
ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরের ময়ূর তারাপারা। এক রাতে বন্ধুর বাসায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে অজ্ঞান হয়ে পড়ে যান। জ্ঞান ফেরার পর দেখেন, তাঁর বাম হাতের চার আঙুল নেই। কেউ শত্রুতা করে বা জাদুটোনায় এমন হয়েছে—পুলিশকে এমনটিই বলেন। তবে সন্দেহ হওয়ায় তদন্ত শুরু করে পুলিশ। এরপর যে সত্য বেরিয়ে আসে, তা বেশ অদ্ভুত এবং অকল্পনীয়!
পুলিশকে ময়ূর তারাপারা বলেছিলেন, গত ৮ ডিসেম্বর রাতে মোটরসাইকেলে বন্ধুর বাড়ি যাচ্ছিলেন। এ সময় আমরোলির বেদান্ত সার্কেলের কাছে রিং রোডে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। কিছু সময় পর জ্ঞান ফিরে এলে ময়ূর দেখেন, তাঁর বাম হাতের চারটি আঙুল কাটা।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল যে আঙুলগুলো সম্ভবত কালো জাদুর উদ্দেশ্যে কেটে নেওয়া হয়েছে।
পরে আমরোলি পুলিশ স্টেশনে একটি মামলা হয়। সেই মামলা যায় সুরাট ক্রাইম ব্রাঞ্চে। তদন্ত কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এবং অন্যান্য তদন্ত শেষে দেখেন ময়ূর যা বলছেন, তা সত্য নয়। তাঁর হাতের আঙুল রাস্তায় পড়ে যাওয়ার পর কেটে যায়নি। পুলিশের তদন্তে বেরিয়ে আসে, ময়ূর ছুরি দিয়ে নিজের বাম হাতের চার আঙুল নিজেই কেটে ফেলেছেন।
এরপর জিজ্ঞাসাবাদে ময়ূর স্বীকার করেন, তিনি আমরোলি রিং রোডে মোটরসাইকেল পার্ক করে নিজের হাতের আঙুল নিজেই কেটে ফেলেন। রক্তপ্রবাহ বন্ধ করতে কনুইয়ের কাছে শক্ত করে দড়ি বাঁধেন। এরপর তিনি ছুরি এবং আঙুলগুলো একটি ব্যাগে ভরে ফেলে দেন। ময়ূরের এক বন্ধু তাঁকে হাসপাতালে নিয়ে যান। একটি ব্যাগ থেকে তিনটি আঙুল উদ্ধার করা হয়েছে আর ছুরি আরেকটি ব্যাগে পাওয়া গেছে।
আনাভ জেমস নামে এক হিরা ব্যবসা প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন ৩২ বছর বয়সী ময়ূর। একটা সময় তাঁর আর চাকরি করতে ভালো লাগছিল না। কিন্তু আত্মীয়ের প্রতিষ্ঠান হওয়ায় বলতেও পারছিলেন না। চাকরি ছাড়ার আর কোনো উপায় না পেয়ে, নিজেকে চাকরির অযোগ্য প্রমাণ করতে নিজের হাতের আঙুল কেটে ফেলেন ময়ূর!

ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরের ময়ূর তারাপারা। এক রাতে বন্ধুর বাসায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে অজ্ঞান হয়ে পড়ে যান। জ্ঞান ফেরার পর দেখেন, তাঁর বাম হাতের চার আঙুল নেই। কেউ শত্রুতা করে বা জাদুটোনায় এমন হয়েছে—পুলিশকে এমনটিই বলেন। তবে সন্দেহ হওয়ায় তদন্ত শুরু করে পুলিশ। এরপর যে সত্য বেরিয়ে আসে, তা বেশ অদ্ভুত এবং অকল্পনীয়!
পুলিশকে ময়ূর তারাপারা বলেছিলেন, গত ৮ ডিসেম্বর রাতে মোটরসাইকেলে বন্ধুর বাড়ি যাচ্ছিলেন। এ সময় আমরোলির বেদান্ত সার্কেলের কাছে রিং রোডে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। কিছু সময় পর জ্ঞান ফিরে এলে ময়ূর দেখেন, তাঁর বাম হাতের চারটি আঙুল কাটা।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল যে আঙুলগুলো সম্ভবত কালো জাদুর উদ্দেশ্যে কেটে নেওয়া হয়েছে।
পরে আমরোলি পুলিশ স্টেশনে একটি মামলা হয়। সেই মামলা যায় সুরাট ক্রাইম ব্রাঞ্চে। তদন্ত কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এবং অন্যান্য তদন্ত শেষে দেখেন ময়ূর যা বলছেন, তা সত্য নয়। তাঁর হাতের আঙুল রাস্তায় পড়ে যাওয়ার পর কেটে যায়নি। পুলিশের তদন্তে বেরিয়ে আসে, ময়ূর ছুরি দিয়ে নিজের বাম হাতের চার আঙুল নিজেই কেটে ফেলেছেন।
এরপর জিজ্ঞাসাবাদে ময়ূর স্বীকার করেন, তিনি আমরোলি রিং রোডে মোটরসাইকেল পার্ক করে নিজের হাতের আঙুল নিজেই কেটে ফেলেন। রক্তপ্রবাহ বন্ধ করতে কনুইয়ের কাছে শক্ত করে দড়ি বাঁধেন। এরপর তিনি ছুরি এবং আঙুলগুলো একটি ব্যাগে ভরে ফেলে দেন। ময়ূরের এক বন্ধু তাঁকে হাসপাতালে নিয়ে যান। একটি ব্যাগ থেকে তিনটি আঙুল উদ্ধার করা হয়েছে আর ছুরি আরেকটি ব্যাগে পাওয়া গেছে।
আনাভ জেমস নামে এক হিরা ব্যবসা প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন ৩২ বছর বয়সী ময়ূর। একটা সময় তাঁর আর চাকরি করতে ভালো লাগছিল না। কিন্তু আত্মীয়ের প্রতিষ্ঠান হওয়ায় বলতেও পারছিলেন না। চাকরি ছাড়ার আর কোনো উপায় না পেয়ে, নিজেকে চাকরির অযোগ্য প্রমাণ করতে নিজের হাতের আঙুল কেটে ফেলেন ময়ূর!

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুরক্ষিত এলাকায় চীনা মালিকানাধীন একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ১ চীনা নাগরিক ও ছয় আফগান নিহত হয়েছেন। এই ঘটনায় এক শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
৯ মিনিট আগে
গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৮ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৮ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
১১ ঘণ্টা আগে