
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের পর আজ শুক্রবার সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে ভারতীয় একটি আদালত। আম আদমি পার্টির এই নেতাকে গতকাল বৃহস্পতিবার ভারতের আর্থিক অপরাধ তদন্ত সংস্থা আটক করেছে।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন কেজরিওয়াল। আর ভারতের বিরোধীদলীয় নেতারা এই গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বলছে—কর্তৃপক্ষ দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার বিকেলে কেজরিওয়ালকে দিল্লির বিচারিক আদালতে হাজির করা হয়। সেখানেই তাঁর রিমান্ড মঞ্জুর করেছেন বিচারকেরা।
আজ আদালতে ইডি দাবি করে, আবগারি দুর্নীতির মূল হোতা কেজরিওয়াল। অর্থ তছরুপ প্রতিরোধ আইনের নির্দিষ্ট ধারা মেনেই গ্রেপ্তার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
অরবিন্দ কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে ইডি বলে, অপরাধে সরাসরি যুক্ত ছিলেন কেজরিওয়াল। আবগারি দুর্নীতির টাকা গোয়ার নির্বাচনে কাজে লাগিয়েছিল আপ।
কেজরিওয়ালকে আটকের ঘটনায় তাঁর আইনজীবী শাদান ফারসাত বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছি।’
কেজরিওয়ালকে গ্রেপ্তারের পর এর প্রতিবাদ জানিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেছে আম আদমি দলের নেতা-কর্মীরা। পাল্টা অ্যাকশনে যাচ্ছে নিরাপত্তা বাহিনীগুলোও। ইতিমধ্যে দিল্লিতে আম আদমির কয়েক ডজন নেতাকে আটক করা হয়েছে।
এ অবস্থায় আম আদমি দল ঘোষণা করেছে, তারা তাদের বিক্ষোভ চালিয়ে যাবে। দলের নেতা এবং দিল্লির অর্থমন্ত্রী অতীশি বলেছেন, ‘কেজরিওয়ালকে সাধারণ নির্বাচনের প্রচারণা থেকে বিরত রাখতেই গ্রেপ্তার করা হয়েছে।’ এই গ্রেপ্তারকে নির্বাচনে জালিয়াতির একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন অতীশি।
কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি আসন্ন লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে চ্যালেঞ্জ করা ২৭টি বিরোধী দলের একটি। আগামী মাসেই এই নির্বাচন অনুষ্ঠান শুরু হবে। এই জোটের প্রধান দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী কেজরিওয়ালের গ্রেপ্তারের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে অ্যাক্সে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘একজন ভীত একনায়ক একটি মৃত গণতন্ত্র তৈরি করতে চান।’
নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করার মতো ঘটনা একটি ডালভাতে পরিণত করেছে সরকার—এমনটাই অভিযোগ করেছেন রাহুল।
বিরোধী জোটের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মত দিয়েছেন—কেজরিওয়ালের গ্রেপ্তার একটি নতুন গণবিপ্লবের জন্ম দেবে। এক টুইটে যাদব বলেছেন, ‘বিজেপি জানে যে, তারা আর ক্ষমতায় আসবে না। এই ভয়ের কারণে তারা নির্বাচনের সময় যে কোনো উপায়ে বিরোধী নেতাদের জনগণের কাছ থেকে সরিয়ে দিতে চায়। গ্রেপ্তার কেবল একটি অজুহাত।’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের পর আজ শুক্রবার সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে ভারতীয় একটি আদালত। আম আদমি পার্টির এই নেতাকে গতকাল বৃহস্পতিবার ভারতের আর্থিক অপরাধ তদন্ত সংস্থা আটক করেছে।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন কেজরিওয়াল। আর ভারতের বিরোধীদলীয় নেতারা এই গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বলছে—কর্তৃপক্ষ দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার বিকেলে কেজরিওয়ালকে দিল্লির বিচারিক আদালতে হাজির করা হয়। সেখানেই তাঁর রিমান্ড মঞ্জুর করেছেন বিচারকেরা।
আজ আদালতে ইডি দাবি করে, আবগারি দুর্নীতির মূল হোতা কেজরিওয়াল। অর্থ তছরুপ প্রতিরোধ আইনের নির্দিষ্ট ধারা মেনেই গ্রেপ্তার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
অরবিন্দ কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে ইডি বলে, অপরাধে সরাসরি যুক্ত ছিলেন কেজরিওয়াল। আবগারি দুর্নীতির টাকা গোয়ার নির্বাচনে কাজে লাগিয়েছিল আপ।
কেজরিওয়ালকে আটকের ঘটনায় তাঁর আইনজীবী শাদান ফারসাত বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছি।’
কেজরিওয়ালকে গ্রেপ্তারের পর এর প্রতিবাদ জানিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেছে আম আদমি দলের নেতা-কর্মীরা। পাল্টা অ্যাকশনে যাচ্ছে নিরাপত্তা বাহিনীগুলোও। ইতিমধ্যে দিল্লিতে আম আদমির কয়েক ডজন নেতাকে আটক করা হয়েছে।
এ অবস্থায় আম আদমি দল ঘোষণা করেছে, তারা তাদের বিক্ষোভ চালিয়ে যাবে। দলের নেতা এবং দিল্লির অর্থমন্ত্রী অতীশি বলেছেন, ‘কেজরিওয়ালকে সাধারণ নির্বাচনের প্রচারণা থেকে বিরত রাখতেই গ্রেপ্তার করা হয়েছে।’ এই গ্রেপ্তারকে নির্বাচনে জালিয়াতির একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন অতীশি।
কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি আসন্ন লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে চ্যালেঞ্জ করা ২৭টি বিরোধী দলের একটি। আগামী মাসেই এই নির্বাচন অনুষ্ঠান শুরু হবে। এই জোটের প্রধান দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী কেজরিওয়ালের গ্রেপ্তারের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে অ্যাক্সে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘একজন ভীত একনায়ক একটি মৃত গণতন্ত্র তৈরি করতে চান।’
নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করার মতো ঘটনা একটি ডালভাতে পরিণত করেছে সরকার—এমনটাই অভিযোগ করেছেন রাহুল।
বিরোধী জোটের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মত দিয়েছেন—কেজরিওয়ালের গ্রেপ্তার একটি নতুন গণবিপ্লবের জন্ম দেবে। এক টুইটে যাদব বলেছেন, ‘বিজেপি জানে যে, তারা আর ক্ষমতায় আসবে না। এই ভয়ের কারণে তারা নির্বাচনের সময় যে কোনো উপায়ে বিরোধী নেতাদের জনগণের কাছ থেকে সরিয়ে দিতে চায়। গ্রেপ্তার কেবল একটি অজুহাত।’

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
১৯ মিনিট আগে
ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় ‘শান্তি’ আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ গঠন করেছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ ছিল এই ‘বোর্ড অব পিস’। গতকাল শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।
৪২ মিনিট আগে
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
১২ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১২ ঘণ্টা আগে