Ajker Patrika

মেয়ের ধর্ষককে হত্যার পর টুকরো করে নদীতে ফেললেন বাবা

মেয়ের ধর্ষককে হত্যার পর টুকরো করে নদীতে ফেললেন বাবা

ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে কেটে টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া অভিযোগ উঠেছে ধর্ষণের শিকার কিশোরীর বাবা ও মামার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশের খান্ডওয়া জেলায়। গতকাল সোমবার পুলিশের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

পুলিশ সুপার ভিভেক সিং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির খণ্ডিত দেহ আজনাল নদী থেকে উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে অভিযুক্ত ব্যক্তি ৫৫ বছর বয়সী ত্রিলোকচাঁদ বলে শনাক্ত করা হয়েছে। তিনি খান্ডওয়া জেলার সক্তপুর গ্রামের বাসিন্দা। 

পুলিশের সাব ডিভিশনাল অফিসার রাকেশ পেন্দ্রো বলেন, তদন্তে নিশ্চিত হওয়া গেছে ওই ব্যক্তি ১৪ বছরের এক কিশোরীকে যৌন হয়রানি করেছেন। গত শনিবার কিশোরীর বাবা ও মামা অভিযুক্ত ত্রিলোকচাঁদকে মোটরসাইকেলে করে আজনাল নদীতে নিয়ে যান। পরে তার মাথা ও শরীর খণ্ডিত করে ফেলেন তারা। 

তিনি জানান, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে জড়িত অন্যদেরও শনাক্ত করা হবে। নিহত ও অভিযুক্তরা আত্মীয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...