
ভারতের বেঙ্গালুরুর আকাশে প্রায় মুখোমুখি চলে এসেছিল যাত্রীবাহী দুটি বিমান। দুটি বিমানই ইনডিগো এয়ারলাইনসের। প্রথম বিমানটি বেঙ্গালুরু-কলকাতা ৬-ই ৪৫৫। আর দ্বিতীয় বিমানটি বেঙ্গালুরু-ভুবনেশ্বর ৬-ই ২৪৬। আর কয়েক সেকেন্ড গেলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু শেষ মুহূর্তে পাইলটদের দক্ষতায় প্রাণে বাঁচেন চার শতাধিক যাত্রী।
গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুই বিমানে মোট ৪২৬ জন যাত্রী ছিলেন। বেঙ্গালুরু-কলকাতা ৬-ই ৪৫৫ বিমানে ছিলেন ১৭৬ জন যাত্রী এবং ছয়জন ক্রু। আর বেঙ্গালুরু-ভুবনেশ্বর ৬-ই ২৪৬ বিমানে ছিলেন ২৩৮ জন যাত্রী এবং ছয়জন ক্রু।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ জানুয়ারির এ ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে বেঙ্গালুরু বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর বিরুদ্ধে। কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ)। যদিও বেঙ্গালুরু বিমানবন্দরের লগবুকে বিষয়টি নথিভুক্ত নেই।
‘এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়া’র তরফে মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি চলে আসার ঘটনা সম্পর্কে কিছু বলা হয়নি। যদিও ডিজিসিএর প্রধান অরুণ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, চার বছর আগে কলকাতা বিমানবন্দরের আকাশেও মুখোমুখি সংঘর্ষ এড়িয়েছিল ইনডিগোর দুটি বিমান।

ভারতের বেঙ্গালুরুর আকাশে প্রায় মুখোমুখি চলে এসেছিল যাত্রীবাহী দুটি বিমান। দুটি বিমানই ইনডিগো এয়ারলাইনসের। প্রথম বিমানটি বেঙ্গালুরু-কলকাতা ৬-ই ৪৫৫। আর দ্বিতীয় বিমানটি বেঙ্গালুরু-ভুবনেশ্বর ৬-ই ২৪৬। আর কয়েক সেকেন্ড গেলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু শেষ মুহূর্তে পাইলটদের দক্ষতায় প্রাণে বাঁচেন চার শতাধিক যাত্রী।
গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুই বিমানে মোট ৪২৬ জন যাত্রী ছিলেন। বেঙ্গালুরু-কলকাতা ৬-ই ৪৫৫ বিমানে ছিলেন ১৭৬ জন যাত্রী এবং ছয়জন ক্রু। আর বেঙ্গালুরু-ভুবনেশ্বর ৬-ই ২৪৬ বিমানে ছিলেন ২৩৮ জন যাত্রী এবং ছয়জন ক্রু।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ জানুয়ারির এ ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে বেঙ্গালুরু বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর বিরুদ্ধে। কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ)। যদিও বেঙ্গালুরু বিমানবন্দরের লগবুকে বিষয়টি নথিভুক্ত নেই।
‘এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়া’র তরফে মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি চলে আসার ঘটনা সম্পর্কে কিছু বলা হয়নি। যদিও ডিজিসিএর প্রধান অরুণ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, চার বছর আগে কলকাতা বিমানবন্দরের আকাশেও মুখোমুখি সংঘর্ষ এড়িয়েছিল ইনডিগোর দুটি বিমান।

ওয়াশিংটনের পক্ষ থেকে ভেনেজুয়েলার নেতাকে বন্দি করার ঘটনার প্রেক্ষাপটে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন যে, কিউবার সরকারেরও খুব শিগগির পতন হতে যাচ্ছে বলে তিনি বিশ্বাস করেন।
৩৩ মিনিট আগে
ইরানে বিক্ষোভ আরও বড় আকার ধারণ করছে। বিক্ষোভ সামাল দিতে বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভ সামাল দিতে নিরাপত্তা বাহিনীর হামলায় বাড়ছে হতাহতের ঘটনা। এ পর্যন্ত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলা থেকে গ্রেপ্তারের পর নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক ভয়ংকর কারাগারে নেওয়া হয়েছে। শিগগির তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিচার শুরু হবে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। এদিকে মাদুরোকে গ্রেপ্তারের পর দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনি শপ
৮ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরিবারকে ঘিরে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভিযোগ এবার নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত অভিযোগপত্রে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং ছেলে নিকোলাস এরনেস্তো মাদুরো গেরার বিরুদ্ধে মাদক পাচার, নার্কো-সন্ত্রাসবাদ এবং
৯ ঘণ্টা আগে