
ঢাকা: সাত লাখ রুপির অ্যাম্বুলেন্স ২১ লাখ রুপি দিয়ে কিনে ব্যবহার করছে না ভারতের বিহার রাজ্য সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পর গত বছর বিহারের সিওয়ান জেলায় সাতটি অ্যাম্বুলেন্স কেনা হয়। প্রত্যেকটি অ্যাম্বুলেন্সের দাম সাত লাখ রুপি হলেও দাম দেখানো হয়েছে ২১ লাখ রুপি করে। ভারতে সরকারের জন্য পাঁচ লাখ রুপির বেশি দামে কোনো জিনিস ক্রয় করতে গেলে গভর্নমেন্ট ই মার্কেটপ্লেসে ক্রয় করতে হয়। এই অ্যাম্বুলেন্সগুলোর ক্ষেত্রে সেই প্রক্রিয়াও মানা হয়নি।
সাতটি অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে পাঁচটি আবার বিহারের মুখ্যমন্ত্রী আঞ্চলিক উন্নয়ন ফান্ড থেকে কেনা হয়েছে।
জানা গেছে, ভেন্টিলেটর, সিট বিভাজন এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জামের মতো বিভিন্ন আপগ্রেডেশনের পরে অ্যাম্বুলেন্সের দাম বেড়েছে। তবে ওই যন্ত্রপাতিগুলো টেন্ডার ডেকে উচ্চমূল্যে কেনা হয়েছে।
এ নিয়ে সিওয়ান জেলার ম্যাজিস্ট্রেট অমিত পাণ্ডে বলেন, এই ঘটনার তদন্ত করা হচ্ছে।
ভিডিওতে দেখা গেছে, অ্যাম্বুলেন্সগুলোতে কোনো আঘাতের চিহ্ন নেই। সেগুলো সাংসদ এবং বিধায়কের নাম লেখে পার্কিং করে রাখা হয়েছে।
বিহারের সাবেক মন্ত্রী বিক্রম কুনওয়ার এটি তদন্ত করার জন্য আহ্বান জানিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারকে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে বেশি দাম কীভাবে রাখা হয়েছে তা নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন বিক্রম কুনওয়ার।
বিক্রম কুনওয়ার চিঠিতে বলেন, ভারতের ই-কমার্স কোম্পানি ইন্ডিয়া মার্টে একটি ভেন্টিলেটরের দাম ৬০ হাজার রুপি। সেখানে বিহারের ওই অ্যাম্বুলেন্সগুলোর জন্য একটি ভেন্টিলেটর ৩ লাখ ৪১ হাজার রুপি করে কেনা হয়েছে। এ ছাড়া মেডিকেল যন্ত্রপাতির দাম ৩১ হাজার রুপি হলেও সেগুলো ১ লাখ ১৮ হাজার রুপিতে কেনা হয়েছে।
গত বছর করোনা সংকটে বিহারে অ্যাম্বুলেন্স সংকট দেখা গিয়েছিল। এরপরেও এই অ্যাম্বুলেন্সগুলো ফেলে রাখা স্থানীয় প্রশাসনকে প্রশ্নের মুখে ফেলেছে। এ নিয়ে সেখানে রাজনৈতিক কোন্দল দেখা দিয়েছে।

ঢাকা: সাত লাখ রুপির অ্যাম্বুলেন্স ২১ লাখ রুপি দিয়ে কিনে ব্যবহার করছে না ভারতের বিহার রাজ্য সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পর গত বছর বিহারের সিওয়ান জেলায় সাতটি অ্যাম্বুলেন্স কেনা হয়। প্রত্যেকটি অ্যাম্বুলেন্সের দাম সাত লাখ রুপি হলেও দাম দেখানো হয়েছে ২১ লাখ রুপি করে। ভারতে সরকারের জন্য পাঁচ লাখ রুপির বেশি দামে কোনো জিনিস ক্রয় করতে গেলে গভর্নমেন্ট ই মার্কেটপ্লেসে ক্রয় করতে হয়। এই অ্যাম্বুলেন্সগুলোর ক্ষেত্রে সেই প্রক্রিয়াও মানা হয়নি।
সাতটি অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে পাঁচটি আবার বিহারের মুখ্যমন্ত্রী আঞ্চলিক উন্নয়ন ফান্ড থেকে কেনা হয়েছে।
জানা গেছে, ভেন্টিলেটর, সিট বিভাজন এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জামের মতো বিভিন্ন আপগ্রেডেশনের পরে অ্যাম্বুলেন্সের দাম বেড়েছে। তবে ওই যন্ত্রপাতিগুলো টেন্ডার ডেকে উচ্চমূল্যে কেনা হয়েছে।
এ নিয়ে সিওয়ান জেলার ম্যাজিস্ট্রেট অমিত পাণ্ডে বলেন, এই ঘটনার তদন্ত করা হচ্ছে।
ভিডিওতে দেখা গেছে, অ্যাম্বুলেন্সগুলোতে কোনো আঘাতের চিহ্ন নেই। সেগুলো সাংসদ এবং বিধায়কের নাম লেখে পার্কিং করে রাখা হয়েছে।
বিহারের সাবেক মন্ত্রী বিক্রম কুনওয়ার এটি তদন্ত করার জন্য আহ্বান জানিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারকে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে বেশি দাম কীভাবে রাখা হয়েছে তা নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন বিক্রম কুনওয়ার।
বিক্রম কুনওয়ার চিঠিতে বলেন, ভারতের ই-কমার্স কোম্পানি ইন্ডিয়া মার্টে একটি ভেন্টিলেটরের দাম ৬০ হাজার রুপি। সেখানে বিহারের ওই অ্যাম্বুলেন্সগুলোর জন্য একটি ভেন্টিলেটর ৩ লাখ ৪১ হাজার রুপি করে কেনা হয়েছে। এ ছাড়া মেডিকেল যন্ত্রপাতির দাম ৩১ হাজার রুপি হলেও সেগুলো ১ লাখ ১৮ হাজার রুপিতে কেনা হয়েছে।
গত বছর করোনা সংকটে বিহারে অ্যাম্বুলেন্স সংকট দেখা গিয়েছিল। এরপরেও এই অ্যাম্বুলেন্সগুলো ফেলে রাখা স্থানীয় প্রশাসনকে প্রশ্নের মুখে ফেলেছে। এ নিয়ে সেখানে রাজনৈতিক কোন্দল দেখা দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৩৫ মিনিট আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছেন, তা তিনি ‘শতভাগ’ বাস্তবায়ন করবেন। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে ইউরোপীয় মিত্ররা একযোগে অবস্থান নিয়েছে।
১ ঘণ্টা আগে