
অ্যাম্বারগ্রিস, যেটি তিমির বমি নামেই বেশি পরিচিত। অত্যন্ত দামি একটি বস্তু, যেটি তৈরি হয় তিমির পেটে। ভারতের কেরালা রাজ্যের একদল জেলে খুঁজে পেয়েছেন এমন একদলা বমি। যার আনুমানিক মূল্য ২৮ কোটি রুপি। সেটি পুলিশের কাছে হস্তান্তর করেছেন তাঁরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, তিমির বমিটি বন বিভাগ শহরের রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনোলজিতে (আরজিসিবি) নিয়ে গেছে বলে জানা গেছে। শহরের কাছাকাছি ভিঝিনজামের একদল জেলে অ্যাম্বারগ্রিসটি খুঁজে পান।
জেলেরাই সবার আগে সাগরে ২৮ কেজি ৪০০ গ্রাম ওজনের অ্যাম্বারগ্রিসটি দেখতে পান। গত শুক্রবার সন্ধ্যায় তীরে নিয়ে এসে কোস্টাল পুলিশের কাছে সেটি হস্তান্তর করেন তাঁরা।
কোস্টাল পুলিশ গতকাল শনিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানায়, জেলেরা অ্যাম্বারগ্রিসটি পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ সেটি বন বিভাগকে জানায়। বন বিভাগের কর্মকর্তারা এসে সেটি নিয়ে গেছেন। অ্যাম্বারগ্রিসটি শহরের রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনোলজিতে (আরজিসিবি) নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছে বন বিভাগ।
অ্যাম্বারগ্রিস বা তিমির বমি একটি শক্ত পিচ্ছিল পিণ্ড। এটি তৈরি হয় স্পার্ম হোয়েলের (শুক্রাণু আকৃতির তিমি) পেটে। প্রাচ্যের সংস্কৃতিতে এই বস্তু দামি ওষুধ, উপশমকারী এবং মসলা হিসেবে ব্যবহৃত হয়। আর পশ্চিমে পারফিউম তৈরিতে ব্যবহৃত হয়। বর্তমান বাজারে এক কেজি অ্যাম্বারগ্রিস প্রায় এক কোটি রুপিতে বেচাকেনা হয়।
তবে ভারতীয় আইনে অ্যাম্বারগ্রিস বিক্রি নিষিদ্ধ। স্পার্ম হোয়েল একটি বিপন্ন প্রজাতির তিমি। ভারতের বন্য প্রাণী সুরক্ষা আইনের অধীনে এই তিমির সুরক্ষা দেওয়া হয়।

অ্যাম্বারগ্রিস, যেটি তিমির বমি নামেই বেশি পরিচিত। অত্যন্ত দামি একটি বস্তু, যেটি তৈরি হয় তিমির পেটে। ভারতের কেরালা রাজ্যের একদল জেলে খুঁজে পেয়েছেন এমন একদলা বমি। যার আনুমানিক মূল্য ২৮ কোটি রুপি। সেটি পুলিশের কাছে হস্তান্তর করেছেন তাঁরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, তিমির বমিটি বন বিভাগ শহরের রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনোলজিতে (আরজিসিবি) নিয়ে গেছে বলে জানা গেছে। শহরের কাছাকাছি ভিঝিনজামের একদল জেলে অ্যাম্বারগ্রিসটি খুঁজে পান।
জেলেরাই সবার আগে সাগরে ২৮ কেজি ৪০০ গ্রাম ওজনের অ্যাম্বারগ্রিসটি দেখতে পান। গত শুক্রবার সন্ধ্যায় তীরে নিয়ে এসে কোস্টাল পুলিশের কাছে সেটি হস্তান্তর করেন তাঁরা।
কোস্টাল পুলিশ গতকাল শনিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানায়, জেলেরা অ্যাম্বারগ্রিসটি পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ সেটি বন বিভাগকে জানায়। বন বিভাগের কর্মকর্তারা এসে সেটি নিয়ে গেছেন। অ্যাম্বারগ্রিসটি শহরের রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনোলজিতে (আরজিসিবি) নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছে বন বিভাগ।
অ্যাম্বারগ্রিস বা তিমির বমি একটি শক্ত পিচ্ছিল পিণ্ড। এটি তৈরি হয় স্পার্ম হোয়েলের (শুক্রাণু আকৃতির তিমি) পেটে। প্রাচ্যের সংস্কৃতিতে এই বস্তু দামি ওষুধ, উপশমকারী এবং মসলা হিসেবে ব্যবহৃত হয়। আর পশ্চিমে পারফিউম তৈরিতে ব্যবহৃত হয়। বর্তমান বাজারে এক কেজি অ্যাম্বারগ্রিস প্রায় এক কোটি রুপিতে বেচাকেনা হয়।
তবে ভারতীয় আইনে অ্যাম্বারগ্রিস বিক্রি নিষিদ্ধ। স্পার্ম হোয়েল একটি বিপন্ন প্রজাতির তিমি। ভারতের বন্য প্রাণী সুরক্ষা আইনের অধীনে এই তিমির সুরক্ষা দেওয়া হয়।

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে প্রথমবারের মতো নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে তোলা হচ্ছে। তাঁকে বহনকারী একটি হেলিকপ্টার নিউইয়র্কের আদালতের কাছের একটি হেলিপোর্টে কিছুক্ষণ আগে অবতরণ করেছে। আজ সোমবার তাঁকে ওই আদালতে হাজির করার কথা রয়েছে।
৮ মিনিট আগে
সব অনিশ্চয়তা ও অমানবিক যন্ত্রণার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বীরভূমের রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনালী খাতুন। গত বছর অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় দিল্লি পুলিশ তাঁকে ‘বাংলাদেশি’ সন্দেহে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছিল।
২৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের দাবিমতো রাশিয়া থেকে তেল কেনা না কমালে ভারতের ওপর শুল্ক বাড়ানো হতে পারে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুমকি দেন তিনি।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে নজিরবিহীন কূটনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও উগ্রবাদী গোষ্ঠীর চাপের তীব্র সমালোচনা করেছেন ভারতের লোকসভার সদস্য ও
৩ ঘণ্টা আগে