আজকের পত্রিকা ডেস্ক

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে একজন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। স্বামীর নিথর দেহের পাশে নির্বাক বসে থাকা স্ত্রী হিমাংশি নারওয়ালের ছবি অনেকের অশ্রু ঝরিয়েছে।
কিন্তু হিমাংশিই এখন ভারতে সামাজিকমাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন। তাঁর অপরাধ, তিনি হামলার পর প্রথমবার জনসমক্ষে এসে মুসলিম ও কাশ্মীরিদের প্রতি বিদ্বেষ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন!
এ নিয়ে অবশ্য তাঁর পাশে দাঁড়িয়েছে ভারতের জাতীয় নারী কমিশন। কমিশনের পক্ষ থেকে এক্স-এ পোস্ট করে বলা হয়েছে, ‘জম্মু ও কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে তাঁর ধর্ম জিজ্ঞাসা করে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় পুরো দেশ শোকাহত ও ক্ষুব্ধ। নিহত বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশি নারওয়ালকে একটি মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় যেভাবে কটাক্ষ করা হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক। কারও মতামতের বিরোধিতা করা যেতে পারে, তবে তারও একটা শালীনতা থাকা জরুরি। বিশেষ করে সাংবিধানিক সীমা মেনে চলাটা খুবই জরুরি।’
নারী কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকরও পৃথকভাবে এক্সে জানান, হিমাংশি নারওয়ালের বক্তব্য কারও অপছন্দ হতে পারে, কিন্তু তাই বলে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করা হবে, এটা মোটেও ঠিক নয়।
উল্লেখ্য, বিনয় ও হিমাংশি নারওয়াল কিছু দিন আগেই বিয়ে করেছিলেন। তাঁরা কাশ্মীরে মূলত মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। সেখানেই গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ বছর বয়সী ওই নৌ কর্মকর্তা। হামলায় আরও ২৫ জনের মৃত্যু হয়। যাদের মধ্যে ছিলেন এক নেপালি নাগরিকও।
এ ঘটনার পর সামাজিকমাধ্যমে কাশ্মীরি ও মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ব্যাপক হারে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এরই জেরে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান হিমাংশি। তিনি বলেন, ‘আমি শুধু চাই, গোটা দেশ ওর (বিনয়) জন্য প্রার্থনা করুক, যাতে ওর আত্মা শান্তি পায়। কাশ্মীরি ও মুসলিমদের বিরুদ্ধে যেভাবে ঘৃণা বাড়ছে, তা আমরা চাই না। শুধু শান্তি চাই।’
এই বক্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর উদ্দেশে শুরু হয় কটাক্ষ ও ব্যক্তিগত আক্রমণ। কেউ কেউ তাঁর ব্যক্তিজীবন নিয়েও কুরুচিকর মন্তব্য করতে শুরু করেন। কেউ কেউ আবার দাবি জানান, বিনয়ের পেনশন যেন তাঁর স্ত্রীকে না দেওয়া হয়। তবে নারী কমিশনের পাশাপাশি এই ট্রলিংয়ের বিরুদ্ধে সরব প্রতিবাদ জানাচ্ছেন আরও অনেকে। কর্তৃপক্ষকে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে একজন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। স্বামীর নিথর দেহের পাশে নির্বাক বসে থাকা স্ত্রী হিমাংশি নারওয়ালের ছবি অনেকের অশ্রু ঝরিয়েছে।
কিন্তু হিমাংশিই এখন ভারতে সামাজিকমাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন। তাঁর অপরাধ, তিনি হামলার পর প্রথমবার জনসমক্ষে এসে মুসলিম ও কাশ্মীরিদের প্রতি বিদ্বেষ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন!
এ নিয়ে অবশ্য তাঁর পাশে দাঁড়িয়েছে ভারতের জাতীয় নারী কমিশন। কমিশনের পক্ষ থেকে এক্স-এ পোস্ট করে বলা হয়েছে, ‘জম্মু ও কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে তাঁর ধর্ম জিজ্ঞাসা করে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় পুরো দেশ শোকাহত ও ক্ষুব্ধ। নিহত বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশি নারওয়ালকে একটি মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় যেভাবে কটাক্ষ করা হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক। কারও মতামতের বিরোধিতা করা যেতে পারে, তবে তারও একটা শালীনতা থাকা জরুরি। বিশেষ করে সাংবিধানিক সীমা মেনে চলাটা খুবই জরুরি।’
নারী কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকরও পৃথকভাবে এক্সে জানান, হিমাংশি নারওয়ালের বক্তব্য কারও অপছন্দ হতে পারে, কিন্তু তাই বলে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করা হবে, এটা মোটেও ঠিক নয়।
উল্লেখ্য, বিনয় ও হিমাংশি নারওয়াল কিছু দিন আগেই বিয়ে করেছিলেন। তাঁরা কাশ্মীরে মূলত মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। সেখানেই গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ বছর বয়সী ওই নৌ কর্মকর্তা। হামলায় আরও ২৫ জনের মৃত্যু হয়। যাদের মধ্যে ছিলেন এক নেপালি নাগরিকও।
এ ঘটনার পর সামাজিকমাধ্যমে কাশ্মীরি ও মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ব্যাপক হারে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এরই জেরে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান হিমাংশি। তিনি বলেন, ‘আমি শুধু চাই, গোটা দেশ ওর (বিনয়) জন্য প্রার্থনা করুক, যাতে ওর আত্মা শান্তি পায়। কাশ্মীরি ও মুসলিমদের বিরুদ্ধে যেভাবে ঘৃণা বাড়ছে, তা আমরা চাই না। শুধু শান্তি চাই।’
এই বক্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর উদ্দেশে শুরু হয় কটাক্ষ ও ব্যক্তিগত আক্রমণ। কেউ কেউ তাঁর ব্যক্তিজীবন নিয়েও কুরুচিকর মন্তব্য করতে শুরু করেন। কেউ কেউ আবার দাবি জানান, বিনয়ের পেনশন যেন তাঁর স্ত্রীকে না দেওয়া হয়। তবে নারী কমিশনের পাশাপাশি এই ট্রলিংয়ের বিরুদ্ধে সরব প্রতিবাদ জানাচ্ছেন আরও অনেকে। কর্তৃপক্ষকে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
২২ মিনিট আগে
লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করা যেকোনো দেশের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দেশটিতে বিক্ষোভ সহিংসভাবে দমনের কারণে তেহরান সরকারের ওপর চাপ বাড়াতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
২ ঘণ্টা আগে