প্রতিনিধি, কলকাতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় কোনো বাঙালি পূর্ণমন্ত্রিত্ব পেলেন না এবারও। তবে তাঁর এবারই প্রথম সবচেয়ে বেশি বাঙালি কেন্দ্রীয় মন্ত্রী শপথ নিলেন আজ বুধবার। এ ছাড়া প্রথমবারের মতো ত্রিপুরার কোনো নারী কেন্দ্রীয় মন্ত্রী হলেন।
দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের রদবদলেই বড় চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সমালোচনার ঝড় থামাতে বাদ দেওয়া হলো স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন এবং প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবেকে।
পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিতর্কের জেরে বাদ পড়েছেন শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারও। তবে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক নিজেই অসুস্থতার কারণে শিক্ষা মন্ত্রীর পদ ছেড়েছেন।
নতুন মন্ত্রী হিসেবে আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মহারাষ্ট্রের নারায়ণ রানের নাম উল্লেখযোগ্য।
২০১৪ সালে প্রথমবার মন্ত্রিসভা গঠনের সময় মোদি কোনো বাঙালিকে মন্ত্রী করেননি। ভারতের সংসদীয় রাজনীতিতে এমন ঘটনা আগে ঘটেনি। তবে ২০১৬ সালে বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করা হয়। ২০১৯ সালেও বাবুল ছিলেন মোদির মন্ত্রিসভায়। সঙ্গে ছিলেন দেবশ্রী। এবার দুজনই বাদ গেছেন। তাঁদের জায়গায় পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রী হলেন আলিপুরদুয়ারের জনবার্লা, কোচবিহারের নিশীথ প্রামাণিক, বাঁকুড়ার ডা. সুভাষ সরকার এবং মতুয়া সম্প্রদায়ের শান্তনু ঠাকুর।
২০২৩-এ ত্রিপুরা বিধানসভার ভোট মাথায় রেখে সেখান থেকে প্রতিমা ভৌমিকও মন্ত্রী হলেন। কিন্তু মন্ত্রিসভায় কোনো বাঙালি পূর্ণ মন্ত্রী নেই। অথচ, প্রয়াত অশোক সেন, সিদ্ধার্থশঙ্কর রায়, প্রণব মুখোপাধ্যায়, ইন্দ্রজিত গুপ্ত, এবিএ গনিখান চৌধুরী, প্রতাপ চন্দ্র চন্দের মতো ব্যক্তিরা এক সময় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আজ রাষ্ট্রপতি ভবনে অনাড়ম্বর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সূত্রের খবর, আগামীকাল বৃহস্পতিবার নতুন মন্ত্রীদের সঙ্গে চা চক্রে মিলিত হবেন প্রধানমন্ত্রী। এর আগেই দপ্তর বণ্টন করা হতে পারে মন্ত্রীদের। নতুন মন্ত্রিসভায় তারুণ্যকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কমিয়ে আনা হয়েছে মন্ত্রীদের গড় বয়সও। বিজেপির দাবি, উচ্চশিক্ষা ও পরিচ্ছন্ন ইমেজ গুরুত্ব পেয়েছে নতুন মন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় কোনো বাঙালি পূর্ণমন্ত্রিত্ব পেলেন না এবারও। তবে তাঁর এবারই প্রথম সবচেয়ে বেশি বাঙালি কেন্দ্রীয় মন্ত্রী শপথ নিলেন আজ বুধবার। এ ছাড়া প্রথমবারের মতো ত্রিপুরার কোনো নারী কেন্দ্রীয় মন্ত্রী হলেন।
দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের রদবদলেই বড় চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সমালোচনার ঝড় থামাতে বাদ দেওয়া হলো স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন এবং প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবেকে।
পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিতর্কের জেরে বাদ পড়েছেন শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারও। তবে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক নিজেই অসুস্থতার কারণে শিক্ষা মন্ত্রীর পদ ছেড়েছেন।
নতুন মন্ত্রী হিসেবে আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মহারাষ্ট্রের নারায়ণ রানের নাম উল্লেখযোগ্য।
২০১৪ সালে প্রথমবার মন্ত্রিসভা গঠনের সময় মোদি কোনো বাঙালিকে মন্ত্রী করেননি। ভারতের সংসদীয় রাজনীতিতে এমন ঘটনা আগে ঘটেনি। তবে ২০১৬ সালে বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করা হয়। ২০১৯ সালেও বাবুল ছিলেন মোদির মন্ত্রিসভায়। সঙ্গে ছিলেন দেবশ্রী। এবার দুজনই বাদ গেছেন। তাঁদের জায়গায় পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রী হলেন আলিপুরদুয়ারের জনবার্লা, কোচবিহারের নিশীথ প্রামাণিক, বাঁকুড়ার ডা. সুভাষ সরকার এবং মতুয়া সম্প্রদায়ের শান্তনু ঠাকুর।
২০২৩-এ ত্রিপুরা বিধানসভার ভোট মাথায় রেখে সেখান থেকে প্রতিমা ভৌমিকও মন্ত্রী হলেন। কিন্তু মন্ত্রিসভায় কোনো বাঙালি পূর্ণ মন্ত্রী নেই। অথচ, প্রয়াত অশোক সেন, সিদ্ধার্থশঙ্কর রায়, প্রণব মুখোপাধ্যায়, ইন্দ্রজিত গুপ্ত, এবিএ গনিখান চৌধুরী, প্রতাপ চন্দ্র চন্দের মতো ব্যক্তিরা এক সময় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আজ রাষ্ট্রপতি ভবনে অনাড়ম্বর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সূত্রের খবর, আগামীকাল বৃহস্পতিবার নতুন মন্ত্রীদের সঙ্গে চা চক্রে মিলিত হবেন প্রধানমন্ত্রী। এর আগেই দপ্তর বণ্টন করা হতে পারে মন্ত্রীদের। নতুন মন্ত্রিসভায় তারুণ্যকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কমিয়ে আনা হয়েছে মন্ত্রীদের গড় বয়সও। বিজেপির দাবি, উচ্চশিক্ষা ও পরিচ্ছন্ন ইমেজ গুরুত্ব পেয়েছে নতুন মন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে।

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
৫ মিনিট আগে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে