়ে ছিলাম।’

এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, এ নিয়ে এক সপ্তাহের মধ্যে চারটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় গোটা পরিষেবা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন।

এর আগে আহমেদাবাদ, লখনৌ ও দিল্লি সংলগ্ন অঞ্চলেও মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান ফিরে আসতে বাধ্য হয়েছে। একাধিক ঘটনায় বিমানের চাকায় আগুনও লেগেছিল।

বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের (ডিজিসিএ) তরফ থেকে জানানো হয়েছে, প্রতিটি ঘটনার তদন্ত চলছে। তবে একের পর এক দুর্ঘটনার সম্ভাবনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত