আজকের পত্রিকা ডেস্ক

পশ্চিমবঙ্গের পদ্মশ্রী পদকপ্রাপ্ত সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী। ওই নারীর অভিযোগ, ২০১৩ সালে চাকরির প্রলোভন দেখিয়ে মহারাজ তাঁকে আশ্রমে নিয়ে আসেন। এরপর একাধিকবার ধর্ষণ করেন। তবে বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কার্তিক মহারাজ এই অভিযোগ অস্বীকার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী মহারাজ তাঁকে একটি স্কুলে শিক্ষিকার চাকরি দেওয়ার কথা বলে মুর্শিদাবাদের একটি আশ্রমে নিয়ে যান। সেখানে তাঁর থাকার ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু একরাতে মহারাজ তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন বলে ওই নারী অভিযোগ করেছেন। তিনি জানান, ২০১৩ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ছয় মাসে মহারাজ তাঁকে অন্তত ১২ বার ধর্ষণ করেছেন।
ওই নারী আরও বলেছেন, এত বছর ধরে ভয় ও অসহায়তার কারণে তিনি এই ঘটনা গোপন রেখেছিলেন। মহারাজ তাঁকে হুমকি দিয়েছিলেন, তিনি যদি পুলিশের কাছে যান, তাহলে আত্মহত্যা করবেন। তবে এবার তিনি মুখ খুলেছেন। পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ভুক্তভোগী ওই নারী একটি অভিযোগ করেছেন। কার্তিক মহারাজের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে।
তবে চলতি বছর ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী ভূষিত কার্তিক মহারাজ তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ওই নারী যে আশ্রমের কথা উল্লেখ করেছেন, সেখানে থাকার কোনো ব্যবস্থা নেই। মহারাজ বলেছেন, ‘আমি একজন সন্ন্যাসী। সন্ন্যাসীর জীবনে এ ধরনের বাধা অস্বাভাবিক নয়। আমি আইনিভাবে এই বাধা মোকাবিলা করব।’
সন্ন্যাসী কার্তিক মহারাজের সঙ্গে ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মামলাটি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজের বিরুদ্ধে নির্বাচনে গেরুয়া দলকে সহায়তা করা ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কাজ করার অভিযোগ এনেছিলেন।
এ ছাড়া ২০২৪ সালে কার্তিক মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন, যেখানে তাঁর আশ্রমের ‘ভাবমূর্তি ক্ষুণ্ন’ করার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছিল।
প্রসঙ্গত, সম্প্রতি কলকাতার একটি কলেজ ক্যাম্পাসের ভেতরে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। ঠিক এমন সময়ই এই ঘটনা সামনে এল, যেখানে অভিযুক্ত মহারাজ আবার বিজেপি ঘনিষ্ঠ।

পশ্চিমবঙ্গের পদ্মশ্রী পদকপ্রাপ্ত সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী। ওই নারীর অভিযোগ, ২০১৩ সালে চাকরির প্রলোভন দেখিয়ে মহারাজ তাঁকে আশ্রমে নিয়ে আসেন। এরপর একাধিকবার ধর্ষণ করেন। তবে বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কার্তিক মহারাজ এই অভিযোগ অস্বীকার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী মহারাজ তাঁকে একটি স্কুলে শিক্ষিকার চাকরি দেওয়ার কথা বলে মুর্শিদাবাদের একটি আশ্রমে নিয়ে যান। সেখানে তাঁর থাকার ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু একরাতে মহারাজ তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন বলে ওই নারী অভিযোগ করেছেন। তিনি জানান, ২০১৩ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ছয় মাসে মহারাজ তাঁকে অন্তত ১২ বার ধর্ষণ করেছেন।
ওই নারী আরও বলেছেন, এত বছর ধরে ভয় ও অসহায়তার কারণে তিনি এই ঘটনা গোপন রেখেছিলেন। মহারাজ তাঁকে হুমকি দিয়েছিলেন, তিনি যদি পুলিশের কাছে যান, তাহলে আত্মহত্যা করবেন। তবে এবার তিনি মুখ খুলেছেন। পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ভুক্তভোগী ওই নারী একটি অভিযোগ করেছেন। কার্তিক মহারাজের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে।
তবে চলতি বছর ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী ভূষিত কার্তিক মহারাজ তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ওই নারী যে আশ্রমের কথা উল্লেখ করেছেন, সেখানে থাকার কোনো ব্যবস্থা নেই। মহারাজ বলেছেন, ‘আমি একজন সন্ন্যাসী। সন্ন্যাসীর জীবনে এ ধরনের বাধা অস্বাভাবিক নয়। আমি আইনিভাবে এই বাধা মোকাবিলা করব।’
সন্ন্যাসী কার্তিক মহারাজের সঙ্গে ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মামলাটি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজের বিরুদ্ধে নির্বাচনে গেরুয়া দলকে সহায়তা করা ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কাজ করার অভিযোগ এনেছিলেন।
এ ছাড়া ২০২৪ সালে কার্তিক মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন, যেখানে তাঁর আশ্রমের ‘ভাবমূর্তি ক্ষুণ্ন’ করার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছিল।
প্রসঙ্গত, সম্প্রতি কলকাতার একটি কলেজ ক্যাম্পাসের ভেতরে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। ঠিক এমন সময়ই এই ঘটনা সামনে এল, যেখানে অভিযুক্ত মহারাজ আবার বিজেপি ঘনিষ্ঠ।

ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তাহলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইরান।
২ ঘণ্টা আগে
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৪ ঘণ্টা আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে