
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা মনোহর লাল খাট্টার মন্তব্য করেছেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দুর্ঘটনাবশত দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। গতকাল রোববার মনোহর লাল খাট্টার হরিয়ানা রাজ্যের রোহতকে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মনোহর লালের এই মন্তব্য কংগ্রেসের তীব্র প্রতিক্রিয়া উসকে দিয়েছে। কংগ্রেস নেতা ও হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ভূপিন্দর হুদা এই মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘যিনি (মনোহর) নিজেই দুর্ঘটনাক্রমে মন্ত্রী হয়েছেন, তাঁর এমন মন্তব্য করা উচিত নয়।’
বিজেপি সরকারে মন্ত্রী বলেন, ‘জওহরলাল নেহরুর জায়গায় সর্দার বল্লভভাই প্যাটেল এবং ড. বি আর আম্বেদকর প্রধানমন্ত্রীর পদে বসার যোগ্য ছিলেন।’ সমাবেশে বিজেপি সরকারের পক্ষ থেকে ড. বি আর আম্বেদকরের প্রতি দেখানো শ্রদ্ধার কথাও তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, ‘সংবিধান আমাদের পবিত্র গ্রন্থ এবং এর রচনায় ড. আম্বেদকরের অবদান আমরা চিরকাল স্মরণ করব। আমাদের উচিত সময়ের সঙ্গে সঙ্গে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং এটি থেকে শিক্ষা নেওয়া। ড. আম্বেদকর জীবনে বহু প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। উদাহরণস্বরূপ, তাঁর মৃত্যুর পর দিল্লিতে তাঁকে দাহ করার কোনো স্থান দেওয়া হয়নি। তবে আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা আম্বেদকরের স্মৃতি ধরে রাখতে পাঁচটি পবিত্র স্থান প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে যে পরিমাণ শ্রদ্ধা দেখানো হয়েছে, তা এর আগে কখনো দেখা যায়নি।’
ভারতের সাবেক প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং মারা যাওয়ার কয়েক দিন পর মনোহর লাল খাট্টার এই মন্তব্য করলেন। তাঁর মৃত্যুর পর দিল্লিতে একটি স্মৃতিসৌধ নির্মাণের প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু হয়। কারণ, দেশের পূর্ববর্তী সব প্রধানমন্ত্রীর জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রসঙ্গে মন্ত্রী খাট্টার বলেন, ‘এবার অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর দল দিল্লিতে আর সরকার গঠন করতে পারবে না। বিজেপি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং ভালো ফল করবে।’
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি বিশাল ব্যবধানে জয়লাভ করে। সেই নির্বাচনে নয়াব সিং সাইনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা মনোহর লাল খাট্টার মন্তব্য করেছেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দুর্ঘটনাবশত দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। গতকাল রোববার মনোহর লাল খাট্টার হরিয়ানা রাজ্যের রোহতকে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মনোহর লালের এই মন্তব্য কংগ্রেসের তীব্র প্রতিক্রিয়া উসকে দিয়েছে। কংগ্রেস নেতা ও হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ভূপিন্দর হুদা এই মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘যিনি (মনোহর) নিজেই দুর্ঘটনাক্রমে মন্ত্রী হয়েছেন, তাঁর এমন মন্তব্য করা উচিত নয়।’
বিজেপি সরকারে মন্ত্রী বলেন, ‘জওহরলাল নেহরুর জায়গায় সর্দার বল্লভভাই প্যাটেল এবং ড. বি আর আম্বেদকর প্রধানমন্ত্রীর পদে বসার যোগ্য ছিলেন।’ সমাবেশে বিজেপি সরকারের পক্ষ থেকে ড. বি আর আম্বেদকরের প্রতি দেখানো শ্রদ্ধার কথাও তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, ‘সংবিধান আমাদের পবিত্র গ্রন্থ এবং এর রচনায় ড. আম্বেদকরের অবদান আমরা চিরকাল স্মরণ করব। আমাদের উচিত সময়ের সঙ্গে সঙ্গে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং এটি থেকে শিক্ষা নেওয়া। ড. আম্বেদকর জীবনে বহু প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। উদাহরণস্বরূপ, তাঁর মৃত্যুর পর দিল্লিতে তাঁকে দাহ করার কোনো স্থান দেওয়া হয়নি। তবে আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা আম্বেদকরের স্মৃতি ধরে রাখতে পাঁচটি পবিত্র স্থান প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে যে পরিমাণ শ্রদ্ধা দেখানো হয়েছে, তা এর আগে কখনো দেখা যায়নি।’
ভারতের সাবেক প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং মারা যাওয়ার কয়েক দিন পর মনোহর লাল খাট্টার এই মন্তব্য করলেন। তাঁর মৃত্যুর পর দিল্লিতে একটি স্মৃতিসৌধ নির্মাণের প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু হয়। কারণ, দেশের পূর্ববর্তী সব প্রধানমন্ত্রীর জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রসঙ্গে মন্ত্রী খাট্টার বলেন, ‘এবার অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর দল দিল্লিতে আর সরকার গঠন করতে পারবে না। বিজেপি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং ভালো ফল করবে।’
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি বিশাল ব্যবধানে জয়লাভ করে। সেই নির্বাচনে নয়াব সিং সাইনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
১৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২৫ মিনিট আগে
ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৭ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৯ ঘণ্টা আগে