
একুশ বছর বয়সী এক তরুণী মোটরবাইক চালাচ্ছেন। তাঁর বাইকের পেছনে একটি খাবারের স্টল। তিনি রাস্তায় ঘুরে ঘুরে পানিপুরি বিক্রি করছেন। মানুষ তাঁর নাম দিয়েছে ‘পানিপুরিওয়ালী’। ভারতের দিল্লির তিলকনগরে ইদানীং এ দৃশ্য দেখা যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘পানিপুরিওয়ালী’ নামে পরিচিতি পাওয়া ওই তরুণীর নাম তাপসী উপাধ্যায়। তিনি প্রযুক্তি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।
‘আর ইউ হাংরি ০০৭’ নামের ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা ওই ভিডিওতে দেখা গেছে, তাপসী উপাধ্যায় তাঁর মোটরবাইক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন এবং বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে পানিপুরি বিক্রি করছেন।
ভিডিওটি ইতিমধ্যে ৫০ লাখেরও বেশিবার দেখেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। অনেকেই প্রশংসাসূচক মন্তব্য করেছেন সেখানে। এক ব্যক্তি লিখেছেন, ‘সুপারগার্ল! চালিয়ে যাও। আশীর্বাদ করি।’ আরেক ব্যক্তি লিখেছেন, ‘আত্মবিশ্বাসী মেয়ে। সৃষ্টিকর্তা তোমাকে আরও সফলতা দিন।’ তৃতীয় এক ব্যক্তি লিখেছেন, ‘দারুণ কাজ। বোন, তোমাকে কুর্নিশ।’
তাপসী বলেন, তাঁকে অনেক সংগ্রাম করতে হয়েছে। চাকরি না করে উদ্যোক্তা হওয়াকে অনেকেই সহজভাবে নেননি। তিনি বলেন, অনেকেই আমাকে প্রশ্ন করেছে, ‘কেন স্নাতক পাস করে পানিপুরি বিক্রি করছি। অনেকেই আমাকে বলেছেন, বাড়ি ফিরে যাও। রাস্তায় পানিপুরি বিক্রি করা কোনো মেয়ের জন্য নিরাপদ নয়।’
রাস্তায় স্বাস্থ্যকর পানিপুরি বিক্রি করাই তাঁর উদ্দেশ্য বলে জানান তাপসী উপাধ্যায়। তিনি বলেন, ‘রাস্তায় সাধারণত স্বাস্থ্যকর পানিপুরি পাওয়া যায় না। আমি স্বাস্থ্যকর উপায়ে ‘এয়ার ফ্রাইড’ পানিপুরি তৈরি করি।’ পানিপুরি বিক্রির পাশাপাশি রাস্তায় পাওয়া যায় এমন আরও খাবার তিনি স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে বিক্রি করতে চান বলে জানিয়েছেন তাপসী উপাধ্যায়।

একুশ বছর বয়সী এক তরুণী মোটরবাইক চালাচ্ছেন। তাঁর বাইকের পেছনে একটি খাবারের স্টল। তিনি রাস্তায় ঘুরে ঘুরে পানিপুরি বিক্রি করছেন। মানুষ তাঁর নাম দিয়েছে ‘পানিপুরিওয়ালী’। ভারতের দিল্লির তিলকনগরে ইদানীং এ দৃশ্য দেখা যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘পানিপুরিওয়ালী’ নামে পরিচিতি পাওয়া ওই তরুণীর নাম তাপসী উপাধ্যায়। তিনি প্রযুক্তি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।
‘আর ইউ হাংরি ০০৭’ নামের ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা ওই ভিডিওতে দেখা গেছে, তাপসী উপাধ্যায় তাঁর মোটরবাইক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন এবং বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে পানিপুরি বিক্রি করছেন।
ভিডিওটি ইতিমধ্যে ৫০ লাখেরও বেশিবার দেখেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। অনেকেই প্রশংসাসূচক মন্তব্য করেছেন সেখানে। এক ব্যক্তি লিখেছেন, ‘সুপারগার্ল! চালিয়ে যাও। আশীর্বাদ করি।’ আরেক ব্যক্তি লিখেছেন, ‘আত্মবিশ্বাসী মেয়ে। সৃষ্টিকর্তা তোমাকে আরও সফলতা দিন।’ তৃতীয় এক ব্যক্তি লিখেছেন, ‘দারুণ কাজ। বোন, তোমাকে কুর্নিশ।’
তাপসী বলেন, তাঁকে অনেক সংগ্রাম করতে হয়েছে। চাকরি না করে উদ্যোক্তা হওয়াকে অনেকেই সহজভাবে নেননি। তিনি বলেন, অনেকেই আমাকে প্রশ্ন করেছে, ‘কেন স্নাতক পাস করে পানিপুরি বিক্রি করছি। অনেকেই আমাকে বলেছেন, বাড়ি ফিরে যাও। রাস্তায় পানিপুরি বিক্রি করা কোনো মেয়ের জন্য নিরাপদ নয়।’
রাস্তায় স্বাস্থ্যকর পানিপুরি বিক্রি করাই তাঁর উদ্দেশ্য বলে জানান তাপসী উপাধ্যায়। তিনি বলেন, ‘রাস্তায় সাধারণত স্বাস্থ্যকর পানিপুরি পাওয়া যায় না। আমি স্বাস্থ্যকর উপায়ে ‘এয়ার ফ্রাইড’ পানিপুরি তৈরি করি।’ পানিপুরি বিক্রির পাশাপাশি রাস্তায় পাওয়া যায় এমন আরও খাবার তিনি স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে বিক্রি করতে চান বলে জানিয়েছেন তাপসী উপাধ্যায়।

কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
৪ ঘণ্টা আগে