
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ১৭ জন। স্থানীয় সময় আজ বুধবার সকালে রাজ্যের লক্ষ্ণৌ-আগ্রা মহাসড়কে যাত্রীবাহী একটি ডাবল ডেকার বাসের সঙ্গে দুধ পরিবহনকারী একটি ট্যাংকারের সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির খবর অনুসারে, উত্তর প্রদেশের উন্নাও জেলার গদা নামের একটি গ্রামের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি বিহার থেকে রাজধানী দিল্লির দিকে যাচ্ছিল। পথে দুধ পরিবহনকারী ট্যাংকারটি বাসটিকে ওভারটেক করার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওভারটেকের চেষ্টাকালে ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয় এবং এতে বাসটি উল্টে যায়। বাসটির অধিকাংশ যাত্রীই শ্রমিক হিসেবে কাজ করার লক্ষ্যে রাজধানীর দিকে যাচ্ছিলেন। এই দুর্ঘটনায় ১৮ জন নিহত হওয়ার পাশাপাশি ১৭ জন আহত হয়েছেন।
আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের পরিচয় এখনো জানা যায়নি। হতাহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে ও বাস-ট্যাংকার উদ্ধারে কার্যক্রমও শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাসটিতে মোট ৩৫ যাত্রী ছিল। প্রাথমিকভাবে আটজনকে মৃত বলে শনাক্ত করা হয়েছিল। পরে মৃতের সংখ্যা বাড়তে থাকে। ঘটনার পর থেকেই বাসচালক পলাতক। পুলিশ ট্যাংকারের চালককে গ্রেপ্তার করেছে।

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ১৭ জন। স্থানীয় সময় আজ বুধবার সকালে রাজ্যের লক্ষ্ণৌ-আগ্রা মহাসড়কে যাত্রীবাহী একটি ডাবল ডেকার বাসের সঙ্গে দুধ পরিবহনকারী একটি ট্যাংকারের সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির খবর অনুসারে, উত্তর প্রদেশের উন্নাও জেলার গদা নামের একটি গ্রামের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি বিহার থেকে রাজধানী দিল্লির দিকে যাচ্ছিল। পথে দুধ পরিবহনকারী ট্যাংকারটি বাসটিকে ওভারটেক করার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওভারটেকের চেষ্টাকালে ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয় এবং এতে বাসটি উল্টে যায়। বাসটির অধিকাংশ যাত্রীই শ্রমিক হিসেবে কাজ করার লক্ষ্যে রাজধানীর দিকে যাচ্ছিলেন। এই দুর্ঘটনায় ১৮ জন নিহত হওয়ার পাশাপাশি ১৭ জন আহত হয়েছেন।
আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের পরিচয় এখনো জানা যায়নি। হতাহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে ও বাস-ট্যাংকার উদ্ধারে কার্যক্রমও শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাসটিতে মোট ৩৫ যাত্রী ছিল। প্রাথমিকভাবে আটজনকে মৃত বলে শনাক্ত করা হয়েছিল। পরে মৃতের সংখ্যা বাড়তে থাকে। ঘটনার পর থেকেই বাসচালক পলাতক। পুলিশ ট্যাংকারের চালককে গ্রেপ্তার করেছে।

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সন্দেহভাজন তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্ত করতে তাদের পিঠে একটি যন্ত্র রাখার দৃশ্য সামনে এসেছে। পুলিশ সদস্যরাই যন্ত্রটি ব্যবহার করছেন। সেই যন্ত্রের তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ দাবি করছে যে, ওই ব্যক্তি ভারতীয় নন, বরং বাংলাদেশি।
১৭ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর দেশটির প্রশাসনের বাকি সদস্যরা যদি পরিস্থিতি ‘ঠিকঠাক’ করার কাজে সহযোগিতা না করেন, তবে যুক্তরাষ্ট্র সেখানে আবারও সামরিক হামলা চালাতে পারে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, নয়াদিল্লি যদি রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখে, তবে ওয়াশিংটন ভারতের ওপর শুল্ক বাড়িয়ে দেবে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানতেন যে ‘তিনি (ট্রাম্প) খুশি নন’ এবং নয়াদিল্লি তাঁকে ‘খুশি করতে’ চেয়েছিল।
১ ঘণ্টা আগে
কারাকাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার জন্য মার্কিন সামরিক বাহিনীর হামলার সময় নিজেদের ৩২ জন নাগরিকের মৃত্যুর কথা ঘোষণা করেছে কিউবা সরকার। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, কিউবায় হামলা চালানোর দরকার নেই। দেশটি এমনিতেই পড়ে যাবে।
২ ঘণ্টা আগে