
ভারতে জাতীয় নির্বাচন বা লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। ক্ষমতাসীন বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেস এরই মধ্যে বিভিন্ন আসনে তাদের প্রার্থী প্রকাশ করেছে। কেরালার ওয়ানাড় লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী রাহুল গান্ধী। তবে তাঁর বিপরীতে বিজেপি যাকে প্রার্থী করেছে, সেই কে সুরেন্দ্রণ নিয়েই মূলত চমক বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ওয়ানাড় লোকসভা আসনে বিজেপির টিকিট নিয়ে লড়ছেন কেরালা বিজেপির প্রধান কে সুরেন্দ্রণ, যার বিরুদ্ধে সব মিলিয়ে ২৪২টি ফৌজদারি মামলা আছে। এসব মামলার প্রায় সবই ২০১৮ সালে হওয়া শবরীমালা আন্দোলনকে কেন্দ্র করে। কেরালার শবরীমালা মন্দিরে নারীদের প্রবেশাধিকার দিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর এই আন্দোলন সংগঠিত হয়।
সম্প্রতি নির্বাচনী বিধিমালার বাধ্যবাধকতা অনুসরণ করে কে সুরেন্দ্রণ তাঁর মামলার তথ্য প্রকাশ করেছেন। তাঁর বিরুদ্ধে থাকা মামলার বিবরণ দিতে প্রায় তিন পৃষ্ঠা লেগেছে। এ ছাড়া, কেরালার এরনাকুলাম লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বিজেপির অপর এক নেতা কে এস রাধাকৃষ্ণনের বিরুদ্ধে ২১১টি মামলা আছে।
কে সুরেন্দ্রণের মামলা প্রসঙ্গে কেরালা বিজেপির সাধারণ সম্পাদক জর্জ কুরাইন সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘প্রায় সব মামলাই মূলত ২০১৮ সালে অনুষ্ঠিত শবরীমালা আন্দোলনসংক্রান্ত। সব মামলাই আদালতে বিচারাধীন।’ এ সময় তিনি জানান, প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা থাকলে সেগুলোর তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক।
জর্জ কুরাইন আরও জানান, কে সুরেন্দ্রণের বিরুদ্ধে যেসব মামলা আছে, তার মধ্যে ২৩৭টিই শবরীমালা আন্দোলনের প্রেক্ষাপটে করা। আর বাকি পাঁচটি মামলায় তাঁর বিরুদ্ধে কেরালায় সংঘটিত বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
এদিকে লোকসভা নির্বাচনে প্রার্থিতার মনোনয়ন দাখিলের শেখ তারিখ আগামী ৪ এপ্রিল। এরপর মনোনয়ন বাছাই করা হবে ৫ এপ্রিল এবং আগামী ৮ এপ্রিলের মধ্যে কেউ চাইলে তাঁর মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

ভারতে জাতীয় নির্বাচন বা লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। ক্ষমতাসীন বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেস এরই মধ্যে বিভিন্ন আসনে তাদের প্রার্থী প্রকাশ করেছে। কেরালার ওয়ানাড় লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী রাহুল গান্ধী। তবে তাঁর বিপরীতে বিজেপি যাকে প্রার্থী করেছে, সেই কে সুরেন্দ্রণ নিয়েই মূলত চমক বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ওয়ানাড় লোকসভা আসনে বিজেপির টিকিট নিয়ে লড়ছেন কেরালা বিজেপির প্রধান কে সুরেন্দ্রণ, যার বিরুদ্ধে সব মিলিয়ে ২৪২টি ফৌজদারি মামলা আছে। এসব মামলার প্রায় সবই ২০১৮ সালে হওয়া শবরীমালা আন্দোলনকে কেন্দ্র করে। কেরালার শবরীমালা মন্দিরে নারীদের প্রবেশাধিকার দিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর এই আন্দোলন সংগঠিত হয়।
সম্প্রতি নির্বাচনী বিধিমালার বাধ্যবাধকতা অনুসরণ করে কে সুরেন্দ্রণ তাঁর মামলার তথ্য প্রকাশ করেছেন। তাঁর বিরুদ্ধে থাকা মামলার বিবরণ দিতে প্রায় তিন পৃষ্ঠা লেগেছে। এ ছাড়া, কেরালার এরনাকুলাম লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বিজেপির অপর এক নেতা কে এস রাধাকৃষ্ণনের বিরুদ্ধে ২১১টি মামলা আছে।
কে সুরেন্দ্রণের মামলা প্রসঙ্গে কেরালা বিজেপির সাধারণ সম্পাদক জর্জ কুরাইন সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘প্রায় সব মামলাই মূলত ২০১৮ সালে অনুষ্ঠিত শবরীমালা আন্দোলনসংক্রান্ত। সব মামলাই আদালতে বিচারাধীন।’ এ সময় তিনি জানান, প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা থাকলে সেগুলোর তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক।
জর্জ কুরাইন আরও জানান, কে সুরেন্দ্রণের বিরুদ্ধে যেসব মামলা আছে, তার মধ্যে ২৩৭টিই শবরীমালা আন্দোলনের প্রেক্ষাপটে করা। আর বাকি পাঁচটি মামলায় তাঁর বিরুদ্ধে কেরালায় সংঘটিত বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
এদিকে লোকসভা নির্বাচনে প্রার্থিতার মনোনয়ন দাখিলের শেখ তারিখ আগামী ৪ এপ্রিল। এরপর মনোনয়ন বাছাই করা হবে ৫ এপ্রিল এবং আগামী ৮ এপ্রিলের মধ্যে কেউ চাইলে তাঁর মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৬ ঘণ্টা আগে