ভারতের মণিপুরে জিজিরাম জেলায় নিরাপত্তা বাহিনীর (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) সঙ্গে বন্দুকযুদ্ধে ১১ জন কুকি বিদ্রোহী নিহত হয়েছেন। এ সময় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কিছু সদস্যও আহত হন। সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
স্থানীয়রা জানান, কুকি বিদ্রোহীরা হঠাৎ জিজিরামের একটি থানায় দুই দিক থেকে আক্রমণ শুরু করে। এই থানার পাশেই একটি বাস্তুচ্যুত মানুষের ক্যাম্প ছিল। ধারণা করা হচ্ছে, তারা এই ক্যাম্প লক্ষ্য করেই আক্রমণটি চালিয়েছে। তবে জিজিরামের এই পুলিশ ক্যাম্পে এর আগেও বেশ কয়েকবার এমন আক্রমণ চালিয়েছিল কুকি বিদ্রোহীরা।
আক্রমণের পর কুকি বিদ্রোহীরা থানা থেকে ১ কিলোমিটার দূরে জাকুরাডোর-কারং নামে একটি গ্রামে ঢুকে পড়ে। সেখানে তারা বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।
গত সপ্তাহে নতুন করে সহিংসতা শুরু হলে জিজিরামে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। তবে আজকের এ ঘটনার পরে উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
একই রাজ্যে গত বৃহস্পতিবার সন্দেহভাজন মেইতেই বিদ্রোহীরা হমার উপজাতির একজন নারীকে হত্যা করেছিল। পরে তারা জিরিবামের কিছু ঘরবাড়িতে আগুন দেয়। নিহত নারীর স্বামী অভিযোগ করেন, হত্যার আগে তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হয়েছিল। এ ঘটনার ঠিক একদিন পরেই মেইতেই সম্প্রদায়ের আরেক নারী ধান ক্ষেতে কাজ করার সময় সন্দেহভাজন কুকি বিদ্রোহীদের গুলিতে নিহত হন।
আজ সোমবার সকালেও সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা মণিপুরের রাজধানী ইম্ফলের পূর্ব জেলার একটি পাহাড় থেকে গুলি চালায় এবং এতে একজন কৃষক আহত হন। এ অবস্থায় ধান কাটার মৌসুমে কৃষকেরা তাদের ক্ষেতে যেতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
ভারতের মণিপুরে জিজিরাম জেলায় নিরাপত্তা বাহিনীর (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) সঙ্গে বন্দুকযুদ্ধে ১১ জন কুকি বিদ্রোহী নিহত হয়েছেন। এ সময় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কিছু সদস্যও আহত হন। সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
স্থানীয়রা জানান, কুকি বিদ্রোহীরা হঠাৎ জিজিরামের একটি থানায় দুই দিক থেকে আক্রমণ শুরু করে। এই থানার পাশেই একটি বাস্তুচ্যুত মানুষের ক্যাম্প ছিল। ধারণা করা হচ্ছে, তারা এই ক্যাম্প লক্ষ্য করেই আক্রমণটি চালিয়েছে। তবে জিজিরামের এই পুলিশ ক্যাম্পে এর আগেও বেশ কয়েকবার এমন আক্রমণ চালিয়েছিল কুকি বিদ্রোহীরা।
আক্রমণের পর কুকি বিদ্রোহীরা থানা থেকে ১ কিলোমিটার দূরে জাকুরাডোর-কারং নামে একটি গ্রামে ঢুকে পড়ে। সেখানে তারা বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।
গত সপ্তাহে নতুন করে সহিংসতা শুরু হলে জিজিরামে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। তবে আজকের এ ঘটনার পরে উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
একই রাজ্যে গত বৃহস্পতিবার সন্দেহভাজন মেইতেই বিদ্রোহীরা হমার উপজাতির একজন নারীকে হত্যা করেছিল। পরে তারা জিরিবামের কিছু ঘরবাড়িতে আগুন দেয়। নিহত নারীর স্বামী অভিযোগ করেন, হত্যার আগে তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হয়েছিল। এ ঘটনার ঠিক একদিন পরেই মেইতেই সম্প্রদায়ের আরেক নারী ধান ক্ষেতে কাজ করার সময় সন্দেহভাজন কুকি বিদ্রোহীদের গুলিতে নিহত হন।
আজ সোমবার সকালেও সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা মণিপুরের রাজধানী ইম্ফলের পূর্ব জেলার একটি পাহাড় থেকে গুলি চালায় এবং এতে একজন কৃষক আহত হন। এ অবস্থায় ধান কাটার মৌসুমে কৃষকেরা তাদের ক্ষেতে যেতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
আসন্ন নির্বাচনগুলোতে ডেমোক্র্যাটদের ঘুরে দাঁড়াতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আবারও তহবিল সংগ্রহের কাজে নেমে পড়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাতে তিনি নিউ জার্সির রেড ব্যাংকে একটি ইভেন্টে অংশ নেন।
৭ মিনিট আগে১৯৪৮ সালে ‘রাষ্ট্র’ ঘোষণা করার এক দশক আগেই আইনস্টাইন জানিয়ে দিয়েছিলেন, প্রস্তাবিত ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পরিকল্পনা ইহুদি জাতীয়তাবাদের (জায়োনিজম) ‘মূল চেতনার পরিপন্থী’। হিটলারের জার্মানি থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া এই বিজ্ঞানী ফ্যাসিবাদের রূপ সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন।
২ ঘণ্টা আগেভারতের অন্যতম শীর্ষস্থানীয় উড়োজাহাজ নিরাপত্তা বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোহন রঙ্গনাথনের মতে, গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এর মর্মান্তিক দুর্ঘটনা ইচ্ছাকৃত মানবিক কর্মকাণ্ডের ফলাফল হতে পারে। এই প্রথমবারের মতো পাইলট স্বপ্রণোদিত হয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন—এমন সম্ভাবনা উঠে এল। রঙ্গনাথন ভারতীয়
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে একাধিকবার বলেছেন, সপ্তাহ খানিকের মধ্যেই গাজা যুদ্ধবিরতি হয়ে যেতে পারে। এমনকি ইসরায়েলি সংবাদমাধ্যম ও হামাসের এক শীর্ষ নেতাও এই বিষয়ে আশার আলো দেখিয়েছিলেন। কিন্তু সম্প্রতি ফিলিস্তিনি এক কর্মকর্তা জানিয়েছেন, গাজা যুদ্ধবিরতি আলোচনা...
৩ ঘণ্টা আগে