
ঢাকা: ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের ধরনটি এখন পর্যন্ত অন্তত ৫৩টি অঞ্চলে পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । আজ বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা অসমর্থিত উৎস থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বলেছে, ওই ৫৩ অঞ্চল ছাড়াও করোনার ভারতীয় বি.১.৬১৭ ধরনটি বিশ্বের আরও সাতটি অঞ্চলে শনাক্ত হয়েছে।
ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, করোনার ভারতীয় বি.১.৬১৭ ধরনটির সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। তবে এই ধরনে আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থতা এবং সংক্রমণের ঝুঁকির বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত সপ্তাহে বিশ্বে করোনা রোগী শনাক্তের সংখ্যা এবং মৃত্যু কমেছে। এ সময়ে বিশ্বে ৪১ লাখ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা এর আগের সপ্তাহ থেকে ১৪ শতাংশ কম। এ ছাড়া বিশ্বব্যাপী গত সপ্তাহে করোনায় মারা গেছেন ৮৪ হাজার মানুষ। এটি আগের সপ্তাহের চেয়ে দুই শতাংশ কম।
ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় অঞ্চলেও গত এক সপ্তাহে নতুন সংক্রমণ এবং মৃত্যু উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে। একই চিত্র দেখা গেছে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলেও। এ ছাড়া পূর্বের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে আমেরিকা, পূর্ব ভূমধ্যসাগরীয়, আফ্রিকা এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও করোনায় সংক্রমণ এবং মৃত্যু হ্রাস পেয়েছে।
গত সাত দিনে বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে। গত এক সপ্তাহে দেশটিতে ১৮ লাখ ৪৬ হাজার ৫৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে (যা আগের সপ্তাহের তুলনায় ২৩ শতাংশ কম)। এ ছাড়া ব্রাজিলে ৪ লাখ ৫১ হাজার ৪২৪ জন (আগের সপ্তাহের তুলনায় ৩ শতাংশ বেশি), আর্জেন্টিনায় ২ লাখ ১৩ হাজার ৪৬ জন (আগের সপ্তাহের তুলনায় ৪১ শতাংশ বেশি), যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮৮ হাজার ৪১০ জন (আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশ কম) এবং কলম্বিয়ায় এক লাখ ৭ হাজার ৫৯০ জন (সাত শতাংশ কম) করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এই ভাইরাস। এই ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ লাখ ১ হাজার ১৬৪ জন ।বিশ্বে এ পর্যন্ত ১৬ কোটি ৮৫ লাখ ৬২ হাজার ৪৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

ঢাকা: ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের ধরনটি এখন পর্যন্ত অন্তত ৫৩টি অঞ্চলে পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । আজ বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা অসমর্থিত উৎস থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বলেছে, ওই ৫৩ অঞ্চল ছাড়াও করোনার ভারতীয় বি.১.৬১৭ ধরনটি বিশ্বের আরও সাতটি অঞ্চলে শনাক্ত হয়েছে।
ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, করোনার ভারতীয় বি.১.৬১৭ ধরনটির সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। তবে এই ধরনে আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থতা এবং সংক্রমণের ঝুঁকির বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত সপ্তাহে বিশ্বে করোনা রোগী শনাক্তের সংখ্যা এবং মৃত্যু কমেছে। এ সময়ে বিশ্বে ৪১ লাখ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা এর আগের সপ্তাহ থেকে ১৪ শতাংশ কম। এ ছাড়া বিশ্বব্যাপী গত সপ্তাহে করোনায় মারা গেছেন ৮৪ হাজার মানুষ। এটি আগের সপ্তাহের চেয়ে দুই শতাংশ কম।
ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় অঞ্চলেও গত এক সপ্তাহে নতুন সংক্রমণ এবং মৃত্যু উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে। একই চিত্র দেখা গেছে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলেও। এ ছাড়া পূর্বের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে আমেরিকা, পূর্ব ভূমধ্যসাগরীয়, আফ্রিকা এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও করোনায় সংক্রমণ এবং মৃত্যু হ্রাস পেয়েছে।
গত সাত দিনে বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে। গত এক সপ্তাহে দেশটিতে ১৮ লাখ ৪৬ হাজার ৫৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে (যা আগের সপ্তাহের তুলনায় ২৩ শতাংশ কম)। এ ছাড়া ব্রাজিলে ৪ লাখ ৫১ হাজার ৪২৪ জন (আগের সপ্তাহের তুলনায় ৩ শতাংশ বেশি), আর্জেন্টিনায় ২ লাখ ১৩ হাজার ৪৬ জন (আগের সপ্তাহের তুলনায় ৪১ শতাংশ বেশি), যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮৮ হাজার ৪১০ জন (আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশ কম) এবং কলম্বিয়ায় এক লাখ ৭ হাজার ৫৯০ জন (সাত শতাংশ কম) করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এই ভাইরাস। এই ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ লাখ ১ হাজার ১৬৪ জন ।বিশ্বে এ পর্যন্ত ১৬ কোটি ৮৫ লাখ ৬২ হাজার ৪৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

বিশ্বমঞ্চে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে ভারতের অর্থনীতি। দেশটির সরকারের বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা অনুযায়ী, মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিবেচনায় ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।
৩০ মিনিট আগে
তলানিতে নামা জন্মহার টেনে তুলতে এবার এক বিচিত্র কৌশল নিয়েছে চীনা সরকার। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে দেশটিতে কনডমসহ সব ধরনের জন্মনিয়ন্ত্রণসামগ্রীর ওপর ১৩ শতাংশ বিক্রয় কর বা ভ্যাট কার্যকর করা হয়েছে। বিপরীতে, শিশুর যত্ন, বিবাহসংক্রান্ত ও বয়স্কদের সেবাকে ভ্যাটমুক্ত ঘোষণা করেছে বেইজিং।
৪২ মিনিট আগে
সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্র্যান-মন্টানায় থার্টিফার্স্ট নাইটের এক জনাকীর্ণ বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ড পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ–আইপিএলে বাংলাদেশে ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর কারণে বলিউড অভিনেতা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে গাদ্দার বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে