প্রতিনিধি, কলকাতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় কোনো বাঙালি পূর্ণমন্ত্রিত্ব পেলেন না এবারও। তবে তাঁর এবারই প্রথম সবচেয়ে বেশি বাঙালি কেন্দ্রীয় মন্ত্রী শপথ নিলেন আজ বুধবার। এ ছাড়া প্রথমবারের মতো ত্রিপুরার কোনো নারী কেন্দ্রীয় মন্ত্রী হলেন।
দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের রদবদলেই বড় চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সমালোচনার ঝড় থামাতে বাদ দেওয়া হলো স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন এবং প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবেকে।
পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিতর্কের জেরে বাদ পড়েছেন শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারও। তবে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক নিজেই অসুস্থতার কারণে শিক্ষা মন্ত্রীর পদ ছেড়েছেন।
নতুন মন্ত্রী হিসেবে আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মহারাষ্ট্রের নারায়ণ রানের নাম উল্লেখযোগ্য।
২০১৪ সালে প্রথমবার মন্ত্রিসভা গঠনের সময় মোদি কোনো বাঙালিকে মন্ত্রী করেননি। ভারতের সংসদীয় রাজনীতিতে এমন ঘটনা আগে ঘটেনি। তবে ২০১৬ সালে বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করা হয়। ২০১৯ সালেও বাবুল ছিলেন মোদির মন্ত্রিসভায়। সঙ্গে ছিলেন দেবশ্রী। এবার দুজনই বাদ গেছেন। তাঁদের জায়গায় পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রী হলেন আলিপুরদুয়ারের জনবার্লা, কোচবিহারের নিশীথ প্রামাণিক, বাঁকুড়ার ডা. সুভাষ সরকার এবং মতুয়া সম্প্রদায়ের শান্তনু ঠাকুর।
২০২৩-এ ত্রিপুরা বিধানসভার ভোট মাথায় রেখে সেখান থেকে প্রতিমা ভৌমিকও মন্ত্রী হলেন। কিন্তু মন্ত্রিসভায় কোনো বাঙালি পূর্ণ মন্ত্রী নেই। অথচ, প্রয়াত অশোক সেন, সিদ্ধার্থশঙ্কর রায়, প্রণব মুখোপাধ্যায়, ইন্দ্রজিত গুপ্ত, এবিএ গনিখান চৌধুরী, প্রতাপ চন্দ্র চন্দের মতো ব্যক্তিরা এক সময় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আজ রাষ্ট্রপতি ভবনে অনাড়ম্বর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সূত্রের খবর, আগামীকাল বৃহস্পতিবার নতুন মন্ত্রীদের সঙ্গে চা চক্রে মিলিত হবেন প্রধানমন্ত্রী। এর আগেই দপ্তর বণ্টন করা হতে পারে মন্ত্রীদের। নতুন মন্ত্রিসভায় তারুণ্যকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কমিয়ে আনা হয়েছে মন্ত্রীদের গড় বয়সও। বিজেপির দাবি, উচ্চশিক্ষা ও পরিচ্ছন্ন ইমেজ গুরুত্ব পেয়েছে নতুন মন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় কোনো বাঙালি পূর্ণমন্ত্রিত্ব পেলেন না এবারও। তবে তাঁর এবারই প্রথম সবচেয়ে বেশি বাঙালি কেন্দ্রীয় মন্ত্রী শপথ নিলেন আজ বুধবার। এ ছাড়া প্রথমবারের মতো ত্রিপুরার কোনো নারী কেন্দ্রীয় মন্ত্রী হলেন।
দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের রদবদলেই বড় চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সমালোচনার ঝড় থামাতে বাদ দেওয়া হলো স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন এবং প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবেকে।
পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিতর্কের জেরে বাদ পড়েছেন শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারও। তবে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক নিজেই অসুস্থতার কারণে শিক্ষা মন্ত্রীর পদ ছেড়েছেন।
নতুন মন্ত্রী হিসেবে আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মহারাষ্ট্রের নারায়ণ রানের নাম উল্লেখযোগ্য।
২০১৪ সালে প্রথমবার মন্ত্রিসভা গঠনের সময় মোদি কোনো বাঙালিকে মন্ত্রী করেননি। ভারতের সংসদীয় রাজনীতিতে এমন ঘটনা আগে ঘটেনি। তবে ২০১৬ সালে বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করা হয়। ২০১৯ সালেও বাবুল ছিলেন মোদির মন্ত্রিসভায়। সঙ্গে ছিলেন দেবশ্রী। এবার দুজনই বাদ গেছেন। তাঁদের জায়গায় পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রী হলেন আলিপুরদুয়ারের জনবার্লা, কোচবিহারের নিশীথ প্রামাণিক, বাঁকুড়ার ডা. সুভাষ সরকার এবং মতুয়া সম্প্রদায়ের শান্তনু ঠাকুর।
২০২৩-এ ত্রিপুরা বিধানসভার ভোট মাথায় রেখে সেখান থেকে প্রতিমা ভৌমিকও মন্ত্রী হলেন। কিন্তু মন্ত্রিসভায় কোনো বাঙালি পূর্ণ মন্ত্রী নেই। অথচ, প্রয়াত অশোক সেন, সিদ্ধার্থশঙ্কর রায়, প্রণব মুখোপাধ্যায়, ইন্দ্রজিত গুপ্ত, এবিএ গনিখান চৌধুরী, প্রতাপ চন্দ্র চন্দের মতো ব্যক্তিরা এক সময় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আজ রাষ্ট্রপতি ভবনে অনাড়ম্বর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সূত্রের খবর, আগামীকাল বৃহস্পতিবার নতুন মন্ত্রীদের সঙ্গে চা চক্রে মিলিত হবেন প্রধানমন্ত্রী। এর আগেই দপ্তর বণ্টন করা হতে পারে মন্ত্রীদের। নতুন মন্ত্রিসভায় তারুণ্যকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কমিয়ে আনা হয়েছে মন্ত্রীদের গড় বয়সও। বিজেপির দাবি, উচ্চশিক্ষা ও পরিচ্ছন্ন ইমেজ গুরুত্ব পেয়েছে নতুন মন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৩৯ মিনিট আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
১ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৩ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৪ ঘণ্টা আগে