
ভারতে নামার অনুমতি না পাওয়ায় অসুস্থ এক বাংলাদেশি যাত্রীকে বহনকারী সৌদিয়া এয়ারলাইনসের একটি বিমান করাচিতে অবতরণ করতে বাধ্য হয় বলে দাবি করেছিল পাকিস্তানের সংবাদমাধ্যম। এবার এর উল্টো দাবি করেছে ভারত। তাদের দাবি, বিমানটিকে মুম্বাইয়ে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে খবরটি দেওয়া হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট এসভি–৮০৫ ঢাকা থেকে ভোর ৩টা ৫৭ মিনিটে সৌদি আরবের রাজধানী রিয়াদের উদ্দেশে রওনা হয়। উড্ডয়নের একটু পরেই ৪৪ বছর বয়সী আবু তাহের নামে এক বাংলাদেশির শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। সে সময় উড়োজাহাজটি ভারতের আকাশসীমায় অবস্থান করছিল।
মাঝ আকাশে ওই বাংলাদেশি যাত্রীর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে উচ্চ রক্তচাপের কারণে। পরিস্থিতি আরও খারাপ হলে তিনি বমি করতে শুরু করেন। যাত্রীর অবস্থা শোচনীয় দেখে পাইলট উড়োজাহাজ ঘুরিয়ে মুম্বাইয়ের দিকে রওনা হন এবং মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে মানবিক অবতরণের অনুমতি চান।
মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোল একপর্যায়ে রোগীর নাম ও জাতীয়তা জানতে চান। বাংলাদেশি মুসলিম পরিচয় জানার পর তাঁরা বিমানটিকে নামতে দিতে অস্বীকার করলে স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তবে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস বলছে, ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইটটিকে একজন অসুস্থ বাংলাদেশি যাত্রীকে নিয়ে মুম্বাইতে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। সে অনুসারে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার জন্য চিকিৎসক দলও প্রস্তুত রাখা হয়েছিল মুম্বাই এয়ারপোর্টে। বিমানটিও জরুরি অবতরণের জন্য ফুয়েল ডাম্পিং শুরু করেছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি বিমানটি পরে কোম্পানির নীতি উল্লেখ করে জানায়, তারা মুম্বাইয়ে অবতরণ করবে না। বরং বিমানটি গতিমুখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। পরে যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফ্লাইটটি করাচিতে জরুরি অবতরণে বাধ্য হয়। করাচিতে চিকিৎসা নেওয়ার পর সেই বাংলাদেশি যাত্রীকে নিয়ে রিয়াদের উদ্দেশে ফের যাত্রা করে ফ্লাইটটি।

ভারতে নামার অনুমতি না পাওয়ায় অসুস্থ এক বাংলাদেশি যাত্রীকে বহনকারী সৌদিয়া এয়ারলাইনসের একটি বিমান করাচিতে অবতরণ করতে বাধ্য হয় বলে দাবি করেছিল পাকিস্তানের সংবাদমাধ্যম। এবার এর উল্টো দাবি করেছে ভারত। তাদের দাবি, বিমানটিকে মুম্বাইয়ে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে খবরটি দেওয়া হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট এসভি–৮০৫ ঢাকা থেকে ভোর ৩টা ৫৭ মিনিটে সৌদি আরবের রাজধানী রিয়াদের উদ্দেশে রওনা হয়। উড্ডয়নের একটু পরেই ৪৪ বছর বয়সী আবু তাহের নামে এক বাংলাদেশির শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। সে সময় উড়োজাহাজটি ভারতের আকাশসীমায় অবস্থান করছিল।
মাঝ আকাশে ওই বাংলাদেশি যাত্রীর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে উচ্চ রক্তচাপের কারণে। পরিস্থিতি আরও খারাপ হলে তিনি বমি করতে শুরু করেন। যাত্রীর অবস্থা শোচনীয় দেখে পাইলট উড়োজাহাজ ঘুরিয়ে মুম্বাইয়ের দিকে রওনা হন এবং মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে মানবিক অবতরণের অনুমতি চান।
মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোল একপর্যায়ে রোগীর নাম ও জাতীয়তা জানতে চান। বাংলাদেশি মুসলিম পরিচয় জানার পর তাঁরা বিমানটিকে নামতে দিতে অস্বীকার করলে স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তবে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস বলছে, ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইটটিকে একজন অসুস্থ বাংলাদেশি যাত্রীকে নিয়ে মুম্বাইতে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। সে অনুসারে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার জন্য চিকিৎসক দলও প্রস্তুত রাখা হয়েছিল মুম্বাই এয়ারপোর্টে। বিমানটিও জরুরি অবতরণের জন্য ফুয়েল ডাম্পিং শুরু করেছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি বিমানটি পরে কোম্পানির নীতি উল্লেখ করে জানায়, তারা মুম্বাইয়ে অবতরণ করবে না। বরং বিমানটি গতিমুখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। পরে যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফ্লাইটটি করাচিতে জরুরি অবতরণে বাধ্য হয়। করাচিতে চিকিৎসা নেওয়ার পর সেই বাংলাদেশি যাত্রীকে নিয়ে রিয়াদের উদ্দেশে ফের যাত্রা করে ফ্লাইটটি।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৩ মিনিট আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
১ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
২ ঘণ্টা আগে
রাশিয়ার টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো বিপর্যস্ত। তবে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটের মধ্যেও জীবন থেমে থাকেনি দেশটির মানুষের। বরং অন্ধকার, শীত আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে তারা নতুন নতুন উপায়ে টিকে থাকার পথ খুঁজে নিচ্ছে।
৩ ঘণ্টা আগে