
কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাবণ বলে আখ্যা দিয়েছেন। প্রশ্ন রেখেছেন, মোদিরও কি রাবণের মতো ১০০ মাথা? তবে কংগ্রেস সভাপতির এমন বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বিজেপি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে, আসন্ন গুজরাট বিধানসভার ভোট গ্রহণকে সামনে রেখে খাড়গের এমন মন্তব্য রাজনৈতিক বিতর্কের শুরু করেছে। বিজেপি বলেছে, খাড়গে এমন মন্তব্যের মাধ্যমে ‘গুজরাটের সন্তানকে’ অপমান করেছেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এলাহাবাদে গুজরাট নির্বাচনের বিষয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন। খাড়গে বলেন, ‘জনাব মোদি প্রধানমন্ত্রী। কিন্তু তিনি নিজের কাজ ভুলে গিয়ে তিনি করপোরেশন নির্বাচন, এমএলএ নির্বাচন, এমপি নির্বাচন সর্বত্রই প্রচার চালিয়ে যাচ্ছেন...সব সময় তিনি নিজের সম্পর্কে কথা বলছেন। মোদি বলছেন, ‘আপনাদের আর কারও দিকে তাকানোর দরকার নেই। শুধু মোদির দিকে তাকান এবং তাঁর পক্ষে ভোট দিন।’
এ সময় ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, ‘আমরা আরও কতবার আপনার মুখ দেখব? আপনারর কত রূপ? আপনারও কি রাবণের মতো ১০০ মাথা?’ এ সময় সভায় উপস্থিত জনতা খাড়গের বক্তব্য শুনে হেসে উঠে এবং করতালি দেয়। নির্বাচনে বিজেপি প্রার্থীরা মোদিকে তাদের পোস্টার বয় হিসেবে ব্যবহার করছে উল্লেখ করে খাড়গে বলেন, ‘প্রতিটি নির্বাচনেই বিজেপি প্রার্থীরা প্রধানমন্ত্রী মোদির নামে ভোট চেয়েছেন।’
এদিকে, খাড়গের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেছেন, ‘গুজরাট নির্বাচনের উত্তাপ সইতে না পেরে সেখান থেকে সরে এসে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর কথার ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। আর তাই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাবণ বলেছেন। “মৃত্যুর সওদাগর” বলা থেকে শুরু করে “রাবণ” বলার মাধ্যমে কংগ্রেস গুজরাট ও তার সন্তানকে ক্রমাগত অপমান করে চলেছে।’

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাবণ বলে আখ্যা দিয়েছেন। প্রশ্ন রেখেছেন, মোদিরও কি রাবণের মতো ১০০ মাথা? তবে কংগ্রেস সভাপতির এমন বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বিজেপি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে, আসন্ন গুজরাট বিধানসভার ভোট গ্রহণকে সামনে রেখে খাড়গের এমন মন্তব্য রাজনৈতিক বিতর্কের শুরু করেছে। বিজেপি বলেছে, খাড়গে এমন মন্তব্যের মাধ্যমে ‘গুজরাটের সন্তানকে’ অপমান করেছেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এলাহাবাদে গুজরাট নির্বাচনের বিষয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন। খাড়গে বলেন, ‘জনাব মোদি প্রধানমন্ত্রী। কিন্তু তিনি নিজের কাজ ভুলে গিয়ে তিনি করপোরেশন নির্বাচন, এমএলএ নির্বাচন, এমপি নির্বাচন সর্বত্রই প্রচার চালিয়ে যাচ্ছেন...সব সময় তিনি নিজের সম্পর্কে কথা বলছেন। মোদি বলছেন, ‘আপনাদের আর কারও দিকে তাকানোর দরকার নেই। শুধু মোদির দিকে তাকান এবং তাঁর পক্ষে ভোট দিন।’
এ সময় ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, ‘আমরা আরও কতবার আপনার মুখ দেখব? আপনারর কত রূপ? আপনারও কি রাবণের মতো ১০০ মাথা?’ এ সময় সভায় উপস্থিত জনতা খাড়গের বক্তব্য শুনে হেসে উঠে এবং করতালি দেয়। নির্বাচনে বিজেপি প্রার্থীরা মোদিকে তাদের পোস্টার বয় হিসেবে ব্যবহার করছে উল্লেখ করে খাড়গে বলেন, ‘প্রতিটি নির্বাচনেই বিজেপি প্রার্থীরা প্রধানমন্ত্রী মোদির নামে ভোট চেয়েছেন।’
এদিকে, খাড়গের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেছেন, ‘গুজরাট নির্বাচনের উত্তাপ সইতে না পেরে সেখান থেকে সরে এসে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর কথার ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। আর তাই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাবণ বলেছেন। “মৃত্যুর সওদাগর” বলা থেকে শুরু করে “রাবণ” বলার মাধ্যমে কংগ্রেস গুজরাট ও তার সন্তানকে ক্রমাগত অপমান করে চলেছে।’

স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
৩ ঘণ্টা আগে