অনলাইন ডেস্ক
ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলার তিনটি গ্রামে হঠাৎ রহস্যজনকভাবে বেশ কিছু বাসিন্দার চুল পড়ে টাক হওয়ার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এই ঘটনা মহারাষ্ট্রজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশকের কারণে পানি দূষিত হয়ে এই সমস্যা দেখা দিয়েছে। সমস্যার সঠিক কারণ নির্ণয়ের জন্য কর্মকর্তারা ইতিমধ্যে ওই এলাকায় পানির নমুনা এবং আক্রান্ত গ্রামবাসীদের চুল ও ত্বকের নমুনা সংগ্রহ করেছেন।
বুলধানা জেলার শেগাঁও শহরের বোরগাঁও, কালওয়াদ ও হিঙ্গনা— এই তিনটি গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে পুরুষ ও মহিলা উভয়েরই চুল পড়ছে। চুল পড়া শুরু হওয়ার পর এক সপ্তাহের মধ্যে অনেক ব্যক্তি টাক হয়ে গেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একজন প্রতিনিধি সরেজমিনে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। স্থানীয় বাসিন্দারা দেখিয়েছেন, টান দিলেই তাঁদের মাথার চুল উঠে আসছে। অনেকের মাথায় আগে থেকে অল্প চুল ছিল। তাদের ক্ষেত্রে দেখা গেছে, গত এক সপ্তাহের মধ্যে মাথার সব চুল পড়ে টাক হওয়ার উপক্রম হয়েছে।
এই ঘটনার পর বুলধানা জেলার তিনটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলার স্বাস্থ্য কর্মকর্তারা ইতিমধ্যে গ্রাম তিনটি পরিদর্শন করেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, তিন গ্রাম মিলে প্রায় ৫০ জন এই সমস্যায় ভুগছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চিকিৎসকেরা মনে করছেন, দূষিত পানির কারণে চুল পড়ার সমস্যা হতে পারে অথবা অন্য কোনো স্বাস্থ্য সমস্যার কারণেও এটি ঘটতে পারে। ভুক্তভোগীদের ত্বক ও চুলের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।
পরিদর্শনকারী স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে ছিলেন শেগাঁওয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দীপালি রাহেকর। তিনি বলেন, ‘দূষিত পানির কারণে এমনটা হতে পারে। আমরা নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষা করলেই জানা যাবে কী কারণে এমনটা হচ্ছে।’
ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলার তিনটি গ্রামে হঠাৎ রহস্যজনকভাবে বেশ কিছু বাসিন্দার চুল পড়ে টাক হওয়ার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এই ঘটনা মহারাষ্ট্রজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশকের কারণে পানি দূষিত হয়ে এই সমস্যা দেখা দিয়েছে। সমস্যার সঠিক কারণ নির্ণয়ের জন্য কর্মকর্তারা ইতিমধ্যে ওই এলাকায় পানির নমুনা এবং আক্রান্ত গ্রামবাসীদের চুল ও ত্বকের নমুনা সংগ্রহ করেছেন।
বুলধানা জেলার শেগাঁও শহরের বোরগাঁও, কালওয়াদ ও হিঙ্গনা— এই তিনটি গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে পুরুষ ও মহিলা উভয়েরই চুল পড়ছে। চুল পড়া শুরু হওয়ার পর এক সপ্তাহের মধ্যে অনেক ব্যক্তি টাক হয়ে গেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একজন প্রতিনিধি সরেজমিনে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। স্থানীয় বাসিন্দারা দেখিয়েছেন, টান দিলেই তাঁদের মাথার চুল উঠে আসছে। অনেকের মাথায় আগে থেকে অল্প চুল ছিল। তাদের ক্ষেত্রে দেখা গেছে, গত এক সপ্তাহের মধ্যে মাথার সব চুল পড়ে টাক হওয়ার উপক্রম হয়েছে।
এই ঘটনার পর বুলধানা জেলার তিনটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলার স্বাস্থ্য কর্মকর্তারা ইতিমধ্যে গ্রাম তিনটি পরিদর্শন করেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, তিন গ্রাম মিলে প্রায় ৫০ জন এই সমস্যায় ভুগছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চিকিৎসকেরা মনে করছেন, দূষিত পানির কারণে চুল পড়ার সমস্যা হতে পারে অথবা অন্য কোনো স্বাস্থ্য সমস্যার কারণেও এটি ঘটতে পারে। ভুক্তভোগীদের ত্বক ও চুলের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।
পরিদর্শনকারী স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে ছিলেন শেগাঁওয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দীপালি রাহেকর। তিনি বলেন, ‘দূষিত পানির কারণে এমনটা হতে পারে। আমরা নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষা করলেই জানা যাবে কী কারণে এমনটা হচ্ছে।’
চতুর্থবারের মতো দিল্লির শাসনক্ষমতায় বসতে চাইছে, অন্যদিকে বিজেপি দিল্লিতে নতুন এক শুরুর প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে। অন্যদিকে কংগ্রেস তাঁর ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য লড়াই করছে। এর মধ্যে এই নির্বাচনের ফল নিয়ে চাণক্য স্ট্রাটেজিস পূর্বাভাসে বলা হয়, আপ ২৫-২৮টি আসন পাবে, বিজেপি পাবে ৩৯-৪৪টি আসন এবং কংগ্রেস ৩টি
১১ মিনিট আগেসর্বশেষ ৩২ বছর আগে ১৯৯৩ সালে দিল্লির বিধানসভা ভোটে জয়ের মুখ দেখেছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ শনিবার দুপুর ১টায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ভোট গণনা সরাসরি সম্প্রচার থেকে দেখা যায়, দিল্লির মসনদে বসার লড়াইয়ে পাল্লা ভারী বিজেপির। ৭০ আসনের মধ্যে বিজেপি ৪৮টি আসনে এগিয়ে আছে এবং আম আদমি পার্টি (আপ)
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ইলন মাস্কের ক্ষমতা বৃদ্ধি নিয়ে বিতর্কের মধ্যেই টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক প্রচ্ছদ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ম্যাগাজিনের প্রচ্ছদে ইলন মাস্ককে হোয়াইট হাউসের রেজলুট ডেস্কের পেছনে বসানো হয়েছে। এই প্রচ্ছদ ট্রাম্পকে ক্ষুব্ধ করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডির ২ হাজার ২০০ কর্মীকে সবেতনে ছুটিতে পাঠানোর যে পরিকল্পনা করেছিলেন, তা কার্যকর হওয়ার কিছু ঘণ্টা আগে স্থগিত করে দিয়েছেন এক বিচারক। গতকাল শুক্রবার বিচারক কার্ল নিকোলস এই পরিকল্পনার ওপর সাময়িক বিরতির আদেশ দেন। আজ শনিবার বিবিসি
৩ ঘণ্টা আগে