
ভারতের গুজরাটে একটি যাত্রীবাহী বাস ও একটি এসইউভি গাড়ির (একধরনের স্পোর্টস কার) মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৯ জন। আজ শনিবার ভোরে গুজরাটের নবসারি জেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
নবসারির পুলিশ সুপার ঋশিকেশ উপাধ্যায় বলেছেন, ‘সুরাটের একটি অনুষ্ঠান থেকে একটি যাত্রীবাহী বাস নবসারি মহাসড়কের ৪৮ নম্বর রোড ধরে ভালসাদের দিকে যাচ্ছিল। পথের মধ্যে বাসটির চালকের হঠাৎ হার্ট অ্যাটাক হলে তিনি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন বাসটি বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ফরচুনার গাড়িতে গিয়ে ধাক্কা দেয়। এতে গাড়ির মধ্যে থাকা আটজন যাত্রী নিহত হন। অন্যদিকে বাসের মধ্যে থাকা ২৯ যাত্রী আহত হন। এদের মধ্যে ১১ জনকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত বাসচালককে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা গেছেন।’
এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করেছেন। এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেছেন, ‘নবসারিতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির জন্য আমি ব্যথিত। আমি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর তহবিল থেকে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি দেওয়া হবে।’
পুলিশ সুপার বলেছেন, এসইউভি গাড়ির যাত্রীরা গুজরাটের অঙ্কলেশ্বরের বাসিন্দা বলে জানা গেছে। তারা ভালসাদ থেকে ফিরছিল।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক টুইটার পোস্টে তিনি লিখেছেন, ‘নবসারির দুর্ঘটনাটি হৃদয়বিদারক। এ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাই। ঈশ্বর তাঁদের শোক সইবার শক্তি দিন। স্থানীয় প্রশাসন আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছে।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ক্রেন দিয়ে বাসটিকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ভারতের গুজরাটে একটি যাত্রীবাহী বাস ও একটি এসইউভি গাড়ির (একধরনের স্পোর্টস কার) মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৯ জন। আজ শনিবার ভোরে গুজরাটের নবসারি জেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
নবসারির পুলিশ সুপার ঋশিকেশ উপাধ্যায় বলেছেন, ‘সুরাটের একটি অনুষ্ঠান থেকে একটি যাত্রীবাহী বাস নবসারি মহাসড়কের ৪৮ নম্বর রোড ধরে ভালসাদের দিকে যাচ্ছিল। পথের মধ্যে বাসটির চালকের হঠাৎ হার্ট অ্যাটাক হলে তিনি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন বাসটি বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ফরচুনার গাড়িতে গিয়ে ধাক্কা দেয়। এতে গাড়ির মধ্যে থাকা আটজন যাত্রী নিহত হন। অন্যদিকে বাসের মধ্যে থাকা ২৯ যাত্রী আহত হন। এদের মধ্যে ১১ জনকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত বাসচালককে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা গেছেন।’
এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করেছেন। এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেছেন, ‘নবসারিতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির জন্য আমি ব্যথিত। আমি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর তহবিল থেকে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি দেওয়া হবে।’
পুলিশ সুপার বলেছেন, এসইউভি গাড়ির যাত্রীরা গুজরাটের অঙ্কলেশ্বরের বাসিন্দা বলে জানা গেছে। তারা ভালসাদ থেকে ফিরছিল।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক টুইটার পোস্টে তিনি লিখেছেন, ‘নবসারির দুর্ঘটনাটি হৃদয়বিদারক। এ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাই। ঈশ্বর তাঁদের শোক সইবার শক্তি দিন। স্থানীয় প্রশাসন আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছে।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ক্রেন দিয়ে বাসটিকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
১ ঘণ্টা আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছেন, তা তিনি ‘শতভাগ’ বাস্তবায়ন করবেন। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে ইউরোপীয় মিত্ররা একযোগে অবস্থান নিয়েছে।
২ ঘণ্টা আগে