
বেঙ্গালুরুর সিদ্ধগঙ্গা মঠের বিখ্যাত লিঙ্গায়েত সন্ন্যাসী শিবকুমার স্বামীর মূর্তি বিকৃত করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আটকের পর অভিযুক্তের দাবি, যিশুখ্রিষ্টের আদেশ পেয়ে এ কাজ করেছেন তিনি।
গত ৩০ নভেম্বর রাত দেড়টার দিকে বেঙ্গালুরুর বীরভদ্র নগরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ৩৭ বছর বয়সী শ্রীকৃষ্ণ পেশায় ডেলিভারি কর্মী।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শ্রীকৃষ্ণ মূর্তির মুখের কিছু অংশ নষ্ট করে চলে যান। পরদিন সকালে স্থানীয়রা মূর্তির মুখটি বিকৃত অবস্থায় দেখতে পান।
ভাঙা মূর্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় শুরু হয়। স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পুলিশ শ্রীকৃষ্ণকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে তাঁকে বিচারিক হেফাজতে পাঠান আদালত।
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, তিনি যিশুখ্রিষ্টের পরম ভক্ত। স্বপ্নে যিশুখ্রিষ্ট তাঁকে লিঙ্গায়েত ধর্মগুরুর মূর্তি ভাঙতে অনুপ্রাণিত করেছিলেন।
শ্রীকৃষ্ণের বক্তব্যকে ‘অযৌক্তিক ও নিন্দনীয়’ বলে অভিহিত করে বেঙ্গালুরুর আর্চবিশপ ড. পিটার মাচাডো সাম্প্রদায়িক উত্তেজনার ফাঁদে না পড়ার আহ্বান জানান।
তিনি বলেন, এ ধরনের বক্তব্য শুধু সাম্প্রদায়িক উত্তেজনা ও অসন্তোষ ছড়ানোর জন্য। সন্ন্যাসী শিবকুমার স্বামীর মতো শান্তি, করুণা ও ধর্মনিরপেক্ষতার প্রতীককে অসম্মান করা অগ্রহণযোগ্য।
ভারতে চলমান হিন্দু-মুসলিম উত্তেজনার উত্তাপ বাড়াতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযুক্ত এ কাজ করেছেন, নাকি তাঁর মানসিক সমস্যা রয়েছে—এটি যাচাই করতে মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লিঙ্গায়েত সম্প্রদায়ের সন্ন্যাসী শিবকুমার স্বামীকে বলা হতো ‘সাক্ষাৎ দেবতা’। গরিবদের খাবার বিতরণে এবং শিক্ষার সুযোগ করে দেওয়াসহ নানা জনহিতকর কাজের জন্য পরিচিত ছিলেন। ২০১৯ সালে ১১১ বছর বয়সে মারা যান তিনি।

বেঙ্গালুরুর সিদ্ধগঙ্গা মঠের বিখ্যাত লিঙ্গায়েত সন্ন্যাসী শিবকুমার স্বামীর মূর্তি বিকৃত করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আটকের পর অভিযুক্তের দাবি, যিশুখ্রিষ্টের আদেশ পেয়ে এ কাজ করেছেন তিনি।
গত ৩০ নভেম্বর রাত দেড়টার দিকে বেঙ্গালুরুর বীরভদ্র নগরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ৩৭ বছর বয়সী শ্রীকৃষ্ণ পেশায় ডেলিভারি কর্মী।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শ্রীকৃষ্ণ মূর্তির মুখের কিছু অংশ নষ্ট করে চলে যান। পরদিন সকালে স্থানীয়রা মূর্তির মুখটি বিকৃত অবস্থায় দেখতে পান।
ভাঙা মূর্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় শুরু হয়। স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পুলিশ শ্রীকৃষ্ণকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে তাঁকে বিচারিক হেফাজতে পাঠান আদালত।
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, তিনি যিশুখ্রিষ্টের পরম ভক্ত। স্বপ্নে যিশুখ্রিষ্ট তাঁকে লিঙ্গায়েত ধর্মগুরুর মূর্তি ভাঙতে অনুপ্রাণিত করেছিলেন।
শ্রীকৃষ্ণের বক্তব্যকে ‘অযৌক্তিক ও নিন্দনীয়’ বলে অভিহিত করে বেঙ্গালুরুর আর্চবিশপ ড. পিটার মাচাডো সাম্প্রদায়িক উত্তেজনার ফাঁদে না পড়ার আহ্বান জানান।
তিনি বলেন, এ ধরনের বক্তব্য শুধু সাম্প্রদায়িক উত্তেজনা ও অসন্তোষ ছড়ানোর জন্য। সন্ন্যাসী শিবকুমার স্বামীর মতো শান্তি, করুণা ও ধর্মনিরপেক্ষতার প্রতীককে অসম্মান করা অগ্রহণযোগ্য।
ভারতে চলমান হিন্দু-মুসলিম উত্তেজনার উত্তাপ বাড়াতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযুক্ত এ কাজ করেছেন, নাকি তাঁর মানসিক সমস্যা রয়েছে—এটি যাচাই করতে মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লিঙ্গায়েত সম্প্রদায়ের সন্ন্যাসী শিবকুমার স্বামীকে বলা হতো ‘সাক্ষাৎ দেবতা’। গরিবদের খাবার বিতরণে এবং শিক্ষার সুযোগ করে দেওয়াসহ নানা জনহিতকর কাজের জন্য পরিচিত ছিলেন। ২০১৯ সালে ১১১ বছর বয়সে মারা যান তিনি।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৮ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৯ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
১১ ঘণ্টা আগে