
ভারতের বর্তমান অর্থনৈতিক অবস্থাকে শ্রীলঙ্কার মতোই বলে জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক এই সভাপতি শ্রীলঙ্কার সঙ্গে ভারতের অর্থনৈতিক অবস্থার একটি তুলনামূলক গ্রাফ চার্ট শেয়ার করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে। বিশেষ করে বেকারত্ব, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সহিংসতার ক্ষেত্রে দুই দেশের অবস্থাই একইরকম বলে দাবি করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাহুল গান্ধী ভারত ও শ্রীলঙ্কার তুলনা টেনে তিনটি তিনটি করে মোট ছয়টি গ্রাফিক চার্ট শেয়ার করেছেন।
রাহুল গান্ধী তাঁর টুইটে লিখেছেন, ‘জনগণের মন অন্যদিকে ঘুরিয়ে নিলেই বাস্তবতা বদলে যাবে না।’ রাহুল গান্ধীর শেয়ার করা গ্রাফগুলোর প্রথম জোড়া থেকে দেখা যায়, ২০১৭ সাল থেকেই দুই দেশেরই বেকারত্বের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে লকডাউনের কারণে বেকারত্বের হার ২০২০ সালে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। তবে ২০২১ সালে বেকারত্বের হার ভারতে কিছুটা হ্রাস পায়।
দ্বিতীয় জোড়া গ্রাফে রাহুল গান্ধী দেখিয়েছেন, দুই দেশেই জ্বালানি তেলের দাম ২০১৭ সালের পর থেকেই ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ২০২১ সালের পরও সেই বৃদ্ধি অব্যাহত রয়েছে। তৃতীয় জোড়া গ্রাফে রাহুল গান্ধী শ্রীলঙ্কা ও ভারতের সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধির হার তুলনা করেছেন। সেখান থেকে দেখা যায়, ২০২০-২১ সালে উভয় দেশেই সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি শ্রীলঙ্কা বড় ধরনের অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটিতে ক্রমাগত সরকারবিরোধী আন্দোলন তীব্রতা পাচ্ছে। দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানি গিয়ে ঠেকায় দেশটির সকল ধরনের প্রয়োজনীয় পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করলেও দেশটিতে কোনো ধরনের অর্থনৈতিক পরিবর্তন আসেনি।

ভারতের বর্তমান অর্থনৈতিক অবস্থাকে শ্রীলঙ্কার মতোই বলে জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক এই সভাপতি শ্রীলঙ্কার সঙ্গে ভারতের অর্থনৈতিক অবস্থার একটি তুলনামূলক গ্রাফ চার্ট শেয়ার করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে। বিশেষ করে বেকারত্ব, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সহিংসতার ক্ষেত্রে দুই দেশের অবস্থাই একইরকম বলে দাবি করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাহুল গান্ধী ভারত ও শ্রীলঙ্কার তুলনা টেনে তিনটি তিনটি করে মোট ছয়টি গ্রাফিক চার্ট শেয়ার করেছেন।
রাহুল গান্ধী তাঁর টুইটে লিখেছেন, ‘জনগণের মন অন্যদিকে ঘুরিয়ে নিলেই বাস্তবতা বদলে যাবে না।’ রাহুল গান্ধীর শেয়ার করা গ্রাফগুলোর প্রথম জোড়া থেকে দেখা যায়, ২০১৭ সাল থেকেই দুই দেশেরই বেকারত্বের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে লকডাউনের কারণে বেকারত্বের হার ২০২০ সালে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। তবে ২০২১ সালে বেকারত্বের হার ভারতে কিছুটা হ্রাস পায়।
দ্বিতীয় জোড়া গ্রাফে রাহুল গান্ধী দেখিয়েছেন, দুই দেশেই জ্বালানি তেলের দাম ২০১৭ সালের পর থেকেই ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ২০২১ সালের পরও সেই বৃদ্ধি অব্যাহত রয়েছে। তৃতীয় জোড়া গ্রাফে রাহুল গান্ধী শ্রীলঙ্কা ও ভারতের সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধির হার তুলনা করেছেন। সেখান থেকে দেখা যায়, ২০২০-২১ সালে উভয় দেশেই সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি শ্রীলঙ্কা বড় ধরনের অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটিতে ক্রমাগত সরকারবিরোধী আন্দোলন তীব্রতা পাচ্ছে। দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানি গিয়ে ঠেকায় দেশটির সকল ধরনের প্রয়োজনীয় পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করলেও দেশটিতে কোনো ধরনের অর্থনৈতিক পরিবর্তন আসেনি।

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
১ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
২ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৩ ঘণ্টা আগে