
কাশির সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ জন শিশুর মৃত্যুর সঙ্গে ভারতের মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি করা চারটি কাশির সিরাপের সম্পৃক্ততা রয়েছে বলে গত অক্টোবরে অভিযোগ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সম্প্রতি ভারত সেই অভিযোগ অস্বীকার করে বলেছে, ওই চারটি সিরাপ পরীক্ষা করে দেখা গেছে, সব নিরাপত্তা বৈশিষ্ট্য মেনেই সিরাপগুলো তৈরি করা হয়েছে।
এক বিবৃতিতে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলেছে, অভিযোগ উত্থাপন করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো প্রমাণ দেখাতে পারেনি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে বলেছে, আফ্রিকার দেশগুলোতে জেনেরিক ওষুধের প্রধান সরবরাহকারী দেশ হচ্ছে ভারত।
গত ১৩ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেগুলেশন এবং প্রিকোয়ালিফিকেশন বিভাগের পরিচালক রজেরিও গাসপারকে সম্বোধন করে একটি চিঠি লিখেছেন ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার জেনারেল ড. ভিজি সোমানি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সেই চিঠির অনুলিপি সাংবাদিকদের কাছে প্রকাশ করেছে।
চিঠিতে বলা হয়েছে, গত অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতীয় কাশির সিরাপের ওপর সতর্কতা জারি করলে ভারত ওই সব সিরাপ নিয়ে তদন্ত শুরু করে। সিরাপগুলোর নমুনা পরীক্ষা করে দেখা গেছে, সেগুলোতে কোনো দূষিত যৌগ উপাদান নেই। পরীক্ষার ফলাফল ভারতীয় বিশেষজ্ঞদের একটি প্যানেল দ্বারা আরও অধিকতর পরীক্ষা করা হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, কাশির সিরাপগুলোর নমুনা তারা পরীক্ষা করেছে এবং সিরাপগুলোতে অগ্রহণযোগ্য পরিমাণে ডাইথাইলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল পাওয়া গেছে।
ড. ভিজি সোমানির লেখা চিঠিতে আরও বলা হয়েছে, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার অক্টোবরের বিবৃতিটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এতে ভারতের ওষুধশিল্পের সুনাম ক্ষুণ্ন হয়েছে।’

কাশির সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ জন শিশুর মৃত্যুর সঙ্গে ভারতের মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি করা চারটি কাশির সিরাপের সম্পৃক্ততা রয়েছে বলে গত অক্টোবরে অভিযোগ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সম্প্রতি ভারত সেই অভিযোগ অস্বীকার করে বলেছে, ওই চারটি সিরাপ পরীক্ষা করে দেখা গেছে, সব নিরাপত্তা বৈশিষ্ট্য মেনেই সিরাপগুলো তৈরি করা হয়েছে।
এক বিবৃতিতে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলেছে, অভিযোগ উত্থাপন করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো প্রমাণ দেখাতে পারেনি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে বলেছে, আফ্রিকার দেশগুলোতে জেনেরিক ওষুধের প্রধান সরবরাহকারী দেশ হচ্ছে ভারত।
গত ১৩ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেগুলেশন এবং প্রিকোয়ালিফিকেশন বিভাগের পরিচালক রজেরিও গাসপারকে সম্বোধন করে একটি চিঠি লিখেছেন ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার জেনারেল ড. ভিজি সোমানি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সেই চিঠির অনুলিপি সাংবাদিকদের কাছে প্রকাশ করেছে।
চিঠিতে বলা হয়েছে, গত অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতীয় কাশির সিরাপের ওপর সতর্কতা জারি করলে ভারত ওই সব সিরাপ নিয়ে তদন্ত শুরু করে। সিরাপগুলোর নমুনা পরীক্ষা করে দেখা গেছে, সেগুলোতে কোনো দূষিত যৌগ উপাদান নেই। পরীক্ষার ফলাফল ভারতীয় বিশেষজ্ঞদের একটি প্যানেল দ্বারা আরও অধিকতর পরীক্ষা করা হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, কাশির সিরাপগুলোর নমুনা তারা পরীক্ষা করেছে এবং সিরাপগুলোতে অগ্রহণযোগ্য পরিমাণে ডাইথাইলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল পাওয়া গেছে।
ড. ভিজি সোমানির লেখা চিঠিতে আরও বলা হয়েছে, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার অক্টোবরের বিবৃতিটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এতে ভারতের ওষুধশিল্পের সুনাম ক্ষুণ্ন হয়েছে।’

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৯ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
১০ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১১ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১৩ ঘণ্টা আগে