
ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ হয়েছিল দুই রাজ্য অরুণাচল ও সিকিমে। অরুণাচলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে বিজেপি। আর সিকিমের স্থানীয় দল সিকিম ক্রান্তিকারি মোর্চা (এসকেএম) ৩২ আসনের বিধানসভায় জিতেছে ৩১টি আসন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিকিমে এর আগের সরকারও ছিল সিকিম ক্রান্তিকারি মোর্চার। দলটি এবার বরং আগের চেয়েও বেশি আসন নিয়ে বিধানসভার একমাত্র দলে পরিণত হয়েছে। বিপরীতে সিকিম ডেমোক্রেটিক ফোরাম (এসডিএফ) জিতেছে মাত্র একটি আসন। এই নির্বাচনে আর কোনো দল একটি আসনও জেতেনি। এসকেএমের নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং প্রতিদ্বন্দ্বী এসডিএফের সোমনাথ পদুয়ালকে ৭ হাজার ৪৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর সমর্থকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রেম সিং তামাং রাজধানী গ্যাংটকে বলেন, ‘বিরোধীরা যেটা ২৫ বছরে করতে পারেনি, আমরা তা পাঁচ বছরে করে দেখিয়েছি। আর জনগণ তার ভিত্তিতেই ভোট দিয়েছে।’
কিম বিধানসভায় সাবেক মুখ্যমন্ত্রী ও এসডিএফের প্রধান পবন কুমার চামলিং পরাজিত হয়েছেন। দলটির একমাত্র বিজয়ী প্রার্থী ভোজ রাজ রায়।
এদিকে, অরুণাচল বিধানসভা নির্বাচনে ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একই সঙ্গে ৬০ আসনের বিধানসভায় বিজেপি ৪৬ আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয়েছে। এই নির্বাচনে জাতীয় পর্যায়ে বিজেপির মূল বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস পেয়েছে মাত্র ১টি আসন।
অরুণাচল বিধানসভায় বিজেপি ও কংগ্রেসের বাইরে ন্যাশনাল পিপলস পার্টি পেয়েছে পাঁচটি আসন,তিনটি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা।

ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ হয়েছিল দুই রাজ্য অরুণাচল ও সিকিমে। অরুণাচলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে বিজেপি। আর সিকিমের স্থানীয় দল সিকিম ক্রান্তিকারি মোর্চা (এসকেএম) ৩২ আসনের বিধানসভায় জিতেছে ৩১টি আসন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিকিমে এর আগের সরকারও ছিল সিকিম ক্রান্তিকারি মোর্চার। দলটি এবার বরং আগের চেয়েও বেশি আসন নিয়ে বিধানসভার একমাত্র দলে পরিণত হয়েছে। বিপরীতে সিকিম ডেমোক্রেটিক ফোরাম (এসডিএফ) জিতেছে মাত্র একটি আসন। এই নির্বাচনে আর কোনো দল একটি আসনও জেতেনি। এসকেএমের নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং প্রতিদ্বন্দ্বী এসডিএফের সোমনাথ পদুয়ালকে ৭ হাজার ৪৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর সমর্থকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রেম সিং তামাং রাজধানী গ্যাংটকে বলেন, ‘বিরোধীরা যেটা ২৫ বছরে করতে পারেনি, আমরা তা পাঁচ বছরে করে দেখিয়েছি। আর জনগণ তার ভিত্তিতেই ভোট দিয়েছে।’
কিম বিধানসভায় সাবেক মুখ্যমন্ত্রী ও এসডিএফের প্রধান পবন কুমার চামলিং পরাজিত হয়েছেন। দলটির একমাত্র বিজয়ী প্রার্থী ভোজ রাজ রায়।
এদিকে, অরুণাচল বিধানসভা নির্বাচনে ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একই সঙ্গে ৬০ আসনের বিধানসভায় বিজেপি ৪৬ আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয়েছে। এই নির্বাচনে জাতীয় পর্যায়ে বিজেপির মূল বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস পেয়েছে মাত্র ১টি আসন।
অরুণাচল বিধানসভায় বিজেপি ও কংগ্রেসের বাইরে ন্যাশনাল পিপলস পার্টি পেয়েছে পাঁচটি আসন,তিনটি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা।

এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুত গতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়।
৮ মিনিট আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগে