
কোভিড পরিস্থিতি মোকাবিলায় ভারত বিদেশী প্রায় সব ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার চিন্তাভাবনা করছে। সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে দেশের সব মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনতে এমন উদ্যোগের কথাই ভাবছে কেন্দ্র সরকার।
রাশিয়ার তৈরি কোভিড ভ্যাকসিন স্পুটনিক–৫ এরই মধ্যে ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলের কার্যালয়ের অনুমোদন পেয়েছে। এই ভ্যাকসিন সম্ভবত চলতি মাসের শেষনাগাদ ভারতে পাওয়া যাবে।
ভারতে আরও পাঁচটি ভ্যাকসিন অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। এই তালিকায় রয়েছে– জনসন এবং জনসন, জাইডাস ক্যাডিলা, নোভাভ্যাক্স এবং ভারত বায়োটেকের নাকে স্প্রে করা যাবে এমন একটি ভ্যাকসিন।
এদিকে গত সপ্তাহ থেকেই বেশ কয়েকটি রাজ্যে ভ্যাকসিনের মজুদ কমে যাওয়ার কথা বলা হচ্ছে। এই তালিকায় রয়েছে কোভিডে সবচেয়ে নাজুক অবস্থায় থাকা মহারাষ্ট্র রাজ্য। পাঞ্জাব, দিল্লি, তেলেঙ্গানা এবং রাজস্থানেও একই অবস্থা।
এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, টিকা দেওয়ার ক্ষেত্রে কোনও রাজনৈতিক ইস্যু আনা উচিৎ নয়। তিনি আরও বলেন, আমি আগেই বলেছিলাম যে আক্রান্তের সংখ্যা বেশি হলেও এটি নিয়ে চিন্তার কারণ নেই। আমাদের নিয়ন্ত্রণ যদি ঠিক থাকে তাহলে এনিয়ে কোনোও চাপের কারণ তিনি দেখছেন না।
ভারত ১ জানুয়ারি থেকে বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচি শুরু করে। এখন পর্যন্ত ১০ কোটিরও বেশি ডোজ টিকা পেয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৬১ হাজার ৭৩৬ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এটি গতকালের তুলনায় কিছুটা কম।
২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮৭৯ জন। এ নিয়ে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৫৮ জনে দাঁড়িয়েছে।

কোভিড পরিস্থিতি মোকাবিলায় ভারত বিদেশী প্রায় সব ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার চিন্তাভাবনা করছে। সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে দেশের সব মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনতে এমন উদ্যোগের কথাই ভাবছে কেন্দ্র সরকার।
রাশিয়ার তৈরি কোভিড ভ্যাকসিন স্পুটনিক–৫ এরই মধ্যে ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলের কার্যালয়ের অনুমোদন পেয়েছে। এই ভ্যাকসিন সম্ভবত চলতি মাসের শেষনাগাদ ভারতে পাওয়া যাবে।
ভারতে আরও পাঁচটি ভ্যাকসিন অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। এই তালিকায় রয়েছে– জনসন এবং জনসন, জাইডাস ক্যাডিলা, নোভাভ্যাক্স এবং ভারত বায়োটেকের নাকে স্প্রে করা যাবে এমন একটি ভ্যাকসিন।
এদিকে গত সপ্তাহ থেকেই বেশ কয়েকটি রাজ্যে ভ্যাকসিনের মজুদ কমে যাওয়ার কথা বলা হচ্ছে। এই তালিকায় রয়েছে কোভিডে সবচেয়ে নাজুক অবস্থায় থাকা মহারাষ্ট্র রাজ্য। পাঞ্জাব, দিল্লি, তেলেঙ্গানা এবং রাজস্থানেও একই অবস্থা।
এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, টিকা দেওয়ার ক্ষেত্রে কোনও রাজনৈতিক ইস্যু আনা উচিৎ নয়। তিনি আরও বলেন, আমি আগেই বলেছিলাম যে আক্রান্তের সংখ্যা বেশি হলেও এটি নিয়ে চিন্তার কারণ নেই। আমাদের নিয়ন্ত্রণ যদি ঠিক থাকে তাহলে এনিয়ে কোনোও চাপের কারণ তিনি দেখছেন না।
ভারত ১ জানুয়ারি থেকে বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচি শুরু করে। এখন পর্যন্ত ১০ কোটিরও বেশি ডোজ টিকা পেয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৬১ হাজার ৭৩৬ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এটি গতকালের তুলনায় কিছুটা কম।
২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮৭৯ জন। এ নিয়ে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৫৮ জনে দাঁড়িয়েছে।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
২ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৫ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৬ ঘণ্টা আগে