
ভারতের মাটিতে বিচারের জন্য ৩৫ সোমালি জলদস্যুকে দেশটিতে নেওয়া হয়েছে। ভারতীয় নৌবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার ওই ৩৫ জলদস্যুকে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে করে তাদের মহারাষ্ট্রের মুম্বাইয়ে নেওয়া হয়েছে।
গত ১৬ মার্চ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ে ব্যবহৃত মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে ১৭ নাবিকসহ উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। ওই জাহাজ জিম্মি করে রাখা ৩৫ সোমালি জলদস্যুও আত্মসমর্পণ করে সেদিন। জিম্মি উদ্ধারে নেতৃত্ব দিয়েছিল ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস কলকাতা।
ভারতীয় উপকূল থেকে প্রায় ১ হাজার ৪০০ নটিক্যাল মাইল (২ হাজার ৬০০ কিলোমিটার) দূরে জলদস্যুর কবলে থাকা জাহাজ রুয়েনের গতি রোধ করে আইএনএস কলকাতা। এ কাজে আরেক রণতরি আইএনএস সুভদ্রা, হেল আরপিএ, পি৮ আই সামুদ্রিক টহল বিমান এবং মেরিন কমান্ডো বাহিনী মার্কোসের প্রহর (১৮ জন) দল সি-১৭ এয়ারক্রাফট থেকে অবতরণ করে এই অভিযানে সহায়তা করে।
সেই থেকে ৩৫ জলদস্যু আইএনএস কলকাতায় ছিল। অভিযানের পরপরই জলদস্যুদের ভারতীয় আইনে বিচারের কথা জানিয়েছিল দেশটি। তারই ধারাবাহিকতায় আজ শনিবার তাদের মুম্বাইয়ে নেওয়া হয় আইএনএস কলকাতায় করেই। এ বিষয়ে এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী বলেছে, ‘ধরা পড়া ৩৫ জলদস্যুসহ আইএনএস কলকাতা মুম্বাইয়ে ফিরেছে ২৩ মার্চ।’
উল্লেখ্য, গত ডিসেম্বরে এমভি রুয়েন ছিনতাই হয়। এই জাহাজ থেকেই জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নিয়েছে বলে ইইউ নেভি বলছে। সর্বশেষ ১২ মার্চ ২৩ নাবিকসহ ভারতীয় মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নেয় সোমালিয়ার জলদস্যুরা। তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।

ভারতের মাটিতে বিচারের জন্য ৩৫ সোমালি জলদস্যুকে দেশটিতে নেওয়া হয়েছে। ভারতীয় নৌবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার ওই ৩৫ জলদস্যুকে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে করে তাদের মহারাষ্ট্রের মুম্বাইয়ে নেওয়া হয়েছে।
গত ১৬ মার্চ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ে ব্যবহৃত মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে ১৭ নাবিকসহ উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। ওই জাহাজ জিম্মি করে রাখা ৩৫ সোমালি জলদস্যুও আত্মসমর্পণ করে সেদিন। জিম্মি উদ্ধারে নেতৃত্ব দিয়েছিল ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস কলকাতা।
ভারতীয় উপকূল থেকে প্রায় ১ হাজার ৪০০ নটিক্যাল মাইল (২ হাজার ৬০০ কিলোমিটার) দূরে জলদস্যুর কবলে থাকা জাহাজ রুয়েনের গতি রোধ করে আইএনএস কলকাতা। এ কাজে আরেক রণতরি আইএনএস সুভদ্রা, হেল আরপিএ, পি৮ আই সামুদ্রিক টহল বিমান এবং মেরিন কমান্ডো বাহিনী মার্কোসের প্রহর (১৮ জন) দল সি-১৭ এয়ারক্রাফট থেকে অবতরণ করে এই অভিযানে সহায়তা করে।
সেই থেকে ৩৫ জলদস্যু আইএনএস কলকাতায় ছিল। অভিযানের পরপরই জলদস্যুদের ভারতীয় আইনে বিচারের কথা জানিয়েছিল দেশটি। তারই ধারাবাহিকতায় আজ শনিবার তাদের মুম্বাইয়ে নেওয়া হয় আইএনএস কলকাতায় করেই। এ বিষয়ে এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী বলেছে, ‘ধরা পড়া ৩৫ জলদস্যুসহ আইএনএস কলকাতা মুম্বাইয়ে ফিরেছে ২৩ মার্চ।’
উল্লেখ্য, গত ডিসেম্বরে এমভি রুয়েন ছিনতাই হয়। এই জাহাজ থেকেই জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নিয়েছে বলে ইইউ নেভি বলছে। সর্বশেষ ১২ মার্চ ২৩ নাবিকসহ ভারতীয় মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নেয় সোমালিয়ার জলদস্যুরা। তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।

মার্কিন দূতাবাসের এক পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার ঢেউ তুলেছেন মালয়েশীয়রা। অনেকেই ঠাট্টা করে বলছেন, ‘আমাদের দেশে কোনো তেল নেই, ট্রাম্প প্রশাসন যেন মালয়েশিয়ায় কুনজর না দেয়।’
৪ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার অপসারিত ও অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দাবি করেছেন দেশটির বিশেষ কৌঁসুলিরা। সিউলের একটি আদালতে তাঁরা এই শাস্তির আবেদন জানান। ২০২৪ সালের শেষ দিকে ব্যর্থ সামরিক আইন জারির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল চেষ্টার অভিযোগে
১১ মিনিট আগে
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন ওভারহেড রেলপথের ক্রেন ভেঙে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৬ জন। আহতদের মধ্যে এক বছরের একটি শিশু ও ৮৫ বছর বয়সী একজন বৃদ্ধও রয়েছেন। আহত সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪৩ মিনিট আগে
২০২৮ সালের লন্ডন মেয়র নির্বাচনে বর্তমান মেয়র সাদিক খানের বিরুদ্ধে লড়তে কোমর বেঁধে মাঠে নেমেছে রিফর্ম ইউকে। দলটির পক্ষ থেকে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলর লায়লা কানিংহামের নাম ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে