
নির্বাচনী প্রচারণা চালানোর সময় ভারতের তেলেঙ্গানা রাজ্যের সংসদ সদস্য কোঠা প্রভাকর রেড্ডিকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। সোমবার প্রভাকর প্রচারণার জন্য এক ধর্মযাজকের বাড়ির দিকে অগ্রসর হওয়ার সময় তাঁর ওপর এ হামলা হয়।
তেলেঙ্গানার সিদ্দিপেট জেলায় এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ঘটনার সময় অজ্ঞাত এক ব্যক্তি প্রভাকরের দিকে এগিয়ে এলে প্রথমে ধারণা করা হয় তিনি হাত মেলাতে চাইছেন। কিন্তু হঠাৎ করেই তিনি ছুরি বের করেন এবং প্রভাকরের পেটে আঘাত করেন। নির্বাচনী প্রচারাভিযানে উপস্থিত বিআরএস কর্মীরা হামলাকারীকে তৎক্ষণাৎ ধরে ফেলে এবং মারধর করে।
সিদ্দিপেটের পুলিশ কমিশনার এন শ্বেতা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘হামলাকারীকে আটক করা হয়েছে। আমরা তাকে নিয়ে তদন্ত করছি।’
আহত সংসদ সদস্যকে গাজওয়েল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
প্রভাকরকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। এ হামলা বিআরএস প্রার্থীর ওপর নয় বরং আমার ওপর চালানো হয়েছে। তারা যদি এটা বন্ধ না করে আর নিজেকে নিয়ন্ত্রণ না করে আমরাও এ ধরনের সহিংসতা চালাতে পারি। তখন কেউ রক্ষা পাবে না।’
তেলেঙ্গানার মন্ত্রী টি হরিশ রাও বলেন, ‘এ ধরনের হামলা অগ্রহণযোগ্য। এ ধরনের কাপুরুষের মতো হামলা না চালিয়ে, তাদের উচিত গণতান্ত্রিকভাবে লড়াই করা।’
আগামী ৩০ নভেম্বর আসন্ন নির্বাচনের জন্য বিআরএসের দুব্বাকা সংসদীয় আসনের প্রার্থী মনোনীত হয়েছেন প্রভাকর। তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আসন ছেড়ে দেওয়ার পর তিনি ২০১৪ সালে সংসদ সদস্য হন।

নির্বাচনী প্রচারণা চালানোর সময় ভারতের তেলেঙ্গানা রাজ্যের সংসদ সদস্য কোঠা প্রভাকর রেড্ডিকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। সোমবার প্রভাকর প্রচারণার জন্য এক ধর্মযাজকের বাড়ির দিকে অগ্রসর হওয়ার সময় তাঁর ওপর এ হামলা হয়।
তেলেঙ্গানার সিদ্দিপেট জেলায় এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ঘটনার সময় অজ্ঞাত এক ব্যক্তি প্রভাকরের দিকে এগিয়ে এলে প্রথমে ধারণা করা হয় তিনি হাত মেলাতে চাইছেন। কিন্তু হঠাৎ করেই তিনি ছুরি বের করেন এবং প্রভাকরের পেটে আঘাত করেন। নির্বাচনী প্রচারাভিযানে উপস্থিত বিআরএস কর্মীরা হামলাকারীকে তৎক্ষণাৎ ধরে ফেলে এবং মারধর করে।
সিদ্দিপেটের পুলিশ কমিশনার এন শ্বেতা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘হামলাকারীকে আটক করা হয়েছে। আমরা তাকে নিয়ে তদন্ত করছি।’
আহত সংসদ সদস্যকে গাজওয়েল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
প্রভাকরকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। এ হামলা বিআরএস প্রার্থীর ওপর নয় বরং আমার ওপর চালানো হয়েছে। তারা যদি এটা বন্ধ না করে আর নিজেকে নিয়ন্ত্রণ না করে আমরাও এ ধরনের সহিংসতা চালাতে পারি। তখন কেউ রক্ষা পাবে না।’
তেলেঙ্গানার মন্ত্রী টি হরিশ রাও বলেন, ‘এ ধরনের হামলা অগ্রহণযোগ্য। এ ধরনের কাপুরুষের মতো হামলা না চালিয়ে, তাদের উচিত গণতান্ত্রিকভাবে লড়াই করা।’
আগামী ৩০ নভেম্বর আসন্ন নির্বাচনের জন্য বিআরএসের দুব্বাকা সংসদীয় আসনের প্রার্থী মনোনীত হয়েছেন প্রভাকর। তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আসন ছেড়ে দেওয়ার পর তিনি ২০১৪ সালে সংসদ সদস্য হন।

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
৪২ মিনিট আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
১ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
২ ঘণ্টা আগে