
ভারতের প্রথম উপজাতি নারী হিসেবে দেশটি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স–এনিডিএ এর প্রার্থী দ্রৌপদী মুর্মু মোট ভোটের ৫৩ দশমিক ১৩ শতাংশ পেয়ে দেশটির ১৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দ্রৌপদীর জয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডা অভিনন্দন জানিয়েছেন।
দ্রৌপদীর জয়ে তাঁর প্রতিপক্ষ যশোবন্ত সিংয়ের পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়। যশোবন্ত সিংয়ের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করায় আমি শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানাই।’
এর আগে, রাজ্যসভা এবং লোকসভার সর্বমোট ৭৭৮ জন সদস্যের মধ্যে ৫৪০ জন সদস্যের ভোট পেয়ে এগিয়ে ছিলেন দ্রৌপদী। কংগ্রেস এবং সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী যশোবন্ত সিং পেয়েছেন ২০৪ ভোট। গত ১৮ জুলাই ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য এবং রাজ্যগুলোর বিধায়কেরা দেশটির রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। আজ ছিল সেই ভোট গণনা। গণনায় প্রত্যাশা মতোই বিজেপির প্রার্থী দ্রৌপদী জয়ী হন।
দ্রৌপদীর বিরুদ্ধে কংগ্রেসসহ ১৭টি বিরোধী দল প্রার্থী করেছিলেন সাবেক মন্ত্রী যশোবন্ত সিংকে। কিন্তু তিনি বিবেক অনুসারে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানালেও বিজেপি ও তাদের শরিক দলগুলোর পাশাপাশি অন্য একাধিক দলের সদস্যরা দ্রৌপদীকেই ভোট দেন। ২৫ জুলাই বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জায়গায় শপথ নেবেন দ্রৌপদী।
৬ আগস্ট ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। বিজেপি এই নির্বাচনে প্রার্থী করেছে পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর জগদীপ ধনকরকে। তাঁর বিপরীতে লড়বেন কংগ্রেসসহ অন্য বিরোধী দলগুলোর প্রার্থী মার্গারেট আলভা। তবে এই নির্বাচনেও দ্রৌপদীর মতোই ধনকরেরও জয় প্রায় নিশ্চিত।

ভারতের প্রথম উপজাতি নারী হিসেবে দেশটি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স–এনিডিএ এর প্রার্থী দ্রৌপদী মুর্মু মোট ভোটের ৫৩ দশমিক ১৩ শতাংশ পেয়ে দেশটির ১৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দ্রৌপদীর জয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডা অভিনন্দন জানিয়েছেন।
দ্রৌপদীর জয়ে তাঁর প্রতিপক্ষ যশোবন্ত সিংয়ের পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়। যশোবন্ত সিংয়ের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করায় আমি শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানাই।’
এর আগে, রাজ্যসভা এবং লোকসভার সর্বমোট ৭৭৮ জন সদস্যের মধ্যে ৫৪০ জন সদস্যের ভোট পেয়ে এগিয়ে ছিলেন দ্রৌপদী। কংগ্রেস এবং সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী যশোবন্ত সিং পেয়েছেন ২০৪ ভোট। গত ১৮ জুলাই ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য এবং রাজ্যগুলোর বিধায়কেরা দেশটির রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। আজ ছিল সেই ভোট গণনা। গণনায় প্রত্যাশা মতোই বিজেপির প্রার্থী দ্রৌপদী জয়ী হন।
দ্রৌপদীর বিরুদ্ধে কংগ্রেসসহ ১৭টি বিরোধী দল প্রার্থী করেছিলেন সাবেক মন্ত্রী যশোবন্ত সিংকে। কিন্তু তিনি বিবেক অনুসারে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানালেও বিজেপি ও তাদের শরিক দলগুলোর পাশাপাশি অন্য একাধিক দলের সদস্যরা দ্রৌপদীকেই ভোট দেন। ২৫ জুলাই বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জায়গায় শপথ নেবেন দ্রৌপদী।
৬ আগস্ট ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। বিজেপি এই নির্বাচনে প্রার্থী করেছে পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর জগদীপ ধনকরকে। তাঁর বিপরীতে লড়বেন কংগ্রেসসহ অন্য বিরোধী দলগুলোর প্রার্থী মার্গারেট আলভা। তবে এই নির্বাচনেও দ্রৌপদীর মতোই ধনকরেরও জয় প্রায় নিশ্চিত।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৮ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৮ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
১১ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
১১ ঘণ্টা আগে