কলকাতা প্রতিনিধি

ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে হলেও আগামী লোকসভা নির্বাচনে দলটির মুখ বা পোস্টার বয় হবেন রাহুল গান্ধীই। সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম জনসভায় মল্লিকার্জুন খাড়গে নিজেই বিষয়টি পরিষ্কার করেন।
মল্লিকার্জুনের দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর নেতৃত্বেই বিজেপিকে হারিয়ে দিল্লিতে কেন্দ্রীয় সরকার গঠন করবে কংগ্রেস। তবে কংগ্রেস সভাপতির এই দাবিকে দিবাস্বপ্ন বলে উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। বিজেপির দাবি, জনপ্রিয়তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধারেকাছে নেই অন্য কোনো রাজনৈতিক নেতা, রাহুল গান্ধী তো নয়ই। তাই ২০২৪ সালেও বিজেপিই সরকার গঠন করবে বলে আশাবাদী তাঁরা।
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বেশ সাড়া ফেলেছে দক্ষিণ ভারতে। গতকাল মঙ্গলবার তেলেঙ্গানার হায়দরাবাদ শহরে এই পদযাত্রায় অংশ নিয়ে নবনির্বাচিত কংগ্রেস সভাপতি খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেন। তাঁর অভিযোগ, মোদি প্রতিদিনই শুধু মিথ্যা প্রতিশ্রুতির বন্যা বইয়ে চলেছেন। বিজেপির শাসনে দেশ ধ্বংস হতে বসেছে বলেও মন্তব্য করেন তিনি।
মল্লিকার্জুন খাড়গে আরও দাবি করেন, ‘বিজেপির দিন শেষ। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে রাহুল গান্ধীর নেতৃত্বেই সরকার গঠিত হবে।’ রাহুল গান্ধীও জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মোদির কড়া সমালোচনা করেন। রাহুল গান্ধী তেলেঙ্গানায় দাঁড়িয়ে শাসক দল ভারত রাষ্ট্রীয় সমিতির (বিআরএস) সঙ্গে বিজেপির গোপন সমঝোতার অভিযোগ করেন।
তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বিআরএস নেতা ও রাজ্যের মন্ত্রী কেটি রামারাওয়ের কটাক্ষ, ‘নিজের লোকসভা কেন্দ্রে হেরে গিয়ে আন্তর্জাতিক নেতা রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা বিলাসিতা মাত্র। কারণ প্রধানমন্ত্রী হতে গেলে আগে এমপি হতে হয়।’ উল্লেখ্য, গতবার লোকসভা নির্বাচনে আমেথি কেন্দ্রে হেরে গিয়েছিলেন রাহুল। রাহুলের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দিবাস্বপ্ন বলে উড়িয়ে দিয়েছেন বিজেপি নেত্রী ডা. অর্চনা মজুমদারও। তবে ভারত জোড়োয় সাড়া পেয়ে কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন করে আশার ঝিলিক দেখা দিয়েছে।

ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে হলেও আগামী লোকসভা নির্বাচনে দলটির মুখ বা পোস্টার বয় হবেন রাহুল গান্ধীই। সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম জনসভায় মল্লিকার্জুন খাড়গে নিজেই বিষয়টি পরিষ্কার করেন।
মল্লিকার্জুনের দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর নেতৃত্বেই বিজেপিকে হারিয়ে দিল্লিতে কেন্দ্রীয় সরকার গঠন করবে কংগ্রেস। তবে কংগ্রেস সভাপতির এই দাবিকে দিবাস্বপ্ন বলে উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। বিজেপির দাবি, জনপ্রিয়তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধারেকাছে নেই অন্য কোনো রাজনৈতিক নেতা, রাহুল গান্ধী তো নয়ই। তাই ২০২৪ সালেও বিজেপিই সরকার গঠন করবে বলে আশাবাদী তাঁরা।
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বেশ সাড়া ফেলেছে দক্ষিণ ভারতে। গতকাল মঙ্গলবার তেলেঙ্গানার হায়দরাবাদ শহরে এই পদযাত্রায় অংশ নিয়ে নবনির্বাচিত কংগ্রেস সভাপতি খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেন। তাঁর অভিযোগ, মোদি প্রতিদিনই শুধু মিথ্যা প্রতিশ্রুতির বন্যা বইয়ে চলেছেন। বিজেপির শাসনে দেশ ধ্বংস হতে বসেছে বলেও মন্তব্য করেন তিনি।
মল্লিকার্জুন খাড়গে আরও দাবি করেন, ‘বিজেপির দিন শেষ। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে রাহুল গান্ধীর নেতৃত্বেই সরকার গঠিত হবে।’ রাহুল গান্ধীও জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মোদির কড়া সমালোচনা করেন। রাহুল গান্ধী তেলেঙ্গানায় দাঁড়িয়ে শাসক দল ভারত রাষ্ট্রীয় সমিতির (বিআরএস) সঙ্গে বিজেপির গোপন সমঝোতার অভিযোগ করেন।
তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বিআরএস নেতা ও রাজ্যের মন্ত্রী কেটি রামারাওয়ের কটাক্ষ, ‘নিজের লোকসভা কেন্দ্রে হেরে গিয়ে আন্তর্জাতিক নেতা রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা বিলাসিতা মাত্র। কারণ প্রধানমন্ত্রী হতে গেলে আগে এমপি হতে হয়।’ উল্লেখ্য, গতবার লোকসভা নির্বাচনে আমেথি কেন্দ্রে হেরে গিয়েছিলেন রাহুল। রাহুলের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দিবাস্বপ্ন বলে উড়িয়ে দিয়েছেন বিজেপি নেত্রী ডা. অর্চনা মজুমদারও। তবে ভারত জোড়োয় সাড়া পেয়ে কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন করে আশার ঝিলিক দেখা দিয়েছে।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৫ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৭ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৮ ঘণ্টা আগে