প্রতিনিধি, কলকাতা

ভারতের আসাম ও মিজোরাম সীমান্ত সংঘর্ষে ৬ পুলিশ কর্মী-সহ ৭ জনের মৃত্যুর পরও এলাকায় উত্তেজনা কমেনি। পরিস্থিতি সামাল দিতে নিয়োগ করা হয়েছে ভারতের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী।
গত সোমবার ভারতের আসাম ও মিজোরাম রাজ্যের পুলিশ কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে আজ বুধবারও উত্তেজনা ছিল তুঙ্গে। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গার অভিযোগ, রাজ্যের মানুষকে ভাতে মারার চেষ্টা করছে আসাম।
পাহাড়ি রাজ্য মিজোরাম ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আসামের ওপর নির্ভরশীল। আসামের সাধারণ মানুষ সড়ক ও রেল পথ অবরোধ করায় নিত্য প্রয়োজনীয় জিনিষের অভাব দেখা দিয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার অভিযোগ, সীমান্তে হিংসার জন্য মাদক ও গরুব পাচারকারীরাই দায়ী। সেইসঙ্গে থেকে তিনি মিয়ানমার থেকে আসা শরণার্থীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দুই রাজ্যের পুলিশ ও প্রশাসনের কর্তাদের নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছে। দুই রাজ্যকেই স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সীমান্তে।
এদিকে, কংগ্রেস এই ঘটনার পিছনে চীনের যোগ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। কারণ গত বছর মিজোরামে নাগরিকত্ব সংশোধন আইন বিরোধী মিছিলে বিক্ষোভকারীরা শ্লোগান তোলেন, বাই বাই ইন্ডিয়া, হ্যালো চায়না!
কংগ্রেস নেতা পার্থরঞ্জন চক্রবর্তীর অভিযোগ, 'আসাম ও কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কারণেই সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। মানুষের চাহিদা পূরণে ব্যর্থ বিজেপি মানুষের নজর ঘোরাতেই উত্তেজনার সৃষ্টি করছে'।
আসামের নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতির কো-চেয়ারম্যান সাধন পুরকায়স্থের অভিযোগ, 'বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার বাঙালিদের নিরাপত্তা নেই আসামে। মিজোরা এসে নিরীহ বাঙালিদের ওপর অত্যাচার চালাচ্ছে'।
এদিকে, মিজোরামের এমপি ভানলালভেনা দিল্লিতে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন, 'ওদের ভাগ্য ভালো, বাকিরা প্রাণে বেঁচে গিয়েছে। ফের এলে কাউকে বেঁচে ফিরতে দেবোনা।' ফলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
আসাম পুলিশের ডিজি জিপি সিং জানিয়েছেন, তাঁরা এমপির বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। রাজ্য পুলিশের একটি দল দিল্লি গিয়েছে। এমপি-র বক্তব্য ষরযন্ত্রমূলক কিনা সেটা তাঁরা তদন্ত করে দেখবেন।
এছাড়াও আসাম পুলিশের তরফে সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছে ভিডিও ফুটেজ চাওয়া হয়েছে। মিজো পুলিশ-সহ ঘাতকদের খুঁজে বার করতে চান আসাম পুলিশের কর্তারা। ভিডিও ফুটেজের জন্য ৫ লাখ রুপি পুরস্কারও ঘোষিত হয়েছে।

ভারতের আসাম ও মিজোরাম সীমান্ত সংঘর্ষে ৬ পুলিশ কর্মী-সহ ৭ জনের মৃত্যুর পরও এলাকায় উত্তেজনা কমেনি। পরিস্থিতি সামাল দিতে নিয়োগ করা হয়েছে ভারতের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী।
গত সোমবার ভারতের আসাম ও মিজোরাম রাজ্যের পুলিশ কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে আজ বুধবারও উত্তেজনা ছিল তুঙ্গে। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গার অভিযোগ, রাজ্যের মানুষকে ভাতে মারার চেষ্টা করছে আসাম।
পাহাড়ি রাজ্য মিজোরাম ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আসামের ওপর নির্ভরশীল। আসামের সাধারণ মানুষ সড়ক ও রেল পথ অবরোধ করায় নিত্য প্রয়োজনীয় জিনিষের অভাব দেখা দিয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার অভিযোগ, সীমান্তে হিংসার জন্য মাদক ও গরুব পাচারকারীরাই দায়ী। সেইসঙ্গে থেকে তিনি মিয়ানমার থেকে আসা শরণার্থীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দুই রাজ্যের পুলিশ ও প্রশাসনের কর্তাদের নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছে। দুই রাজ্যকেই স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সীমান্তে।
এদিকে, কংগ্রেস এই ঘটনার পিছনে চীনের যোগ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। কারণ গত বছর মিজোরামে নাগরিকত্ব সংশোধন আইন বিরোধী মিছিলে বিক্ষোভকারীরা শ্লোগান তোলেন, বাই বাই ইন্ডিয়া, হ্যালো চায়না!
কংগ্রেস নেতা পার্থরঞ্জন চক্রবর্তীর অভিযোগ, 'আসাম ও কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কারণেই সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। মানুষের চাহিদা পূরণে ব্যর্থ বিজেপি মানুষের নজর ঘোরাতেই উত্তেজনার সৃষ্টি করছে'।
আসামের নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতির কো-চেয়ারম্যান সাধন পুরকায়স্থের অভিযোগ, 'বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার বাঙালিদের নিরাপত্তা নেই আসামে। মিজোরা এসে নিরীহ বাঙালিদের ওপর অত্যাচার চালাচ্ছে'।
এদিকে, মিজোরামের এমপি ভানলালভেনা দিল্লিতে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন, 'ওদের ভাগ্য ভালো, বাকিরা প্রাণে বেঁচে গিয়েছে। ফের এলে কাউকে বেঁচে ফিরতে দেবোনা।' ফলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
আসাম পুলিশের ডিজি জিপি সিং জানিয়েছেন, তাঁরা এমপির বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। রাজ্য পুলিশের একটি দল দিল্লি গিয়েছে। এমপি-র বক্তব্য ষরযন্ত্রমূলক কিনা সেটা তাঁরা তদন্ত করে দেখবেন।
এছাড়াও আসাম পুলিশের তরফে সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছে ভিডিও ফুটেজ চাওয়া হয়েছে। মিজো পুলিশ-সহ ঘাতকদের খুঁজে বার করতে চান আসাম পুলিশের কর্তারা। ভিডিও ফুটেজের জন্য ৫ লাখ রুপি পুরস্কারও ঘোষিত হয়েছে।

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
২৩ মিনিট আগে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৬ ঘণ্টা আগে