
ভারতের উত্তর প্রদেশে এক গৃহবধূর আত্মহত্যা পর ক্ষুব্ধ স্বজনরা তাঁর স্বামীরা বাড়িতে হামলা চালিয়েছেন। তাঁদের দেওয়া আগুনে পুড়ে ঘরের মধ্যেই মারা গেছেন শ্বশুর-শাশুড়ি। আজ মঙ্গলবার (১৯ মার্চ) উত্তর প্রদেশের প্রয়াগরাজে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে এনডিটিভি জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের প্রয়াগরাজে এক নারীর আত্মহত্যার কয়েক ঘণ্টা পরে তার স্বজনরা তার স্বামীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে তাঁর শ্বশুর-শাশুড়িকে হত্যা করেছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে আংশিকা কেসারওয়ানি নামে ওই নারীর বিয়ে হয়। গত সোমবার রাতে শ্বশুরবাড়িতে তাঁর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
পুলিশ বলছে, আংশিকার মৃত্যুর খবর পেয়ে তার আত্মীয়-স্বজনরা শ্বশুরবাড়িতে ছুটে আসেন। যৌতুকের জন্য হয়রানি করে তাঁদের মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ তোলেন তাঁরা। বাকবিতণ্ডার একপর্যায়ে আংশিকার আত্মীয়রা তার শ্বশুরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভানোর পর তার শাশুড়ি ও শ্বশুর দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।
প্রয়াগরাজ শহরের ডেপুটি কমিশনার অব পুলিশ দীপক ভুকার বলেন, ‘এক নারী আত্মহত্যা করেছেন বলে তারা রাত ১১টায় ফোন পান। পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছানোর পর উভয় পক্ষের লোকজনকে মারামারি করতে দেখে। তর্কাতর্কির একপর্যায়ে লোকজন ওই নারীর শ্বশুর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে পাঁচজনকে উদ্ধার করে এবং ফায়ার ব্রিগেডকে খবর দেয়।’
দীপক ভুকার বলেন, অগ্নিনির্বাপক কর্মীরা ভোর ৩টার দিকে আগুন নিভিয়ে ফেললে পুরো বাড়িটি তল্লাশি করা হয় এবং সেখান থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত দুজনকে আংশিকার শ্বশুর রাজেন্দ্র কেসারওয়ানি এবং তার শাশুড়ি শোভা দেবী হিসাবে চিহ্নিত করা হয়েছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।

ভারতের উত্তর প্রদেশে এক গৃহবধূর আত্মহত্যা পর ক্ষুব্ধ স্বজনরা তাঁর স্বামীরা বাড়িতে হামলা চালিয়েছেন। তাঁদের দেওয়া আগুনে পুড়ে ঘরের মধ্যেই মারা গেছেন শ্বশুর-শাশুড়ি। আজ মঙ্গলবার (১৯ মার্চ) উত্তর প্রদেশের প্রয়াগরাজে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে এনডিটিভি জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের প্রয়াগরাজে এক নারীর আত্মহত্যার কয়েক ঘণ্টা পরে তার স্বজনরা তার স্বামীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে তাঁর শ্বশুর-শাশুড়িকে হত্যা করেছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে আংশিকা কেসারওয়ানি নামে ওই নারীর বিয়ে হয়। গত সোমবার রাতে শ্বশুরবাড়িতে তাঁর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
পুলিশ বলছে, আংশিকার মৃত্যুর খবর পেয়ে তার আত্মীয়-স্বজনরা শ্বশুরবাড়িতে ছুটে আসেন। যৌতুকের জন্য হয়রানি করে তাঁদের মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ তোলেন তাঁরা। বাকবিতণ্ডার একপর্যায়ে আংশিকার আত্মীয়রা তার শ্বশুরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভানোর পর তার শাশুড়ি ও শ্বশুর দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।
প্রয়াগরাজ শহরের ডেপুটি কমিশনার অব পুলিশ দীপক ভুকার বলেন, ‘এক নারী আত্মহত্যা করেছেন বলে তারা রাত ১১টায় ফোন পান। পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছানোর পর উভয় পক্ষের লোকজনকে মারামারি করতে দেখে। তর্কাতর্কির একপর্যায়ে লোকজন ওই নারীর শ্বশুর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে পাঁচজনকে উদ্ধার করে এবং ফায়ার ব্রিগেডকে খবর দেয়।’
দীপক ভুকার বলেন, অগ্নিনির্বাপক কর্মীরা ভোর ৩টার দিকে আগুন নিভিয়ে ফেললে পুরো বাড়িটি তল্লাশি করা হয় এবং সেখান থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত দুজনকে আংশিকার শ্বশুর রাজেন্দ্র কেসারওয়ানি এবং তার শাশুড়ি শোভা দেবী হিসাবে চিহ্নিত করা হয়েছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী সংঘাত আরও তীব্র হচ্ছে। গত দুই সপ্তাহে নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরব অবস্থান ও হামলার প্রচ্ছন্ন হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান।
১৭ মিনিট আগে
প্রায় অর্ধশতাব্দী ধরে চলা ধর্মীয় শাসনের বিরুদ্ধে কখনোই এক হতে পারেনি ইরানের বিভক্ত বিরোধী রাজনীতি। তবে এবার দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সর্বশেষ শাহের ছেলে রেজা পাহলভি।
২ ঘণ্টা আগে
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দিয়ে কঠোর তিরস্কার করেছে ভারত। দিল্লিতে কারাবন্দী সাবেক ছাত্রনেতা উমর খালিদকে সংহতি জানিয়ে একটি ব্যক্তিগত চিরকুট পাঠানোয় মামদানির ওপর চটেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগে
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। এই কথিত পরিকল্পনাকে তিনি আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে