Ajker Patrika

একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল ভারত , ফের শনাক্তের রেকর্ড

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১২: ১৯
একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল ভারত , ফের শনাক্তের রেকর্ড

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত ভারত। দেশটিতে ভয়াবহভাবে বেড়েই চলেছে ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে ১ হাজার ৩৪১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এটি ভারতে একদিনের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। ভারতীয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

গত তিন ধরেই দেশটিতে দৈনিক দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা গত শুক্রবারের তুলনায় প্রায় ১৭ হাজার বেশি। এ নিয়ে ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৬০৯ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৭৫ হাজার ৬৫০জন। 

গত বছর নভেম্বর থেকে ভারতে সংক্রমণ কিছুটা নিম্নমুখী হলেও চলতি বছর মার্চের মাঝামাঝি থেকে তা আবারও বাড়তে শুরু করে। গত এক সপ্তাহ ধরে দেশটিতে দৈনিক এক লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।

 রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে। মৃতের সংখ্যায় বেড়ে যাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে মরদেহ সৎকারেও হিমশিম খেতে হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত