কলকাতা প্রতিনিধি

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে নিয়ে ভারত জুড়ে উচ্ছ্বাস শুরু হয়েছে। কারণ তাঁর পূর্বপুরুষ অবিভক্ত ভারতের গুজরানওয়ালায় বাস করতেন। অবশ্য গুজরানওয়ালা বর্তমানে পাকিস্তানের অংশ। লাহোর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত গুজরানওয়ালা।
ঋষি সুনাককে নিয়ে ভারতীয়দের উচ্ছ্বাসের আরেকটি কারণ হলো—তিনি ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তির জামাই। ৪২ বছরের ঋষিকে নিয়ে তাই ভারতজুড়ে চলছে ব্যাপক আলোচনা। এই চর্চার মধ্যেই উঠে এসেছে ইতালিতে জন্ম নেওয়া সোনিয়া গান্ধীকে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টির প্রসঙ্গও। সব মিলিয়ে ঋষিকে নিয়ে জমজমাট ভারতের রাজনৈতিক অঙ্গন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষিকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘একসঙ্গে কাজ করার সুযোগ হলো। আন্তর্জাতিক সমস্যা নিয়ে যৌথভাবে কাজ করা যাবে।’ মেয়ে জামাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানাতে ভোলেননি নারায়ণ মূর্তিও। ঋষিকে শুভেচ্ছা জানিয়ে নারায়ণ মূর্তি বলেছেন, ‘আমরা গর্বিত। কামনা করি, জীবনের চলার পথে আরও সাফল্য আসুক।’ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অমিতাভ বচ্চন ঋষি প্রধানমন্ত্রী হওয়ায় একটি টুইটে লিখেছেন, ‘ভারত মাতার জয়। অবশেষে আমাদের মাতৃভূমি থেকে নতুন প্রধানমন্ত্রী পেল ব্রিটেন।’
তবে কংগ্রেস নেতা শশী থারুরের এক টুইট নতুন বিতর্ক ডেকে এনেছেন। ২০০৪ সালে সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী করা নিয়ে বিতর্ক টেনে এনে তিনি বিজেপিকে খোঁচা দেন। সেই সঙ্গে বর্তমানে ভারতীয় রাজনীতিতে সংখ্যালঘুদের হতাশজনক উপস্থিতি নিয়েও তাঁকে খোঁচা দিতে দেখা যায়। ভারতীয় মন্ত্রিসভায় কোনো মুসলিম সদস্য নেই। রাজ্যসভাতেও নেই বিজেপির কোনো মুসলিম সদস্য। এমনকি সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে শাসক দল বিজেপির কোনো মুসলিম বিধায়ক নেই।
এই বিতর্কের মধ্যেই প্রবীণ সাংবাদিক প্রীতিশ নন্দী মনে করিয়ে দেন, ‘শিখ সম্প্রদায়ের মনমোহন সিং ভারতের পরপর দুবার প্রধানমন্ত্রী হয়েছিলেন।’ বিজেপির তরফ থেকে অবশ্য ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম এবং বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কথাও প্রচার হচ্ছে। সব মিলিয়ে ঋষি ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ায় ভারতেও চর্চা চলছে জোর কদমে।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে নিয়ে ভারত জুড়ে উচ্ছ্বাস শুরু হয়েছে। কারণ তাঁর পূর্বপুরুষ অবিভক্ত ভারতের গুজরানওয়ালায় বাস করতেন। অবশ্য গুজরানওয়ালা বর্তমানে পাকিস্তানের অংশ। লাহোর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত গুজরানওয়ালা।
ঋষি সুনাককে নিয়ে ভারতীয়দের উচ্ছ্বাসের আরেকটি কারণ হলো—তিনি ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তির জামাই। ৪২ বছরের ঋষিকে নিয়ে তাই ভারতজুড়ে চলছে ব্যাপক আলোচনা। এই চর্চার মধ্যেই উঠে এসেছে ইতালিতে জন্ম নেওয়া সোনিয়া গান্ধীকে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টির প্রসঙ্গও। সব মিলিয়ে ঋষিকে নিয়ে জমজমাট ভারতের রাজনৈতিক অঙ্গন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষিকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘একসঙ্গে কাজ করার সুযোগ হলো। আন্তর্জাতিক সমস্যা নিয়ে যৌথভাবে কাজ করা যাবে।’ মেয়ে জামাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানাতে ভোলেননি নারায়ণ মূর্তিও। ঋষিকে শুভেচ্ছা জানিয়ে নারায়ণ মূর্তি বলেছেন, ‘আমরা গর্বিত। কামনা করি, জীবনের চলার পথে আরও সাফল্য আসুক।’ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অমিতাভ বচ্চন ঋষি প্রধানমন্ত্রী হওয়ায় একটি টুইটে লিখেছেন, ‘ভারত মাতার জয়। অবশেষে আমাদের মাতৃভূমি থেকে নতুন প্রধানমন্ত্রী পেল ব্রিটেন।’
তবে কংগ্রেস নেতা শশী থারুরের এক টুইট নতুন বিতর্ক ডেকে এনেছেন। ২০০৪ সালে সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী করা নিয়ে বিতর্ক টেনে এনে তিনি বিজেপিকে খোঁচা দেন। সেই সঙ্গে বর্তমানে ভারতীয় রাজনীতিতে সংখ্যালঘুদের হতাশজনক উপস্থিতি নিয়েও তাঁকে খোঁচা দিতে দেখা যায়। ভারতীয় মন্ত্রিসভায় কোনো মুসলিম সদস্য নেই। রাজ্যসভাতেও নেই বিজেপির কোনো মুসলিম সদস্য। এমনকি সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে শাসক দল বিজেপির কোনো মুসলিম বিধায়ক নেই।
এই বিতর্কের মধ্যেই প্রবীণ সাংবাদিক প্রীতিশ নন্দী মনে করিয়ে দেন, ‘শিখ সম্প্রদায়ের মনমোহন সিং ভারতের পরপর দুবার প্রধানমন্ত্রী হয়েছিলেন।’ বিজেপির তরফ থেকে অবশ্য ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম এবং বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কথাও প্রচার হচ্ছে। সব মিলিয়ে ঋষি ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ায় ভারতেও চর্চা চলছে জোর কদমে।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সিনেটর রানা সানাউল্লাহ পাকিস্তানের শীর্ষ পাঁচ ব্যক্তিত্বের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন যোগাযোগের ওপর বিশেষ জোর দিয়েছেন। তিনি স্পষ্ট করেই বলেছেন, সর্বোচ্চ পর্যায়ে এই আস্থার পরিবেশ তৈরি না হলে দেশে কোনো রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানে দীর্ঘ খরা শেষে ভারী বৃষ্টি আর তুষারপাত শুরু হয়েছে। এই বৃষ্টি কিছু স্বস্তি দিলেও সেই স্বস্তি দ্রুতই বিষাদে রূপ নিয়েছে। প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটির বিভিন্ন প্রান্তে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ১১ জন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম ধনী শহর নিউইয়র্কের বুকে গতকাল বৃহস্পতিবার নতুন বছরের শুরুতে যখন জোহরান মামদানি মেয়র হিসেবে শপথ নেন, তখন দৃশ্যটা ছিল সম্পূর্ণ আলাদা। চারদিকে জনস্রোত, সাত ব্লকজুড়ে উৎসব, আর আকাশ কাঁপানো স্লোগান—‘ধনীদের ওপর কর আরোপ করো’—এভাবেই স্বাগত জানাল শহর তার নতুন নেতৃত্বকে।
৫ ঘণ্টা আগে
ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে অন্তত ছয়জন নিহত হয়েছেন। বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে